আফগানিস্তানে নারীদের জন্য বিশেষায়িত একমাত্র রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ আবার সম্প্রচারে ফিরতে চলেছে। কিছু শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর স্টেশনটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়। রোববার আরব নিউজ এই বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে।
জানা যায়, ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে ‘রেডিও বেগম’ যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পাঁচ মাস পরে তালেবানরা দেশটির ক্ষমতা দখলে নেয়। তখনও সম্প্রচার চালিয়ে যাচ্ছিল রেডিও স্টেশনটি। কিছু দিন পর ‘অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ’ ও ‘লাইসেন্সের অপব্যবহার’ করার অভিযোগে স্টেশনটির সম্প্রচার বন্ধ করে দেয় তালেবান সরকার। শনিবার রাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রেডিও বেগম কর্তৃপক্ষ সম্প্রচার পুনরায় শুরু করার জন্য একাধিকবার আবেদন করেছে। সম্প্রতি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের সম্প্রচার ‘সাংবাদিকতার নীতিমালা এবং ইসলামিক আমিরাতের বিধি অনুযায়ী পরিচালিত হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের লঙ্ঘন করা হবে না।
এরপরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে, তালেবান সরকার ঠিক কী কী নীতি ও বিধির শর্ত আরোপ করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
আফগানিস্তানে নারীদের জন্য বিশেষায়িত একমাত্র রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ আবার সম্প্রচারে ফিরতে চলেছে। কিছু শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর স্টেশনটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়। রোববার আরব নিউজ এই বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে।
জানা যায়, ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে ‘রেডিও বেগম’ যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পাঁচ মাস পরে তালেবানরা দেশটির ক্ষমতা দখলে নেয়। তখনও সম্প্রচার চালিয়ে যাচ্ছিল রেডিও স্টেশনটি। কিছু দিন পর ‘অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ’ ও ‘লাইসেন্সের অপব্যবহার’ করার অভিযোগে স্টেশনটির সম্প্রচার বন্ধ করে দেয় তালেবান সরকার। শনিবার রাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রেডিও বেগম কর্তৃপক্ষ সম্প্রচার পুনরায় শুরু করার জন্য একাধিকবার আবেদন করেছে। সম্প্রতি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের সম্প্রচার ‘সাংবাদিকতার নীতিমালা এবং ইসলামিক আমিরাতের বিধি অনুযায়ী পরিচালিত হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের লঙ্ঘন করা হবে না।
এরপরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে, তালেবান সরকার ঠিক কী কী নীতি ও বিধির শর্ত আরোপ করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।