যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহনের ওপর শুল্ক বসানো হবে। এই সিদ্ধান্ত ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দেন, যা বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১১টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে। চীনও দ্রুত পাল্টা ব্যবস্থা নেয়, যা নতুন করে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।
বিশ্ববাণিজ্যে যুক্তরাষ্ট্র, চীন, কানাডা ও মেক্সিকো বড় অংশীদার। তবে ট্রাম্প মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন, কারণ এই দেশ দুটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অভিবাসন ঠেকানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫
যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহনের ওপর শুল্ক বসানো হবে। এই সিদ্ধান্ত ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দেন, যা বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১১টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে। চীনও দ্রুত পাল্টা ব্যবস্থা নেয়, যা নতুন করে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।
বিশ্ববাণিজ্যে যুক্তরাষ্ট্র, চীন, কানাডা ও মেক্সিকো বড় অংশীদার। তবে ট্রাম্প মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন, কারণ এই দেশ দুটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অভিবাসন ঠেকানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।