ইসরায়েলের কারাগারগুলো থেকে ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল রোববার যুদ্ধবিরতি কার্যকরের দিনে চুক্তির শর্ত অনুযায়ী তাঁদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে নারী ও শিশুরাই রয়েছেন।
মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন খালিদা জাররার। তিনি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) নেতা এবং একসময় ফিলিস্তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন। কারাগারে নির্জন কক্ষে রাখা হয়েছিল তাঁকে। মুক্তির পর তাঁর শীর্ণ চেহারা দেখে বিস্মিত হয়েছেন অনেকে।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে একাধিক শিশু রয়েছে। আল-জাজিরার সংবাদদাতা নিদা ইব্রাহিম জানান, এসব শিশুর কয়েকজনকে ইসরায়েলি সেনাদের ওপর পাথর ছোড়ার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল।
নিদা ইব্রাহিম আরও উল্লেখ করেন, প্রশাসনিক আটক কৌশল ব্যবহার করে ইসরায়েল সাধারণ মানুষকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য বন্দী করে রাখছে।
প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি এবং ফিলিস্তিনি বন্দীদের জন্য গঠিত একটি কমিশনের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীর থেকে ধরে নিয়ে যাওয়া ১০ হাজারের বেশি ফিলিস্তিনি এখনো ইসরায়েলের কারাগারে বন্দী।
গতকাল স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এ চুক্তির মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার।
যুদ্ধবিরতির পর হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিরা মুক্তি পেতে শুরু করেছেন। প্রথম দফায় তিনজন জিম্মি তাঁদের পরিবারের কাছে ফিরেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
ইসরায়েলের কারাগারগুলো থেকে ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল রোববার যুদ্ধবিরতি কার্যকরের দিনে চুক্তির শর্ত অনুযায়ী তাঁদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে নারী ও শিশুরাই রয়েছেন।
মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন খালিদা জাররার। তিনি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) নেতা এবং একসময় ফিলিস্তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন। কারাগারে নির্জন কক্ষে রাখা হয়েছিল তাঁকে। মুক্তির পর তাঁর শীর্ণ চেহারা দেখে বিস্মিত হয়েছেন অনেকে।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে একাধিক শিশু রয়েছে। আল-জাজিরার সংবাদদাতা নিদা ইব্রাহিম জানান, এসব শিশুর কয়েকজনকে ইসরায়েলি সেনাদের ওপর পাথর ছোড়ার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল।
নিদা ইব্রাহিম আরও উল্লেখ করেন, প্রশাসনিক আটক কৌশল ব্যবহার করে ইসরায়েল সাধারণ মানুষকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য বন্দী করে রাখছে।
প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি এবং ফিলিস্তিনি বন্দীদের জন্য গঠিত একটি কমিশনের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীর থেকে ধরে নিয়ে যাওয়া ১০ হাজারের বেশি ফিলিস্তিনি এখনো ইসরায়েলের কারাগারে বন্দী।
গতকাল স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এ চুক্তির মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার।
যুদ্ধবিরতির পর হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিরা মুক্তি পেতে শুরু করেছেন। প্রথম দফায় তিনজন জিম্মি তাঁদের পরিবারের কাছে ফিরেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।