গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি জানিয়েছেন, চুক্তিটি এখনো সঠিক পথে রয়েছে এবং খুব শিগগিরই কার্যকর হবে।
কারবি বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "এই মুহূর্তে আমরা এমন কিছু দেখছি না, যা বলছে চুক্তিটি লাইনচ্যুত হতে যাচ্ছে।"
যদিও ইসরায়েলি মন্ত্রিসভায় বৃহস্পতিবার নির্ধারিত ভোট হয়নি, দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, আজ শুক্রবার বা শনিবার ভোটাভুটি হতে পারে।
তবে গাজার ওপর ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পরদিন ইসরায়েলি হামলায় অন্তত ৮৬ জন নিহত হয়েছেন।
চুক্তির আওতায় প্রথম ছয় সপ্তাহে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। ইসরায়েলি জিম্মিদের পরিবার দ্রুত চুক্তিটি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আলোচনার বাকি বিষয়গুলো দ্রুত সমাধান করতে হবে।
হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জত আল রেশিকও জানিয়েছেন, তাঁরা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত হন এবং ২৫০ জনের বেশি মানুষ জিম্মি হন। এরপর থেকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং অধিকাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি জানিয়েছেন, চুক্তিটি এখনো সঠিক পথে রয়েছে এবং খুব শিগগিরই কার্যকর হবে।
কারবি বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "এই মুহূর্তে আমরা এমন কিছু দেখছি না, যা বলছে চুক্তিটি লাইনচ্যুত হতে যাচ্ছে।"
যদিও ইসরায়েলি মন্ত্রিসভায় বৃহস্পতিবার নির্ধারিত ভোট হয়নি, দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, আজ শুক্রবার বা শনিবার ভোটাভুটি হতে পারে।
তবে গাজার ওপর ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পরদিন ইসরায়েলি হামলায় অন্তত ৮৬ জন নিহত হয়েছেন।
চুক্তির আওতায় প্রথম ছয় সপ্তাহে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। ইসরায়েলি জিম্মিদের পরিবার দ্রুত চুক্তিটি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আলোচনার বাকি বিষয়গুলো দ্রুত সমাধান করতে হবে।
হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জত আল রেশিকও জানিয়েছেন, তাঁরা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত হন এবং ২৫০ জনের বেশি মানুষ জিম্মি হন। এরপর থেকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং অধিকাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।