ইসরায়েলে ইরান হামলা চালানোর পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহুর সাথে কথা বলার পরপরই ইরানের এ হামলার নিন্দা জানিয়েছে বাইডেন। এনিয়ে একটি বিবৃতি প্রকাশ করে বাইডেন প্রশাসন।
বাইডেন বলেছেন, এ অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনী ইসরায়েলে আগত প্রায় সকল ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সাহায্য করেছে। আমরা পুনরায় নিশ্চিত করেছি আমাদের প্রতিশ্রুতি।
তিনি আরও বলেন, মার্কিন বাহিনী বা স্থাপনাগুলোতে কোনও হামলা না হলেও আমরা সকল হুমকির বিরুদ্ধে সতর্ক থাকব।
স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। ট্রু প্রোমিজ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
রোববার, ১৪ এপ্রিল ২০২৪
ইসরায়েলে ইরান হামলা চালানোর পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহুর সাথে কথা বলার পরপরই ইরানের এ হামলার নিন্দা জানিয়েছে বাইডেন। এনিয়ে একটি বিবৃতি প্রকাশ করে বাইডেন প্রশাসন।
বাইডেন বলেছেন, এ অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনী ইসরায়েলে আগত প্রায় সকল ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সাহায্য করেছে। আমরা পুনরায় নিশ্চিত করেছি আমাদের প্রতিশ্রুতি।
তিনি আরও বলেন, মার্কিন বাহিনী বা স্থাপনাগুলোতে কোনও হামলা না হলেও আমরা সকল হুমকির বিরুদ্ধে সতর্ক থাকব।
স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। ট্রু প্রোমিজ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।