রিয়াল মাদ্রিদ সিদ্ধান্ত নিয়েছে, তারা প্যারিসে অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। ক্লাবটি জানিয়েছে, তাদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে ফেবারিট হিসেবে দেখা হলেও, পুরস্কারটি তাঁর হাতে উঠবে না বলে ধারণা করছে তারা। আজ রাত ১টায় (বাংলাদেশ সময়) প্যারিসের থিয়েটার দু শাতলেতে এই পুরস্কার অনুষ্ঠান শুরু হবে।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে, ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে রিয়াল। ক্লাবটি মনে করে, দানি কারবাহলের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ দেওয়া অন্যায্য ছিল। রিয়াল দাবি করেছে, কারবাহল গত জুনে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন, যেখানে অন্য গোলটি করেন ভিনিসিয়ুস।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের ভোটের মাধ্যমে ব্যালন ডি’অর বিজয়ী বাছাই করা হয়। তবে, রিয়ালের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমান মানদণ্ড অনুযায়ী ভিনিসিয়ুসকে বেছে না নেওয়া হলে কারবাহলকেও বিবেচনা করা উচিত ছিল। সম্মানের প্রশ্নে আপত্তি জানিয়ে রিয়াল মাদ্রিদ অনুষ্ঠানটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।
ব্যালন ডি’অর পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ জানায়, বিজয়ীর নাম গোপন রাখা হয়েছে এবং কোনো ক্লাব বা খেলোয়াড় আগেভাগে তা জানেন না। রিয়ালের অনুপস্থিতির কারণে এবার ভিনিসিয়ুস, জুড বেলিংহাম কিংবা কারবাহলের হাতে ব্যালন ডি’অর উঠছে না, ফলে রদ্রির বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
রিয়াল মাদ্রিদ সিদ্ধান্ত নিয়েছে, তারা প্যারিসে অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। ক্লাবটি জানিয়েছে, তাদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে ফেবারিট হিসেবে দেখা হলেও, পুরস্কারটি তাঁর হাতে উঠবে না বলে ধারণা করছে তারা। আজ রাত ১টায় (বাংলাদেশ সময়) প্যারিসের থিয়েটার দু শাতলেতে এই পুরস্কার অনুষ্ঠান শুরু হবে।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে, ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে রিয়াল। ক্লাবটি মনে করে, দানি কারবাহলের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ দেওয়া অন্যায্য ছিল। রিয়াল দাবি করেছে, কারবাহল গত জুনে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন, যেখানে অন্য গোলটি করেন ভিনিসিয়ুস।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের ভোটের মাধ্যমে ব্যালন ডি’অর বিজয়ী বাছাই করা হয়। তবে, রিয়ালের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমান মানদণ্ড অনুযায়ী ভিনিসিয়ুসকে বেছে না নেওয়া হলে কারবাহলকেও বিবেচনা করা উচিত ছিল। সম্মানের প্রশ্নে আপত্তি জানিয়ে রিয়াল মাদ্রিদ অনুষ্ঠানটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।
ব্যালন ডি’অর পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ জানায়, বিজয়ীর নাম গোপন রাখা হয়েছে এবং কোনো ক্লাব বা খেলোয়াড় আগেভাগে তা জানেন না। রিয়ালের অনুপস্থিতির কারণে এবার ভিনিসিয়ুস, জুড বেলিংহাম কিংবা কারবাহলের হাতে ব্যালন ডি’অর উঠছে না, ফলে রদ্রির বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।