সংযুক্ত আরব আমিরাতের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আল নাহদাতে একটি উঁচু আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪৪ জন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে গণমাধ্যমকে
প্রতিবেদনে বলা হয়, আল নাহদার একটি ৩৮ তলা আবাসিক টাওয়ারে আগুন লাগে। এ ঘটনায় ৫ জন দমবন্ধ হয়ে মারা গেছে। আহতদের মধ্যে ১৭ জন মাঝারি আঘাত পেয়েছেন। বাকিদের অবস্থা খুব গুরুতর না।
শারজাহ্ পুলিশ পক্ষ থেকে জানানো হয়, ১৭ জনকে জরুরি সেবা দেওয়া হয়েছে। ১৮ শিশুসহ ১৫৬ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় সড়িয়ে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভবনিটির ১৮ ও ২৬ নম্বর তলায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত।
শনিবার, ০৬ এপ্রিল ২০২৪
সংযুক্ত আরব আমিরাতের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আল নাহদাতে একটি উঁচু আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪৪ জন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে গণমাধ্যমকে
প্রতিবেদনে বলা হয়, আল নাহদার একটি ৩৮ তলা আবাসিক টাওয়ারে আগুন লাগে। এ ঘটনায় ৫ জন দমবন্ধ হয়ে মারা গেছে। আহতদের মধ্যে ১৭ জন মাঝারি আঘাত পেয়েছেন। বাকিদের অবস্থা খুব গুরুতর না।
শারজাহ্ পুলিশ পক্ষ থেকে জানানো হয়, ১৭ জনকে জরুরি সেবা দেওয়া হয়েছে। ১৮ শিশুসহ ১৫৬ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় সড়িয়ে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভবনিটির ১৮ ও ২৬ নম্বর তলায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত।