শিখদের ঘোষিত রাষ্ট্র খালিস্তানের পক্ষে তৎপরতা চালানোর অভিযোগে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিসহ ৬ রাজ্যের ৫৩টি এলাকায় অভিযান চালিয়েছে সন্ত্রাস দমন সংক্রান্ত ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত শাখা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি (এনআইএ)।
দিল্লি ব্যাতীত অন্যান্য যেসব রাজ্য ও রাজধানী শহরে অভিযান চালানো হয়েছে, সেগুলো হলো হলো পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড এবং পাঞ্চাব-হরিয়ানার রাজধানী শহর চন্ডিগড়।
শুক্রবার এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে, ৫৩ এলাকার অভিযান থেকে উল্লেখযোগ্য পরিমাণে আগ্নেয়ায়স্ত্র, গোলাবারুদ এবং ভারতে খালিস্তানি তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে— তার সঠিক সংখ্যা জানায়নি এনআইএ। সম্প্রতি কানাডার নাগরিক ও সেখানকার খালিস্তানপন্থী শিখদের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে ভারত ও কানাডার মধ্যে।
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিখদের ঘোষিত রাষ্ট্র খালিস্তানের পক্ষে তৎপরতা চালানোর অভিযোগে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিসহ ৬ রাজ্যের ৫৩টি এলাকায় অভিযান চালিয়েছে সন্ত্রাস দমন সংক্রান্ত ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত শাখা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি (এনআইএ)।
দিল্লি ব্যাতীত অন্যান্য যেসব রাজ্য ও রাজধানী শহরে অভিযান চালানো হয়েছে, সেগুলো হলো হলো পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড এবং পাঞ্চাব-হরিয়ানার রাজধানী শহর চন্ডিগড়।
শুক্রবার এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে, ৫৩ এলাকার অভিযান থেকে উল্লেখযোগ্য পরিমাণে আগ্নেয়ায়স্ত্র, গোলাবারুদ এবং ভারতে খালিস্তানি তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে— তার সঠিক সংখ্যা জানায়নি এনআইএ। সম্প্রতি কানাডার নাগরিক ও সেখানকার খালিস্তানপন্থী শিখদের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে ভারত ও কানাডার মধ্যে।