আজ হামাস নেতা ইসমাইল হানিয়াকে দাফন করা হবে কাতারের রাজধানী দোহায়। ইতোমধ্যে ইরান থেকে কাতারে নেওয়া হয়েছে তেহরানে হামলায় নিহত হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার মরদেহ।
আজ শুক্রবার রাজধানী দোহায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে লুসাইলে দাফন করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায় হানিয়ার মরদেহ। এসময় মরদেহবাহী কফিন গ্রহণ করেন হামাসের সাবেক নেতা খালেদ মেশালসহ সংগঠনের কর্মীরা।
হানিয়ার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়। এই হত্যাকান্ড আঞ্চলিক উত্তেজনার আশঙ্কা আরও গভীর করেছে।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান হানিয়াহ হামাসের রাজনৈতিক কার্যালয়ের অন্যান্য সদস্যদের সাথে দোহায় বসবাস করতেন।
হামাস বলেছে,‘আরব এবং ইসলামিক নেতাদের’ পাশাপাশি অন্যান্য ফিলিস্তিনি উপদলের প্রতিনিধি এবং জনসাধারণ অনুষ্ঠানে যোগ দেবেন।
ইরানের বিপ্লবী গার্ডস জানিয়েছে, বুধবার ভোরের আগে তেহরানে তাদের বাসস্থানে হামলায় হানিয়াহ এবং একজন দেহরক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি ইরানে গিয়েছিলেন। হামলার জন্য হামাস ও ইরান এবং অন্যরা ইসরায়েলকে অভিযুক্ত করেছে, তবে ইসরায়েল সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
আজ হামাস নেতা ইসমাইল হানিয়াকে দাফন করা হবে কাতারের রাজধানী দোহায়। ইতোমধ্যে ইরান থেকে কাতারে নেওয়া হয়েছে তেহরানে হামলায় নিহত হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার মরদেহ।
আজ শুক্রবার রাজধানী দোহায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে লুসাইলে দাফন করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায় হানিয়ার মরদেহ। এসময় মরদেহবাহী কফিন গ্রহণ করেন হামাসের সাবেক নেতা খালেদ মেশালসহ সংগঠনের কর্মীরা।
হানিয়ার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়। এই হত্যাকান্ড আঞ্চলিক উত্তেজনার আশঙ্কা আরও গভীর করেছে।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান হানিয়াহ হামাসের রাজনৈতিক কার্যালয়ের অন্যান্য সদস্যদের সাথে দোহায় বসবাস করতেন।
হামাস বলেছে,‘আরব এবং ইসলামিক নেতাদের’ পাশাপাশি অন্যান্য ফিলিস্তিনি উপদলের প্রতিনিধি এবং জনসাধারণ অনুষ্ঠানে যোগ দেবেন।
ইরানের বিপ্লবী গার্ডস জানিয়েছে, বুধবার ভোরের আগে তেহরানে তাদের বাসস্থানে হামলায় হানিয়াহ এবং একজন দেহরক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি ইরানে গিয়েছিলেন। হামলার জন্য হামাস ও ইরান এবং অন্যরা ইসরায়েলকে অভিযুক্ত করেছে, তবে ইসরায়েল সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।