গাজার জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলের একটি শীর্ষ পর্যায়ের নিরাপত্তা প্রতিনিধি দল রোববার কাতার পৌঁছেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন মুখপাত্র এ খবর জানিয়েছেন।
গাজার যুদ্ধমান দুই পক্ষ এ পর্যন্ত অধরা চুক্তিটির কাছাকাছি চলে এসেছে, এ খবরে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মন্তব্য রয়টার্সের।
মধ্যস্থতাকারী দেশ কাতার, তাদের সহযোগী মিশর ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছানোর জন্য নতুন করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজায় যুদ্ধ বন্ধ করা ও ফিলিস্তিনি ছিটমহলটিতে হামাসের হাতে বন্দি বাকি ৯৮ জন জিম্মিকে মুক্ত করাই এ প্রচেষ্টার লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারী ক্ষমতা গ্রহণ করবেন। মধ্যস্থতাকারীরা তার আগেই চুক্তিটি করে ফেলতে চাইছেন।
শনিবার নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি প্রতিনিধি দলে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনেয়া, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার এবং সেনাবাহিনীর জিম্মি বিষয়ক প্রধান নিটজান অ্যালন রয়েছেন।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ শুক্রবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করার পর শনিবার নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন।
ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে পরোক্ষ আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে; কিন্তু তারা বিস্তারিত কিছু জানাননি। বিস্তারিত আলোচনার বিষয়ে পক্ষ দু’টি মুখ বন্ধ করে আছে।
আগের সবগুলো আলোচনা যে জায়গায় এসে আটকে গেছে সেটি হচ্ছে, হামাস চায় যুদ্ধের পুরোপুরি অবসান আর অন্যদিকে ইসরায়েল জোর দিয়ে বলছে যে যতক্ষণ পর্যন্ত গাজা হামাসের নিয়ন্ত্রণে থাকবে এবং ইসরায়েলিদের হুমকি দেবে ততক্ষণ তারা যুদ্ধ বন্ধ করবে না। এবার এ বিষয়ে তাদের মধ্যে কোনো সমঝোতা হয়েছি কি না, তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি যোদ্ধারা ২০২৩ সালের ৭ অক্টোবরে গাজা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন আক্রমণ চালায়। ইসরায়েলের দেওয়া হিসাব অনুযায়ী, এই আক্রমণে অন্তত ১২০০ জন নিহত হয়েছেন আর ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েল থেকে ২৫০ জনের বেশি মানুষকে বন্দি করে গাজায় নিয়ে জিম্মি করে রাখে।
ওই দিন থেকেই ২৩ লাখ বাসিন্দার ছোট্ট ভূখণ্ড গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর নির্বিচার হামলায় এ পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েলি হামলায় গাজা প্রায় আবর্জনার স্তূপে পরিণত হয়েছে এবং এর প্রায় সব বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে গভীর মানবিক সংকটের মধ্যে দিন পার করছে।
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
গাজার জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলের একটি শীর্ষ পর্যায়ের নিরাপত্তা প্রতিনিধি দল রোববার কাতার পৌঁছেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন মুখপাত্র এ খবর জানিয়েছেন।
গাজার যুদ্ধমান দুই পক্ষ এ পর্যন্ত অধরা চুক্তিটির কাছাকাছি চলে এসেছে, এ খবরে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মন্তব্য রয়টার্সের।
মধ্যস্থতাকারী দেশ কাতার, তাদের সহযোগী মিশর ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছানোর জন্য নতুন করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজায় যুদ্ধ বন্ধ করা ও ফিলিস্তিনি ছিটমহলটিতে হামাসের হাতে বন্দি বাকি ৯৮ জন জিম্মিকে মুক্ত করাই এ প্রচেষ্টার লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারী ক্ষমতা গ্রহণ করবেন। মধ্যস্থতাকারীরা তার আগেই চুক্তিটি করে ফেলতে চাইছেন।
শনিবার নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি প্রতিনিধি দলে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনেয়া, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার এবং সেনাবাহিনীর জিম্মি বিষয়ক প্রধান নিটজান অ্যালন রয়েছেন।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ শুক্রবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করার পর শনিবার নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন।
ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে পরোক্ষ আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে; কিন্তু তারা বিস্তারিত কিছু জানাননি। বিস্তারিত আলোচনার বিষয়ে পক্ষ দু’টি মুখ বন্ধ করে আছে।
আগের সবগুলো আলোচনা যে জায়গায় এসে আটকে গেছে সেটি হচ্ছে, হামাস চায় যুদ্ধের পুরোপুরি অবসান আর অন্যদিকে ইসরায়েল জোর দিয়ে বলছে যে যতক্ষণ পর্যন্ত গাজা হামাসের নিয়ন্ত্রণে থাকবে এবং ইসরায়েলিদের হুমকি দেবে ততক্ষণ তারা যুদ্ধ বন্ধ করবে না। এবার এ বিষয়ে তাদের মধ্যে কোনো সমঝোতা হয়েছি কি না, তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি যোদ্ধারা ২০২৩ সালের ৭ অক্টোবরে গাজা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন আক্রমণ চালায়। ইসরায়েলের দেওয়া হিসাব অনুযায়ী, এই আক্রমণে অন্তত ১২০০ জন নিহত হয়েছেন আর ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েল থেকে ২৫০ জনের বেশি মানুষকে বন্দি করে গাজায় নিয়ে জিম্মি করে রাখে।
ওই দিন থেকেই ২৩ লাখ বাসিন্দার ছোট্ট ভূখণ্ড গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর নির্বিচার হামলায় এ পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েলি হামলায় গাজা প্রায় আবর্জনার স্তূপে পরিণত হয়েছে এবং এর প্রায় সব বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে গভীর মানবিক সংকটের মধ্যে দিন পার করছে।