তাঞ্জানিয়ায় শীর্ষস্থানীয় তিনটি পত্রিকার অনলাইন সংস্করণ নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে কেন্দ্র করে অ্যানিমেটেড বিজ্ঞাপন প্রকাশ এবং সাম্প্রতিক অপহরণ ও ভিন্নমতাবলম্বী হত্যার ঘটনা তুলে ধরার প্রেক্ষাপটে।
নিষিদ্ধ করা নিউজ সাইটগুলো হলো: দ্য সিটিজেন, মাওয়ানানচি এবং মাওয়ানাসপতি। তাঞ্জানিয়া কমিউনিকেশনস রেগুলেটরি অথোরিটি (টিসিআরএ) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা মাওয়ানানচি কমিউনিকেশনসের লাইসেন্স ৩০ দিনের জন্য স্থগিত করেছে। উল্লেখ্য, দ্য সিটিজেনসহ অন্যান্য পত্রিকা একই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়।
অ্যানিমেটেড ক্লিপটি ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি তখনই সরানো হয়েছে। ক্লিপটিতে এক নারী চরিত্রের কার্টুন প্রেসিডেন্ট সামিয়ার অনুরূপ ছিল, যিনি বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে লোকজনের অপহরণ ও গুম হওয়ার অভিযোগ শোনেন। শেষের দিকে, ওই নারী চরিত্র বিমর্ষ হয়ে পড়েন।
টিসিআরএ জানায়, অ্যানিমেটেড ক্লিপে যে বিষয়বস্তু তুলে ধরা হয়েছে তা আক্রমণাত্মক এবং তাঞ্জানিয়ার জাতীয় ঐক্য ও সামাজিক শান্তির জন্য ক্ষতিকর। মানবাধিকার সংগঠনগুলো সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, সামিয়া সরকারের আমলে ভিন্নমতাবলম্বীদের উপর দমন-নিপীড়ন বাড়ছে।
নিষেধাজ্ঞার কারণে তিনটি নিউজ ওয়েবসাইটের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব কার্যক্রমেও বিঘ্ন ঘটবে, যা পরিচালনা করে মাওয়ানানচি কমিউনিকেশনস লিমিটেড। কর্তৃপক্ষ জানায়, দ্য সিটিজেনের প্রকাশিত ওই অ্যানিমেটেড ক্লিপটি দেশের অনলাইন কমিউনিকেশন আইনের লঙ্ঘন করেছে।
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
তাঞ্জানিয়ায় শীর্ষস্থানীয় তিনটি পত্রিকার অনলাইন সংস্করণ নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে কেন্দ্র করে অ্যানিমেটেড বিজ্ঞাপন প্রকাশ এবং সাম্প্রতিক অপহরণ ও ভিন্নমতাবলম্বী হত্যার ঘটনা তুলে ধরার প্রেক্ষাপটে।
নিষিদ্ধ করা নিউজ সাইটগুলো হলো: দ্য সিটিজেন, মাওয়ানানচি এবং মাওয়ানাসপতি। তাঞ্জানিয়া কমিউনিকেশনস রেগুলেটরি অথোরিটি (টিসিআরএ) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা মাওয়ানানচি কমিউনিকেশনসের লাইসেন্স ৩০ দিনের জন্য স্থগিত করেছে। উল্লেখ্য, দ্য সিটিজেনসহ অন্যান্য পত্রিকা একই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়।
অ্যানিমেটেড ক্লিপটি ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি তখনই সরানো হয়েছে। ক্লিপটিতে এক নারী চরিত্রের কার্টুন প্রেসিডেন্ট সামিয়ার অনুরূপ ছিল, যিনি বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে লোকজনের অপহরণ ও গুম হওয়ার অভিযোগ শোনেন। শেষের দিকে, ওই নারী চরিত্র বিমর্ষ হয়ে পড়েন।
টিসিআরএ জানায়, অ্যানিমেটেড ক্লিপে যে বিষয়বস্তু তুলে ধরা হয়েছে তা আক্রমণাত্মক এবং তাঞ্জানিয়ার জাতীয় ঐক্য ও সামাজিক শান্তির জন্য ক্ষতিকর। মানবাধিকার সংগঠনগুলো সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, সামিয়া সরকারের আমলে ভিন্নমতাবলম্বীদের উপর দমন-নিপীড়ন বাড়ছে।
নিষেধাজ্ঞার কারণে তিনটি নিউজ ওয়েবসাইটের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব কার্যক্রমেও বিঘ্ন ঘটবে, যা পরিচালনা করে মাওয়ানানচি কমিউনিকেশনস লিমিটেড। কর্তৃপক্ষ জানায়, দ্য সিটিজেনের প্রকাশিত ওই অ্যানিমেটেড ক্লিপটি দেশের অনলাইন কমিউনিকেশন আইনের লঙ্ঘন করেছে।