যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন।
বিবিসি জানিয়েছে, নগরীর অভিজাত এলাকাগুলোসহ আশপাশের ২২ হাজার একর এলাকা দাবানলের গ্রাসে পড়েছে। সবচেয়ে বড় দাবানল প্যালিসেইডস আগুন নগরীর পশ্চিমাংশের ব্রেন্টউড এলাকায় ছড়িয়ে পড়ার হুমকি তৈরি করেছে। এই এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
শনিবার পর্যন্ত দাবানলগুলোর কারণে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন ইটন আগুনে এবং ৫ জন প্যালিসেইডস আগুনে প্রাণ হারিয়েছেন।
দমকল কর্মীরা আকাশ থেকে পানি ও আগুন নিরোধক ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে বাতাসের গতি বৃদ্ধির আশঙ্কায় দাবানল আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের প্রায় ১ লাখ ৫৩ হাজার বাসিন্দাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। প্রতিবেশী অঙ্গরাজ্য ও কানাডা-মেক্সিকো থেকেও সহায়তা পৌঁছানো হচ্ছে।
এখনও দাবানলগুলোর উৎস নির্ধারণ করা যায়নি। তবে পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা চলছে।
রোববার, ১২ জানুয়ারী ২০২৫
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন।
বিবিসি জানিয়েছে, নগরীর অভিজাত এলাকাগুলোসহ আশপাশের ২২ হাজার একর এলাকা দাবানলের গ্রাসে পড়েছে। সবচেয়ে বড় দাবানল প্যালিসেইডস আগুন নগরীর পশ্চিমাংশের ব্রেন্টউড এলাকায় ছড়িয়ে পড়ার হুমকি তৈরি করেছে। এই এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
শনিবার পর্যন্ত দাবানলগুলোর কারণে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন ইটন আগুনে এবং ৫ জন প্যালিসেইডস আগুনে প্রাণ হারিয়েছেন।
দমকল কর্মীরা আকাশ থেকে পানি ও আগুন নিরোধক ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে বাতাসের গতি বৃদ্ধির আশঙ্কায় দাবানল আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের প্রায় ১ লাখ ৫৩ হাজার বাসিন্দাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। প্রতিবেশী অঙ্গরাজ্য ও কানাডা-মেক্সিকো থেকেও সহায়তা পৌঁছানো হচ্ছে।
এখনও দাবানলগুলোর উৎস নির্ধারণ করা যায়নি। তবে পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা চলছে।