alt

আন্তর্জাতিক

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রের পরিমাণ প্রকাশ্যে

সংবাদ অনলাইন রিপোর্ট : শনিবার, ২৯ জুন ২০২৪

গাজায় চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে, তা প্রকাশ্যে এসেছে। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সহায়তা প্রদান করেছে, যার মধ্যে উচ্চ প্রযুক্তির অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে। এই সহায়তা গাজায় চলমান সংঘর্ষে ইসরায়েলকে শক্তিশালী করেছে।

বাইডেন প্রশাসন বিপুল পরিমাণ সামরিক রসদ ইসরায়েলকে দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

হালনাগাদ তথ্যের ভিত্তিতে তারা জানিয়েছেন, গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিছু দিন আগ পর্যন্ত অন্তত ১৪ হাজার এমকে-৮৪ বোমা দিয়েছে। ২০০০ পাউন্ডের এসব বোমাকে অত্যাধিক ধ্বংসাত্মক বলে বিবেচনা করা হয়।

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রের তালিকায় আছে সাড়ে ছয় হাজার ৫০০ পাউন্ড বোমা, তিন হাজার হেলফায়ার প্রিসিশন গাইডেড এয়ার-টু-গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র, এক হাজার বাঙ্কার-বাস্টার বোমা, ছোট ব্যাসের এয়ার-ড্রপড দুই হাজার ৬০০ বোমা এবং অন্যান্য যুদ্ধাস্ত্র।

ওই কর্মকর্তারা নিজদের নাম প্রকাশ করতে চাননি।

রয়টার্স লিখেছে, অস্ত্রের চালান পাঠানোর সময় সম্পর্কে তারা স্পষ্ট ধারণা না দিলেও মোট অস্ত্রের পরিমাণ দেখে বোঝাই যায় যুক্তরাষ্ট্র তার মিত্রকে অস্ত্র সরবরাহ তেমন কমায়নি। তার মানে অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং শক্তিশালী বোমা না পাঠাতে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবে প্রতিফলিত হয়নি।

ইসরায়েলের হিসাবে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ১২০০ জন নিহত হয়েছে, জিম্মি হয়েছে ২৫০ জন।

গাজা যুদ্ধের এই সময়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক এবং সহযোগিতা নিয়ে নানা মতামত ও বিতর্কের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সহায়তা ইসরায়েলের সামরিক ক্ষমতা বৃদ্ধি করেছে, তবে এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ।

বিশেষজ্ঞরা বলছেন, গাজায় গত আট মাসের অভিযানে ব্যবহৃত অস্ত্রের সরবরাহ পূরণ করতে যা প্রয়োজন তার সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেন, “যদিও এই সংখ্যক (অস্ত্র) একটি বড় সংঘাতে তুলনামূলকভাবে কম সময়ে খরচ হতে পারে, তবে এই তালিকা আমাদের ইসরায়েলি মিত্রদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের স্পষ্ট প্রতিফলন দেখাচ্ছে।”

হামাস বা হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইসরায়েল যাতে ব্যবহার করতে পারে-এমন অস্ত্রই তালিকায় দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রয়টার্স লিখেছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে পাঠানো সামরিক রসদের এতো বিস্তৃত ও হালনাগাদ তথ্য এর আগে প্রকাশ হয়নি।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি চলে আসছে। যেকোনো সময় তাদের মধ্যে যুদ্ধ বাধতে পারে বলেও উদ্বেগ আছে।

অস্ত্র সরবরাহের বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তারা সাড়া দেননি।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অস্ত্রের বড় তালিকার অংশ হিসেবে এসব চালান পাঠানো হয়েছে। বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার সাংবাদিকদের বলেন, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলকে ৬৫০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দিয়েছে ওয়াশিংটন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক সপ্তাহগুলোতে দাবি করেছেন যে, ওয়াশিংটন অস্ত্র সরবরাহ বন্ধ রেখেছে। যদিও মার্কিন কর্মকর্তারা কিছু ‘বাধা’র কথা স্বীকার করলেও নেতানিয়াহুর দাবি অস্বীকার করেছেন।

গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় মারাত্মক প্রভাব ফেলতে পারে-এমন আশঙ্কায় দুই হাজার পাউন্ড বোমের একটি চালান পাঠানোর উদ্যোগ থামিয়ে দিয়েছে বাইডেন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জোর দিয়েই বলেছেন, অন্যান্য অস্ত্র সরবরাহ স্বাভাবিকই থাকবে। দুই হাজার পাউন্ডের একটি বোমা কংক্রিট ও ধাতব ভেদ করতে পারে, সৃষ্টি করতে পারে বিস্তৃত ব্যাসার্ধের বিস্ফোরণ।

বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার জানিয়েছে, রাফায় সামরিক অভিযান নিয়ে উদ্বেগের কারণে বোমার যে চালান পাঠানোর উদ্যোগ মে মাসে স্থগিত করা হয়, সেই সিদ্ধান্ত পাল্টাতে ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে যাওয়ায় এবং ওই ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত করায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি আরও জোরাল হয়েছে।

ওয়াশিংটন তার দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে বছরে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়। বাইডেন হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল যদি বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং গাজায় আরও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেয় তবে সামরিক সহায়তায় যেমন শর্ত আরোপ করবেন, তেমনই মে মাসে স্থগিত হওয়া চালানও ছাড় করবেন না।

হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি বাইডেনের সমর্থনকে রাজনৈতিক দায়বদ্ধতা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে তরুণ ডেমোক্র্যাটদের কাছে; কারণ তিনি এই বছর ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন। এই সমর্থনের কারণে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেইনকে দেওয়া সামরিক রসদের পূর্ণাঙ্গ বিবরণ যুক্তরাষ্ট্র প্রকাশ করলেও ইসরায়েলকে দেওয়া মার্কিন অস্ত্র ও যুদ্ধাস্ত্রের বিষয়ে খুব কম তথ্যই প্রকাশ পেয়েছে।

অস্ত্রের চালানগুলো শনাক্ত করাও কঠিন, কারণ কয়েক বছর আগে কংগ্রেস অনুমোদিত বিক্রির অস্ত্রও এখন সেখানে পাঠানো হচ্ছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পেন্টাগনের নিজস্ব মজুদে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র রয়েছে এবং বোয়িং, জেনারেল ডায়ানামিকসের মতো অস্ত্র প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।

এদিকে, গাজায় মানবিক পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে, এবং অনেকেই এই সংঘাতের দ্রুত সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন।

ছবি

সংযুক্ত আমিরাতের দুবাইয়ে ২ মাস কোমায় থেকে মারা গেছেন প্রবাসী ইকবাল

ছবি

আরব আমিরাতে আবাসিক ভবনে আগুন

ছবি

বেরিলের শঙ্কায় জ্বালানির জন্য লাইন, খাবার-পানি মজুদের হিড়িক

ছবি

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও ৪৩ ফিলিস্তিনি

ছবি

আতশবাজির গুদামে বিস্ফোরণ : ফিলিপাইনে নিহত ৫

ছবি

নাইজেরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ১৮

ছবি

দ্বিতীয় দফায় গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

ছবি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি

ছবি

হুতিদের দাবি: লোহিত সাগর ও ভূমধ্যসাগরে চারটি জাহাজে হামলা

ছবি

কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে ৩০ জন নিহত

ছবি

নেপালে ভূমিধসে ৯ জনের মৃত্যু

ছবি

আকস্মিক বন্যায় নদীতে আটকে যায় ভারতীয় ট্যাংকটি, বাঁচতে পারেননি কেউ

ছবি

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে মমতার অভিযোগ উড়িয়ে দিল নয়াদিল্লি

ছবি

ইসরায়েল লেবাননে হামলা চালালে ‘ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে’

ছবি

মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ছবি

আরব আমিরাতের শুক্রবারে জুমার নামাজ ও খুৎবা ১০মিনিট শেষ করতে নির্দেশনা

ছবি

৩০ জুনের মধ্যে বিআরটিএ’র কর ও ফি জমা দেওয়ার অনুরোধ

ছবি

গাজায় নিহত আরও প্রায় অর্ধশত, প্রাণহানি বেড়ে ৩৭ হাজার ৭৬৫

ছবি

রাইসির মৃত্যুতে নতুন প্রেসিডেন্টের খোঁজে ইরানে নির্বাচন আজ

ছবি

তাইওয়ান: চীন ভ্রমণে নাগরিকদের সতর্ক করল

ছবি

তীব্র গরমে পাকিস্তানে হাঁসফাঁস, ছয়দিনে ৫ শতাধিক মানুষের মৃত্যু

ছবি

দুর্ভিক্ষের ‘ঝুঁকি প্রবল’: আইপিসি প্রতিবেদনে জনসংখ্যার পাঁচ লাখ ফিলিস্তিনি মানুষ উপর প্রবল খাবার এবং মানবিক ত্রাণের অভাব

ছবি

কেনিয়ায় পার্লামেন্টে হামলা, পুলিশের গুলিতে নিহত ১৩

ছবি

জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলল পেন্টাগন

ছবি

কেনিয়ায় কর আইন-বিরোধী বিক্ষোভে সহিংসতা: পার্লামেন্টে আগুন, পুলিশের গুলিতে নিহত ৫

ছবি

দুবাইতে শেখ মোহাম্মদ ৩ হাজার কোটি দিরহাম রেইন ড্রেনেজ নেটওয়ার্ক ঘোষণা

ছবি

সংযুক্ত আরব আমিরাতে দিচ্ছে ইউরোপের মতো কাজের সুযোগ

ছবি

ইসরায়েলি হামলায় পরিবারের ১০ সদস্য হারালেন ইসমাইল হানিয়া

ছবি

যুদ্ধের মধ্যেই উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ছবি

রাশিয়ায় গির্জা-সিনাগগে হামলায় পুলিশ-যাজকসহ নিহত অন্তত ২৩

ছবি

হজ চলাকালীন মারা গেছেন কমপক্ষে ১৩০১ জন : সৌদি আরব

ছবি

রাশিয়ায় উপাসনালয়ে হামলা, ১৫ পুলিশ কর্মকর্তা নিহত

ছবি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও শতাধিক

ছবি

গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে হামলা, নিহত ২২

ছবি

দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি পুতিনের

ছবি

গাজায় স্থল অভিযানে ৩১৪ ইসরায়েলি সেনা নিহত

tab

আন্তর্জাতিক

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রের পরিমাণ প্রকাশ্যে

সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার, ২৯ জুন ২০২৪

গাজায় চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে, তা প্রকাশ্যে এসেছে। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সহায়তা প্রদান করেছে, যার মধ্যে উচ্চ প্রযুক্তির অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে। এই সহায়তা গাজায় চলমান সংঘর্ষে ইসরায়েলকে শক্তিশালী করেছে।

বাইডেন প্রশাসন বিপুল পরিমাণ সামরিক রসদ ইসরায়েলকে দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

হালনাগাদ তথ্যের ভিত্তিতে তারা জানিয়েছেন, গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিছু দিন আগ পর্যন্ত অন্তত ১৪ হাজার এমকে-৮৪ বোমা দিয়েছে। ২০০০ পাউন্ডের এসব বোমাকে অত্যাধিক ধ্বংসাত্মক বলে বিবেচনা করা হয়।

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রের তালিকায় আছে সাড়ে ছয় হাজার ৫০০ পাউন্ড বোমা, তিন হাজার হেলফায়ার প্রিসিশন গাইডেড এয়ার-টু-গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র, এক হাজার বাঙ্কার-বাস্টার বোমা, ছোট ব্যাসের এয়ার-ড্রপড দুই হাজার ৬০০ বোমা এবং অন্যান্য যুদ্ধাস্ত্র।

ওই কর্মকর্তারা নিজদের নাম প্রকাশ করতে চাননি।

রয়টার্স লিখেছে, অস্ত্রের চালান পাঠানোর সময় সম্পর্কে তারা স্পষ্ট ধারণা না দিলেও মোট অস্ত্রের পরিমাণ দেখে বোঝাই যায় যুক্তরাষ্ট্র তার মিত্রকে অস্ত্র সরবরাহ তেমন কমায়নি। তার মানে অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং শক্তিশালী বোমা না পাঠাতে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবে প্রতিফলিত হয়নি।

ইসরায়েলের হিসাবে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ১২০০ জন নিহত হয়েছে, জিম্মি হয়েছে ২৫০ জন।

গাজা যুদ্ধের এই সময়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক এবং সহযোগিতা নিয়ে নানা মতামত ও বিতর্কের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সহায়তা ইসরায়েলের সামরিক ক্ষমতা বৃদ্ধি করেছে, তবে এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ।

বিশেষজ্ঞরা বলছেন, গাজায় গত আট মাসের অভিযানে ব্যবহৃত অস্ত্রের সরবরাহ পূরণ করতে যা প্রয়োজন তার সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেন, “যদিও এই সংখ্যক (অস্ত্র) একটি বড় সংঘাতে তুলনামূলকভাবে কম সময়ে খরচ হতে পারে, তবে এই তালিকা আমাদের ইসরায়েলি মিত্রদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের স্পষ্ট প্রতিফলন দেখাচ্ছে।”

হামাস বা হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইসরায়েল যাতে ব্যবহার করতে পারে-এমন অস্ত্রই তালিকায় দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রয়টার্স লিখেছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে পাঠানো সামরিক রসদের এতো বিস্তৃত ও হালনাগাদ তথ্য এর আগে প্রকাশ হয়নি।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি চলে আসছে। যেকোনো সময় তাদের মধ্যে যুদ্ধ বাধতে পারে বলেও উদ্বেগ আছে।

অস্ত্র সরবরাহের বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তারা সাড়া দেননি।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অস্ত্রের বড় তালিকার অংশ হিসেবে এসব চালান পাঠানো হয়েছে। বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার সাংবাদিকদের বলেন, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলকে ৬৫০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দিয়েছে ওয়াশিংটন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক সপ্তাহগুলোতে দাবি করেছেন যে, ওয়াশিংটন অস্ত্র সরবরাহ বন্ধ রেখেছে। যদিও মার্কিন কর্মকর্তারা কিছু ‘বাধা’র কথা স্বীকার করলেও নেতানিয়াহুর দাবি অস্বীকার করেছেন।

গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় মারাত্মক প্রভাব ফেলতে পারে-এমন আশঙ্কায় দুই হাজার পাউন্ড বোমের একটি চালান পাঠানোর উদ্যোগ থামিয়ে দিয়েছে বাইডেন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জোর দিয়েই বলেছেন, অন্যান্য অস্ত্র সরবরাহ স্বাভাবিকই থাকবে। দুই হাজার পাউন্ডের একটি বোমা কংক্রিট ও ধাতব ভেদ করতে পারে, সৃষ্টি করতে পারে বিস্তৃত ব্যাসার্ধের বিস্ফোরণ।

বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার জানিয়েছে, রাফায় সামরিক অভিযান নিয়ে উদ্বেগের কারণে বোমার যে চালান পাঠানোর উদ্যোগ মে মাসে স্থগিত করা হয়, সেই সিদ্ধান্ত পাল্টাতে ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে যাওয়ায় এবং ওই ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত করায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি আরও জোরাল হয়েছে।

ওয়াশিংটন তার দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে বছরে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়। বাইডেন হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল যদি বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং গাজায় আরও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেয় তবে সামরিক সহায়তায় যেমন শর্ত আরোপ করবেন, তেমনই মে মাসে স্থগিত হওয়া চালানও ছাড় করবেন না।

হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি বাইডেনের সমর্থনকে রাজনৈতিক দায়বদ্ধতা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে তরুণ ডেমোক্র্যাটদের কাছে; কারণ তিনি এই বছর ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন। এই সমর্থনের কারণে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেইনকে দেওয়া সামরিক রসদের পূর্ণাঙ্গ বিবরণ যুক্তরাষ্ট্র প্রকাশ করলেও ইসরায়েলকে দেওয়া মার্কিন অস্ত্র ও যুদ্ধাস্ত্রের বিষয়ে খুব কম তথ্যই প্রকাশ পেয়েছে।

অস্ত্রের চালানগুলো শনাক্ত করাও কঠিন, কারণ কয়েক বছর আগে কংগ্রেস অনুমোদিত বিক্রির অস্ত্রও এখন সেখানে পাঠানো হচ্ছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পেন্টাগনের নিজস্ব মজুদে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র রয়েছে এবং বোয়িং, জেনারেল ডায়ানামিকসের মতো অস্ত্র প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।

এদিকে, গাজায় মানবিক পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে, এবং অনেকেই এই সংঘাতের দ্রুত সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন।

back to top