মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৪ মার্চ থেকে মেক্সিকো ও কানাডার ওপর ২৫% শুল্ক কার্যকর হতে যাচ্ছে। একই দিনে চীনা পণ্যের ওপর আরও ১০% শুল্ক আরোপ করা হবে।
বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ৪ ফেব্রুয়ারি চীনা পণ্যের ওপর যে ১০% শুল্ক বসানো হয়েছিল, তার সঙ্গে নতুন ১০% যোগ হয়ে মোট শুল্ক দাঁড়াবে ২০%।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে এখনও প্রাণঘাতী মাদক প্রবেশ করছে, যার মধ্যে ফেন্টানিল অন্যতম। এই প্রবেশ ঠেকানোর অগ্রগতি আশানুরূপ না হওয়ায় চীন, মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে ‘অগ্রহণযোগ্য মাত্রায়’ মাদক প্রবেশ করছে, যা ঠেকাতে তিনি কঠোর ব্যবস্থা নিচ্ছেন।
এদিকে, হোয়াইট হাউজের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র মাদক প্রবেশ ঠেকাতে তিন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে, অভিবাসন ইস্যুতে কিছু অগ্রগতি হলেও ফেন্টানিল সংক্রান্ত উদ্বেগ কাটেনি।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সিনথেটিক মাদকে ৭২,৭৭৬ জনের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই ফেন্টানিলজনিত।
এ বছরের জানুয়ারিতে মার্কিন সীমান্ত রক্ষীরা দক্ষিণপশ্চিম সীমান্ত থেকে প্রায় ৪৫০ কেজি ফেন্টানিল জব্দ করেছে। যদিও এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৫০.৫% কম, তবুও এই পরিমাণ মাদক লাখো মানুষের প্রাণ নিতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউজ।
এই শুল্ক এমন সময়ে কার্যকর হতে যাচ্ছে, যখন ট্রাম্পের বৈদেশিক সাহায্য স্থগিতের সিদ্ধান্ত মাদক চোরাচালান রোধে বাধা সৃষ্টি করছে। মেক্সিকোর নৌবাহিনীকে সহায়তায় জাতিসংঘের কর্মসূচি সম্প্রসারণও থমকে গেছে বলে জানিয়েছে রয়টার্স।
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৪ মার্চ থেকে মেক্সিকো ও কানাডার ওপর ২৫% শুল্ক কার্যকর হতে যাচ্ছে। একই দিনে চীনা পণ্যের ওপর আরও ১০% শুল্ক আরোপ করা হবে।
বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ৪ ফেব্রুয়ারি চীনা পণ্যের ওপর যে ১০% শুল্ক বসানো হয়েছিল, তার সঙ্গে নতুন ১০% যোগ হয়ে মোট শুল্ক দাঁড়াবে ২০%।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে এখনও প্রাণঘাতী মাদক প্রবেশ করছে, যার মধ্যে ফেন্টানিল অন্যতম। এই প্রবেশ ঠেকানোর অগ্রগতি আশানুরূপ না হওয়ায় চীন, মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে ‘অগ্রহণযোগ্য মাত্রায়’ মাদক প্রবেশ করছে, যা ঠেকাতে তিনি কঠোর ব্যবস্থা নিচ্ছেন।
এদিকে, হোয়াইট হাউজের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র মাদক প্রবেশ ঠেকাতে তিন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে, অভিবাসন ইস্যুতে কিছু অগ্রগতি হলেও ফেন্টানিল সংক্রান্ত উদ্বেগ কাটেনি।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সিনথেটিক মাদকে ৭২,৭৭৬ জনের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই ফেন্টানিলজনিত।
এ বছরের জানুয়ারিতে মার্কিন সীমান্ত রক্ষীরা দক্ষিণপশ্চিম সীমান্ত থেকে প্রায় ৪৫০ কেজি ফেন্টানিল জব্দ করেছে। যদিও এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৫০.৫% কম, তবুও এই পরিমাণ মাদক লাখো মানুষের প্রাণ নিতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউজ।
এই শুল্ক এমন সময়ে কার্যকর হতে যাচ্ছে, যখন ট্রাম্পের বৈদেশিক সাহায্য স্থগিতের সিদ্ধান্ত মাদক চোরাচালান রোধে বাধা সৃষ্টি করছে। মেক্সিকোর নৌবাহিনীকে সহায়তায় জাতিসংঘের কর্মসূচি সম্প্রসারণও থমকে গেছে বলে জানিয়েছে রয়টার্স।