লেবাননে সোমবার সকাল থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫০ শিশুসহ ৫৬৯ জন নিহত ও ১৮৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর কমান্ডার ইব্রাহিম কুবাইসি নিহত হন। বুধবার ভোররাতে এক বিবৃতিতে ইসরায়েলি বিমান হামলায় কুবাইসির মৃত্যু হয়েছে বলে হিজবুল্লাহ নিশ্চিত করেছে। ইসরায়েল বলেছে, তিনি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনীর প্রধান।
লেবানন-ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলতে থাকায় দুই পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এমন আশঙ্কা ক্রমাগতই বাড়ছে। এ পরিস্থিতিতে লেবানন বলেছে, শুধু যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সাহায্য করতে পারে ও লড়াই থামাতে পারে।
গত প্রায় এক বছর ধরে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে। এই যুদ্ধে হামাসের প্রতি সমর্থন জানিয়ে প্রায় এক বছর ধরে ইসরায়েলের উত্তর সীমান্তবর্তী অঞ্চলে রকেটে, ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন যোগে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত লেবাননি গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলেও পাল্টা গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে এর জবাব দিয়ে আসছিল।
কিন্তু সম্প্রতি ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। নতুন এই আক্রমণে দুইপক্ষের লড়াই পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নিতে পারে আর তাতে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে শঙ্কা ধূমায়িত হচ্ছে। ব্রিটেন তার নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়ে বলেছে, তারা নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে সহায়তা করার জন্য সাইপ্রাসে ৭০০ সেনা পাঠাচ্ছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলেছে, ইসরায়েল-হিজবুল্লাহর সংঘাত নিয়ে আলোচনার জন্য বুধবার বৈঠক করবে তারা।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “লেবানন খাদের প্রান্তে চলে গেছে। লেবানন আরেকটি গাজা হয়ে উঠলে লেবাননের মানুষ, ইসরায়েলের মানুষ ও বিশ্বের মানুষ তা নিতে পারবে না।”
জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সব পক্ষগুলোকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “পূর্ণ মাত্রার যুদ্ধে কারও স্বার্থ নেই। যদি পরিস্থিতির অবনতি ঘটেও থাকে কূটনৈতিক সমাধান এখনও সম্ভব।”
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বউ হাবিব বাইডেনের ভাষণকে ‘জোরালো নয়, প্রতিশ্রুতিশীল না’ বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র একমাত্র দেশ ‘যারা মধ্যপ্রাচ্যে লেবাননের বিষয়ে সত্যিকারের একটি পার্থক্য ঘটাতে পারে।’
যুক্তরাষ্ট্র ইসরায়েলের দীর্ঘ দিনের মিত্র ও সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী, জানিয়েছে রয়টার্স।
নিউ ইয়র্কে কার্নেগি এনডৌমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের এক অনুষ্ঠানে হাবিব বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের পরিত্রাণের মূল চাবিকাঠি।”
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
লেবাননে সোমবার সকাল থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫০ শিশুসহ ৫৬৯ জন নিহত ও ১৮৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর কমান্ডার ইব্রাহিম কুবাইসি নিহত হন। বুধবার ভোররাতে এক বিবৃতিতে ইসরায়েলি বিমান হামলায় কুবাইসির মৃত্যু হয়েছে বলে হিজবুল্লাহ নিশ্চিত করেছে। ইসরায়েল বলেছে, তিনি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনীর প্রধান।
লেবানন-ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলতে থাকায় দুই পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এমন আশঙ্কা ক্রমাগতই বাড়ছে। এ পরিস্থিতিতে লেবানন বলেছে, শুধু যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সাহায্য করতে পারে ও লড়াই থামাতে পারে।
গত প্রায় এক বছর ধরে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে। এই যুদ্ধে হামাসের প্রতি সমর্থন জানিয়ে প্রায় এক বছর ধরে ইসরায়েলের উত্তর সীমান্তবর্তী অঞ্চলে রকেটে, ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন যোগে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত লেবাননি গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলেও পাল্টা গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে এর জবাব দিয়ে আসছিল।
কিন্তু সম্প্রতি ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। নতুন এই আক্রমণে দুইপক্ষের লড়াই পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নিতে পারে আর তাতে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে শঙ্কা ধূমায়িত হচ্ছে। ব্রিটেন তার নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়ে বলেছে, তারা নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে সহায়তা করার জন্য সাইপ্রাসে ৭০০ সেনা পাঠাচ্ছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলেছে, ইসরায়েল-হিজবুল্লাহর সংঘাত নিয়ে আলোচনার জন্য বুধবার বৈঠক করবে তারা।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “লেবানন খাদের প্রান্তে চলে গেছে। লেবানন আরেকটি গাজা হয়ে উঠলে লেবাননের মানুষ, ইসরায়েলের মানুষ ও বিশ্বের মানুষ তা নিতে পারবে না।”
জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সব পক্ষগুলোকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “পূর্ণ মাত্রার যুদ্ধে কারও স্বার্থ নেই। যদি পরিস্থিতির অবনতি ঘটেও থাকে কূটনৈতিক সমাধান এখনও সম্ভব।”
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বউ হাবিব বাইডেনের ভাষণকে ‘জোরালো নয়, প্রতিশ্রুতিশীল না’ বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র একমাত্র দেশ ‘যারা মধ্যপ্রাচ্যে লেবাননের বিষয়ে সত্যিকারের একটি পার্থক্য ঘটাতে পারে।’
যুক্তরাষ্ট্র ইসরায়েলের দীর্ঘ দিনের মিত্র ও সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী, জানিয়েছে রয়টার্স।
নিউ ইয়র্কে কার্নেগি এনডৌমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের এক অনুষ্ঠানে হাবিব বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের পরিত্রাণের মূল চাবিকাঠি।”