নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা এখনো ‘গুরুতর’ বলে জানিয়েছে ভ্যাটিকান। ভ্যাটিকান থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পোপের অবস্থা শনিবারের চেয়ে খারাপ। তাকে রক্ত দেওয়া হয়েছে। তবে ৮৮ বছর বয়সী এই ধর্মগুরুর চেতনা আছে এবং তিনি নিজের আরামকেদারায় বসে সময় কাটাচ্ছেন। যদিও তাকে উচ্চমাত্রার অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। সতর্কতার সঙ্গে পোপের চিকিৎসা চলছে।
বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের দুই ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি শ্বাসনালির প্রদাহে ভুগছিলেন। শুক্রবার তাকে রোমের জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়। ভ্যাটিকান থেকে বলা হয়, রক্তশূন্যতার কারণে পোপের শরীরে প্লাটিলেট কমে যাওয়ায় বাইরে থেকে রক্ত দেওয়া জরুরি হয়ে পড়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ‘পবিত্র পিতার অবস্থা এখনো গুরুতর। পোপ এখনো বিপদমুক্ত নন। তবে এখনো তার চেতনা রয়েছে এবং তিনি আরামকেদারায় শুয়ে দিন পার করেছেন। যদিও গতকালের তুলনায় পোপের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’
পোপ ফ্রান্সিস চান তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোলাখুলি তথ্য দেওয়া হোক। এ কারণে ভ্যাটিকান থেকে প্রতিদিন তাঁর শারীরিক অবস্থার কথা জানানো হচ্ছে। ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তাঁর একটি ফুসফুসের কিছু অংশ কেটে ফেলতে হয়েছিল।
রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা এখনো ‘গুরুতর’ বলে জানিয়েছে ভ্যাটিকান। ভ্যাটিকান থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পোপের অবস্থা শনিবারের চেয়ে খারাপ। তাকে রক্ত দেওয়া হয়েছে। তবে ৮৮ বছর বয়সী এই ধর্মগুরুর চেতনা আছে এবং তিনি নিজের আরামকেদারায় বসে সময় কাটাচ্ছেন। যদিও তাকে উচ্চমাত্রার অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। সতর্কতার সঙ্গে পোপের চিকিৎসা চলছে।
বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের দুই ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি শ্বাসনালির প্রদাহে ভুগছিলেন। শুক্রবার তাকে রোমের জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়। ভ্যাটিকান থেকে বলা হয়, রক্তশূন্যতার কারণে পোপের শরীরে প্লাটিলেট কমে যাওয়ায় বাইরে থেকে রক্ত দেওয়া জরুরি হয়ে পড়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ‘পবিত্র পিতার অবস্থা এখনো গুরুতর। পোপ এখনো বিপদমুক্ত নন। তবে এখনো তার চেতনা রয়েছে এবং তিনি আরামকেদারায় শুয়ে দিন পার করেছেন। যদিও গতকালের তুলনায় পোপের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’
পোপ ফ্রান্সিস চান তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোলাখুলি তথ্য দেওয়া হোক। এ কারণে ভ্যাটিকান থেকে প্রতিদিন তাঁর শারীরিক অবস্থার কথা জানানো হচ্ছে। ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তাঁর একটি ফুসফুসের কিছু অংশ কেটে ফেলতে হয়েছিল।