যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের একদল ছোট বিদ্রোহী রিপাবলিকান ইতিহাস তৈরি করেছেন। তাঁরা তাঁদের নেতা, প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থিকে পদচ্যুত করতে সফল হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।
গত সোমবার ফ্লোরিডা থেকে নির্বাচিত কট্টরপন্থী রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ থেকে ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন। রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে গতকাল মঙ্গলবার প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। প্রস্তাবটি ২১৬-২০৮ ভোটে পাস হয়।
প্রতিনিধি পরিষদে ২২১-২১২ ব্যবধানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা আছে। ম্যাকার্থির বিপক্ষে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের মধ্যে ২০৮ জন ডেমোক্রেটিক পার্টির সদস্য। বাকি আটজন ম্যাকার্থির রিপাবলিকান পার্টির সদস্য।
অর্থাৎ রিপাবলিকান পার্টির কট্টরপন্থী এই আট বিদ্রোহী সদস্যই মূলত ম্যাকার্থির বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন, প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ম্যাকার্থির উত্তরসূরি কে হতে পারেন?
এই প্রশ্নের উত্তর খতিয়ে দেখেছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ম্যাকার্থির উত্তরসূরি কে হবেন, তা এখনই স্পষ্ট নয়। তবে প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার সম্ভাবনা আছে, এমন কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছে রয়টার্স।
প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা স্টিভ স্কেলাইজ। ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপনকারী রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ বলেছেন, স্পিকার পদে স্কেলাইজকে সমর্থন দেবেন তিনি।
টম ইমার প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলীয় হুইপ। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে তিনি প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের প্রচারাভিযানে নেতৃত্ব দিয়েছিলেন।
জিম জর্ডান প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন মিত্র হিসেবে পরিচিত।
গত জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনের সময় তাঁকে এই পদে মনোনয়ন দিয়েছিলেন কিছু বিদ্রোহী রিপাবলিকান।
বায়রন ডোনাল্ডস একজন কট্টরপন্থী রিপাবলিকান। তাঁকে রিপাবলিকান পার্টির একজন উদীয়মান তারকা হিসেবে বিবেচনা করা হয়। গত জানুয়ারির স্পিকার নির্বাচনে লড়েছিলেন তিনি।
প্যাট্রিক ম্যাকহেনরি প্রতিনিধি পরিষদের ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান। তিনি ম্যাকার্থির একজন মিত্র। ম্যাকার্থিকে স্পিকারের পদ থেকে অপসারণের লক্ষ্যে ভোটাভুটি হওয়ার আগে তাঁর সমর্থনে কথা বলেছিলেন ম্যাকহেনরি।
ঐতিহাসিকভাবে এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদ তার সদস্যদের মধ্য থেকে একজনকে স্পিকার নির্বাচন করে এসেছে। তবে মার্কিন সংবিধানে এমন কোনো বিধান নেই যে স্পিকারকে প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্য হতে হবে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু রিপাবলিকান মিত্র এমন কথা বলছেন, স্পিকার হিসেবে তিনি দায়িত্ব পালন করতে পারেন। তবে ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন, তিনি এই পদের ব্যাপারে আগ্রহী নন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে চান তিনি।
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের একদল ছোট বিদ্রোহী রিপাবলিকান ইতিহাস তৈরি করেছেন। তাঁরা তাঁদের নেতা, প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থিকে পদচ্যুত করতে সফল হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।
গত সোমবার ফ্লোরিডা থেকে নির্বাচিত কট্টরপন্থী রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ থেকে ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন। রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে গতকাল মঙ্গলবার প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। প্রস্তাবটি ২১৬-২০৮ ভোটে পাস হয়।
প্রতিনিধি পরিষদে ২২১-২১২ ব্যবধানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা আছে। ম্যাকার্থির বিপক্ষে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের মধ্যে ২০৮ জন ডেমোক্রেটিক পার্টির সদস্য। বাকি আটজন ম্যাকার্থির রিপাবলিকান পার্টির সদস্য।
অর্থাৎ রিপাবলিকান পার্টির কট্টরপন্থী এই আট বিদ্রোহী সদস্যই মূলত ম্যাকার্থির বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন, প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ম্যাকার্থির উত্তরসূরি কে হতে পারেন?
এই প্রশ্নের উত্তর খতিয়ে দেখেছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ম্যাকার্থির উত্তরসূরি কে হবেন, তা এখনই স্পষ্ট নয়। তবে প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার সম্ভাবনা আছে, এমন কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছে রয়টার্স।
প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা স্টিভ স্কেলাইজ। ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপনকারী রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ বলেছেন, স্পিকার পদে স্কেলাইজকে সমর্থন দেবেন তিনি।
টম ইমার প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলীয় হুইপ। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে তিনি প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের প্রচারাভিযানে নেতৃত্ব দিয়েছিলেন।
জিম জর্ডান প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন মিত্র হিসেবে পরিচিত।
গত জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনের সময় তাঁকে এই পদে মনোনয়ন দিয়েছিলেন কিছু বিদ্রোহী রিপাবলিকান।
বায়রন ডোনাল্ডস একজন কট্টরপন্থী রিপাবলিকান। তাঁকে রিপাবলিকান পার্টির একজন উদীয়মান তারকা হিসেবে বিবেচনা করা হয়। গত জানুয়ারির স্পিকার নির্বাচনে লড়েছিলেন তিনি।
প্যাট্রিক ম্যাকহেনরি প্রতিনিধি পরিষদের ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান। তিনি ম্যাকার্থির একজন মিত্র। ম্যাকার্থিকে স্পিকারের পদ থেকে অপসারণের লক্ষ্যে ভোটাভুটি হওয়ার আগে তাঁর সমর্থনে কথা বলেছিলেন ম্যাকহেনরি।
ঐতিহাসিকভাবে এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদ তার সদস্যদের মধ্য থেকে একজনকে স্পিকার নির্বাচন করে এসেছে। তবে মার্কিন সংবিধানে এমন কোনো বিধান নেই যে স্পিকারকে প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্য হতে হবে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু রিপাবলিকান মিত্র এমন কথা বলছেন, স্পিকার হিসেবে তিনি দায়িত্ব পালন করতে পারেন। তবে ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন, তিনি এই পদের ব্যাপারে আগ্রহী নন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে চান তিনি।