ভারতের মণিপুর রাজ্যে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে আবারও সহিংসতা বেড়ে যাওয়ায় ইম্ফাল পূর্ব, ইম্ফাল পশ্চিম ও থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। সাম্প্রতিক সংঘাতে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার ভোরে ইম্ফালের পূর্ব ও পশ্চিম জেলায় কারফিউ সাময়িকভাবে শিথিল করা হলেও, পরে নিরাপত্তার কারণে পুনরায় কারফিউ আরোপ করা হয়। তবে সংবাদমাধ্যম, বিদ্যুৎসেবা, স্বাস্থ্যসেবা ও আদালতসহ জরুরি সেবাগুলো কারফিউ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সহিংসতায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাসহ আটজন নিহত এবং ১২ জনেরও বেশি আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে মণিপুরে শিক্ষার্থীরা রাজভবন ও সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে। গত বছরের মে মাস থেকে শুরু হওয়া এই সংঘাতে ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং অনেকেই গৃহহীন হয়ে পড়েছে।
রাজ্য সরকারের অভিযোগ, শুক্রবার কুকি বিদ্রোহীরা বিষ্ণুপুর ও চূড়াচাঁদপুর সীমান্ত এলাকায় হামলা চালায়। এ ঘটনায় যৌথ বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কয়েকটি বাঙ্কার ধ্বংস করেছে।
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
ভারতের মণিপুর রাজ্যে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে আবারও সহিংসতা বেড়ে যাওয়ায় ইম্ফাল পূর্ব, ইম্ফাল পশ্চিম ও থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। সাম্প্রতিক সংঘাতে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার ভোরে ইম্ফালের পূর্ব ও পশ্চিম জেলায় কারফিউ সাময়িকভাবে শিথিল করা হলেও, পরে নিরাপত্তার কারণে পুনরায় কারফিউ আরোপ করা হয়। তবে সংবাদমাধ্যম, বিদ্যুৎসেবা, স্বাস্থ্যসেবা ও আদালতসহ জরুরি সেবাগুলো কারফিউ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সহিংসতায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাসহ আটজন নিহত এবং ১২ জনেরও বেশি আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে মণিপুরে শিক্ষার্থীরা রাজভবন ও সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে। গত বছরের মে মাস থেকে শুরু হওয়া এই সংঘাতে ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং অনেকেই গৃহহীন হয়ে পড়েছে।
রাজ্য সরকারের অভিযোগ, শুক্রবার কুকি বিদ্রোহীরা বিষ্ণুপুর ও চূড়াচাঁদপুর সীমান্ত এলাকায় হামলা চালায়। এ ঘটনায় যৌথ বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কয়েকটি বাঙ্কার ধ্বংস করেছে।