ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের মার্কিন প্রস্তাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা আরও বাড়াবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে।
শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতকে উন্নত সামরিক প্রযুক্তি দেওয়ার ফলে কৌশলগত স্থিতিশীলতা ব্যাহত হবে।
মার্কিন-ভারত যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের নাম উল্লেখ করে যে মন্তব্য করা হয়েছে, তা ‘একপেশে’ ও ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছেন শাফকাত আলি খান।
তিনি বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে নানা পদক্ষেপ নিয়েছে। তবুও যৌথ বিবৃতিতে পাকিস্তানের বিরুদ্ধে এমন মন্তব্য হতাশাজনক।
পাকিস্তানের দাবি, ভারত নিজেই মানবাধিকার লঙ্ঘন করছে এবং বিদেশে ভিন্নমতাবলম্বীদের দমন করছে, অথচ যৌথ বিবৃতিতে এসব বিষয় উপেক্ষা করা হয়েছে। শাফকাত আলি খান বলেন, “এ ধরনের মন্তব্য ভারতের পৃষ্ঠপোষকতায় সংঘটিত সন্ত্রাসবাদ, নাশকতা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আড়াল করতে পারবে না।”
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ‘সামগ্রিক ও বস্তুনিষ্ঠ’ অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন শাফকাত আলি খান।
ভারতে সামরিক সরঞ্জামের বিক্রি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, যাবে এফ-৩৫: ট্রাম্প
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের মার্কিন প্রস্তাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা আরও বাড়াবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে।
শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতকে উন্নত সামরিক প্রযুক্তি দেওয়ার ফলে কৌশলগত স্থিতিশীলতা ব্যাহত হবে।
মার্কিন-ভারত যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের নাম উল্লেখ করে যে মন্তব্য করা হয়েছে, তা ‘একপেশে’ ও ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছেন শাফকাত আলি খান।
তিনি বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে নানা পদক্ষেপ নিয়েছে। তবুও যৌথ বিবৃতিতে পাকিস্তানের বিরুদ্ধে এমন মন্তব্য হতাশাজনক।
পাকিস্তানের দাবি, ভারত নিজেই মানবাধিকার লঙ্ঘন করছে এবং বিদেশে ভিন্নমতাবলম্বীদের দমন করছে, অথচ যৌথ বিবৃতিতে এসব বিষয় উপেক্ষা করা হয়েছে। শাফকাত আলি খান বলেন, “এ ধরনের মন্তব্য ভারতের পৃষ্ঠপোষকতায় সংঘটিত সন্ত্রাসবাদ, নাশকতা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আড়াল করতে পারবে না।”
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ‘সামগ্রিক ও বস্তুনিষ্ঠ’ অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন শাফকাত আলি খান।
ভারতে সামরিক সরঞ্জামের বিক্রি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, যাবে এফ-৩৫: ট্রাম্প