ভারত ও চীন তাদের বিরোধপূর্ণ হিমালয় সীমান্তে দীর্ঘস্থায়ী সামরিক অচলাবস্থার অবসান ঘটাতে চুক্তি বাস্তবায়ন শুরু করেছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুই দেশ এ তথ্য নিশ্চিত করেছে। এটি এশিয়ার দুই শক্তিধর প্রতিবেশীর মধ্যে ৪ বছর আগে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
লাদাখের দেপসাং, ডেমচক এলাকা-সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে সেনা সরানোর ব্যাপারে কয়েকদিন আগেই ভারত এবং চীন ঐক্যমতে পৌঁছেছে। সেই প্রক্রিয়াই এখন শুরু হয়েছে বলে দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে।
দুই দেশের সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবার থেকেই মুখোমুখি অবস্থানে থাকা সেনাদের সরানো শুরু হয়েছে। আপাতত দুটি অঞ্চলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলো হলো ডেপস্যাং ও ডেমচক।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং শুক্রবার জানিয়েছেন, সাম্প্রতিক সমাধান সূত্র মেনে দুই দেশের সেনাবাহিনী প্রাসঙ্গিক কাজ বাস্তবায়ন শুরু করেছে। এখন পর্যন্ত সেই কাজ সুষ্ঠুভাবেই চলছে।
ভারত সরকারের এক সূত্র জানিয়েছে, দুই দেশের মুখোমুখি অবস্থানে থাকা সেনাদের সরানো হচ্ছে। এ মুহূর্তে দেপস্যাং ও ডেমচক এলাকা থেকে এই সেনাদের সরানো হচ্ছে । দেপসাং এবং ডেমচকের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শেষ করতে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে। ফলে অক্টোবর মাসের শেষের মধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-র ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছোনো’ (ডিসএনগেজমেন্ট) এবং ‘সেনা সংখ্যা কমানো’ (ডিএসক্যালেশন)-র কাজ শেষ হবে।পরিস্থিতি দাঁড়াবে ২০২০ সালের মে মাসের আগের অবস্থায়। আর কেবল তা-ই নয়, এ চার বছর যে সব অস্থায়ী সেনা ছাউনি তৈরি হয়েছিল, তা-ও সরানো হবে। আগের মতোই দু’দেশের সেনা টহল দেবে সীমান্তে। কিন্তু ‘টহলদারি সীমানা’ নিয়ে যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয়, নজর থাকবে সে দিকেও।
টহলদারির নিয়ে দু’দেশই নির্দিষ্ট কিছু নিয়ম মানবে। এক দেশের সেনা টহলদারি শেষ হলে তারা অন্য দেশকে তা জানিয়ে দেবে। তার পরই শুরু হবে আরেক দেশের টহলদারি।
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
ভারত ও চীন তাদের বিরোধপূর্ণ হিমালয় সীমান্তে দীর্ঘস্থায়ী সামরিক অচলাবস্থার অবসান ঘটাতে চুক্তি বাস্তবায়ন শুরু করেছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুই দেশ এ তথ্য নিশ্চিত করেছে। এটি এশিয়ার দুই শক্তিধর প্রতিবেশীর মধ্যে ৪ বছর আগে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
লাদাখের দেপসাং, ডেমচক এলাকা-সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে সেনা সরানোর ব্যাপারে কয়েকদিন আগেই ভারত এবং চীন ঐক্যমতে পৌঁছেছে। সেই প্রক্রিয়াই এখন শুরু হয়েছে বলে দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে।
দুই দেশের সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবার থেকেই মুখোমুখি অবস্থানে থাকা সেনাদের সরানো শুরু হয়েছে। আপাতত দুটি অঞ্চলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলো হলো ডেপস্যাং ও ডেমচক।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং শুক্রবার জানিয়েছেন, সাম্প্রতিক সমাধান সূত্র মেনে দুই দেশের সেনাবাহিনী প্রাসঙ্গিক কাজ বাস্তবায়ন শুরু করেছে। এখন পর্যন্ত সেই কাজ সুষ্ঠুভাবেই চলছে।
ভারত সরকারের এক সূত্র জানিয়েছে, দুই দেশের মুখোমুখি অবস্থানে থাকা সেনাদের সরানো হচ্ছে। এ মুহূর্তে দেপস্যাং ও ডেমচক এলাকা থেকে এই সেনাদের সরানো হচ্ছে । দেপসাং এবং ডেমচকের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শেষ করতে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে। ফলে অক্টোবর মাসের শেষের মধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-র ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছোনো’ (ডিসএনগেজমেন্ট) এবং ‘সেনা সংখ্যা কমানো’ (ডিএসক্যালেশন)-র কাজ শেষ হবে।পরিস্থিতি দাঁড়াবে ২০২০ সালের মে মাসের আগের অবস্থায়। আর কেবল তা-ই নয়, এ চার বছর যে সব অস্থায়ী সেনা ছাউনি তৈরি হয়েছিল, তা-ও সরানো হবে। আগের মতোই দু’দেশের সেনা টহল দেবে সীমান্তে। কিন্তু ‘টহলদারি সীমানা’ নিয়ে যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয়, নজর থাকবে সে দিকেও।
টহলদারির নিয়ে দু’দেশই নির্দিষ্ট কিছু নিয়ম মানবে। এক দেশের সেনা টহলদারি শেষ হলে তারা অন্য দেশকে তা জানিয়ে দেবে। তার পরই শুরু হবে আরেক দেশের টহলদারি।