সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর তিন বছরের মধ্যে এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন বা তার ইউরোপীয় মিত্রদের এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আলোচনা সমঝোতা শুরু করার জন্য নয়, বরং রাশিয়া যুদ্ধ বন্ধে কতটা আন্তরিক তা যাচাই করার উদ্দেশ্যে এই বৈঠক আয়োজিত হয়েছে। অন্যদিকে, রাশিয়া জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে গুরুত্ব দিচ্ছে।
রাশিয়ার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ছাড়াও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভ বৈঠকে অংশ নিয়েছেন। উশাকোভ একসময় যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ উপস্থিত রয়েছেন।
আয়োজক দেশ সৌদি আরবের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল-আইবান বৈঠকে অংশ নিয়েছেন। সৌদি প্রতিনিধিরা শুধু স্বাগত বক্তব্য দিয়েছেন এবং আলোচনার সুযোগ করে দিয়ে কক্ষ ত্যাগ করেছেন।
বিবিসির যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরবিষয়ক প্রতিনিধি টম বেটম্যান জানিয়েছেন, বৈঠকের শুরুতে সাংবাদিকদের ছবি তোলার সময় দুই পক্ষের প্রতিনিধিরা নীরব ছিলেন। মার্কো রুবিওকে ইউক্রেনকে পাশে ঠেলে দেওয়া এবং রাশিয়াকে ছাড় দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর তিন বছরের মধ্যে এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন বা তার ইউরোপীয় মিত্রদের এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আলোচনা সমঝোতা শুরু করার জন্য নয়, বরং রাশিয়া যুদ্ধ বন্ধে কতটা আন্তরিক তা যাচাই করার উদ্দেশ্যে এই বৈঠক আয়োজিত হয়েছে। অন্যদিকে, রাশিয়া জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে গুরুত্ব দিচ্ছে।
রাশিয়ার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ছাড়াও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভ বৈঠকে অংশ নিয়েছেন। উশাকোভ একসময় যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ উপস্থিত রয়েছেন।
আয়োজক দেশ সৌদি আরবের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল-আইবান বৈঠকে অংশ নিয়েছেন। সৌদি প্রতিনিধিরা শুধু স্বাগত বক্তব্য দিয়েছেন এবং আলোচনার সুযোগ করে দিয়ে কক্ষ ত্যাগ করেছেন।
বিবিসির যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরবিষয়ক প্রতিনিধি টম বেটম্যান জানিয়েছেন, বৈঠকের শুরুতে সাংবাদিকদের ছবি তোলার সময় দুই পক্ষের প্রতিনিধিরা নীরব ছিলেন। মার্কো রুবিওকে ইউক্রেনকে পাশে ঠেলে দেওয়া এবং রাশিয়াকে ছাড় দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।