alt

আন্তর্জাতিক

ইসরায়েলি বাধায় গাজায় খাদ্য সরবরাহ বন্ধ, দুর্ভিক্ষের শঙ্কা

জাতিসংঘ ও আরব দেশের নিন্দা

বিদেশী সংবাদ মাধ্যম : সোমবার, ০৩ মার্চ ২০২৫

খাদ্যাভাব যুদ্ধের পুরো সময় জুড়েই একটি বড় সংকটে ছিল গাজার ২০ লাখেরও বেশি মানুষ -এএফপি

যুদ্ধের প্রথম দিকের অবরোধের মতোই ইসরায়েল গাজায় সব ধরনের খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সহায়তা সংস্থাগুলো এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এবং এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। রোববার, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে এগোনোর প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং স্বীকার করেন যে তিনি গাজার জনগণের ওপর ক্ষুধা চাপিয়ে দিয়ে হামাসের ওপর চাপ সৃষ্টি করছেন।

প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়। ইসরায়েলের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ‘এটি অন্যায় দাবি আদায়ের অস্ত্র’। আন্তর্জাতিক সংস্থা অক্সফাম একে ‘একটি বেপরোয়া এবং নিষ্ঠুর গণদ- হিসেবে’ অবিহিত করেছে। গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী মিশর বলছে, ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

এ পদক্ষেপের মধ্য দিয়ে দেশটি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মিসর ও কাতার। অন্যদিকে জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার এটিকে ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন। নেতানিয়াহু বলেছেন, হামাস মানবিক সহায়তার সরবরাহ চুরি করছিল এবং এগুলোকে সন্ত্রাসবাদে অর্থায়নের কাজে ব্যবহার করেছিল। এ কারণেই তার দেশ পদক্ষেপটি নিয়েছে। নেতানিয়াহুর এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস।

দুর্ভিক্ষের আশঙ্কা : গাজার ২০ লাখেরও বেশি মানুষের জন্য খাদ্যাভাব যুদ্ধের পুরো সময় জুড়েই একটি বড় সংকট ছিল। সহায়তা সংস্থাগুলো আগে থেকেই দুর্ভিক্ষের সম্ভাবনা নিয়ে সতর্ক করেছিল। ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কিছতা স্বস্তি দিলেও, এখন সেই অগ্রগতি নস্যাৎ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে যে, যদি আলোচনা সফল না হয়, তাহলে তারা যুদ্ধ পুনরায় শুরু করতে পারে।

যুদ্ধবিরতির ভবিষ্যৎ ও মার্কিন অবস্থান: যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা এক মাস আগেই শুরু হওয়ার কথা ছিল, তবে তা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। হামাস এই আলোচনার ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে। ইসরায়েল অবিলম্বে গাজায় সহায়তা প্রবেশ বন্ধের ঘোষণা দেয়। এখনো পর্যন্ত, ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

আইনি দিক ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ : ইসরায়েলের সহায়তা বন্ধের বিরুদ্ধে দ্রুত নিন্দা জানানো হয়েছে, অনেকে এটিকে আইন লঙ্ঘন হিসেবে দেখছেন। জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন স্পষ্ট: আমাদের জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে হবে। ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল উল্লেখ করে পাঁচটি এনজিও দেশটির সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে।

রমজানে গাজার মানবিক সংকট: গাজায় সব ধরনের খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ বন্ধ করার এই ঘোষণাটি আসে রমজান মাসের প্রথম ইফতারের কয়েক ঘণ্টা পর, যখন গাজার মুসলিম জনগোষ্ঠী তাদের সন্ধ্যার খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিল।মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরতি গাজায় অত্যন্ত প্রয়োজনীয় কিছু স্বস্তি এনেছিল, তবে এটি জনগণের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট ছিল না। এই নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, এবং বিশ্ব এখন একটি নতুন মানবিক সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

যুদ্ধবিরতি চুক্তির ফলে হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে ১৫ মাস ধরে চলা লড়াই বন্ধ হয়েছে। এ চুক্তির অধীন প্রায় ১ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে ফেরত পাঠাতে রাজি হয়েছে হামাস। এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইসরায়েলি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়। এটিকে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে মন্ত্রণালয়।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল অনাহারকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করতে কাতার ও মিসর উভয় দেশই সাহায্য করেছিল।

এদিকে সৌদি আরব ইসরায়েলের এ সিদ্ধান্তের নিন্দা ও সমালোচনা করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের ত্রাণসহায়তা–বিষয়ক প্রধান আন্ডার সেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আন্তর্জাতিক মানবিক আইন স্পষ্ট: আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী সহায়তা সরবরাহের অনুমতি দিতে হবে।’ যুদ্ধবিরতির প্রথম ধাপ ১৯ জানুয়ারি কার্যকর হয় এবং শনিবার মধ্যরাতে তা শেষ হয়।

দ্বিতীয় ধাপের জন্য আলাপ-আলোচনার অর্থ হলো স্থায়ী যুদ্ধবিরতি। অবশিষ্ট সব জীবিত জিম্মির মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহারের লক্ষ্যে দ্বিতীয় ধাপের আলোচনা কয়েক সপ্তাহ আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো শুরু হয়নি। ধারণা করা হচ্ছে, ২৪ জন জিম্মি জীবিত আছেন। মারা গেছেন ৩৯ জন। তৃতীয় ধাপের যুদ্ধবিরতির লক্ষ্য হলো অবশিষ্ট মৃত জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনা এবং গাজা পুনর্গঠন। এজন্য কয়েক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

ছবি

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু

ছবি

মায়ানমারে বন্দী ৫০০ পাকিস্তানি, চালানো হচ্ছে ব্যাপক নির্যাতন

রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে গ্রেপ্তার অনেকে মাসজুড়ে চলবে অভিযান

সিরিয়ার গভীরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা

৩ দশকের রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপান

ছবি

মিয়ানমার জান্তা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

যুক্তরাষ্ট্রকে জবাব দেয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

ছবি

যুক্তরাষ্ট্র থেকে ‘প্রত্যাখ্যাত’ ইউক্রেন রক্ষায় হচ্ছে নতুন জোট

ছবি

বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় বাস গিরিসঙ্কটে, নিহত ৩১

ক্ষমতা গ্রহণের পর ৭৯টি নির্বাহী আদেশে সই ট্রাম্পের

ন্যায়বিচার ও গণতন্ত্রের জন্য বৈশ্বিক সহায়তা চান ইমরান

ছবি

চাঁদের বুকে নেমেছে দ্বিতীয় বেসরকারি মহাকাশযান

ছবি

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ইউরোপ, ব্যয় বাড়াবে প্রতিরক্ষায়

হোয়াইট হাউজে ট্রাম্প ও জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডা, যুক্তরাষ্ট্রে ইউক্রেইনের সমর্থনে বিক্ষোভ

ইউক্রেনকে অস্ত্রসাহায্য বন্ধ করবে ট্রাম্প প্রশাসন

"ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে তীব্র বাদানুবাদ, চুক্তি ভেস্তে গেল"

পাকিস্তানে বিরোধী জোটের নতুন নির্বাচন দাবি

চুক্তি ছাড়াই শেষ হলো ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায়

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে উত্তেজনা, হয়নি চুক্তি

ছবি

ট্রাম্প ও জেলেনস্কির বিবাদে অরক্ষিত হয়েছে ইউক্রেইন

ছবি

ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর সম্পর্ক মেরামতের আশা জেলেনস্কির

প্রকাশ্য বাকযুদ্ধে ট্রাম্প-জেলেনস্কি, ভেস্তে গেল চুক্তি

ছবি

যুক্তরাষ্ট্রের কাছে ‘মাদক সম্রাট’ কারো কুইন্টেরোকে হস্তান্তর করল মেক্সিকো

ছবি

মার্চেই মেক্সিকো-কানাডার ওপর ২৫% শুল্ক, চীনা পণ্যে আরও ১০%: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের ‘গণছাঁটাই’ আদেশ স্থগিত

ছবি

বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করেই ভারতে ওয়াক্ফ বিল পেশ হচ্ছে

ছবি

গাজায় যুদ্ধবিরতি, শান্তি প্রক্রিয়ায় অচলাবস্থা কাটল

ছবি

যৌন কেলেঙ্কারি নিয়ে মিথ্যা বলার পর পদত্যাগ করা উচিত ছিল, মন্তব্য মনিকার

ছবি

চীনের সামরিক মহড়ার জবাবে সেনা পাঠাল তাইওয়ান

ছবি

৫০ লাখ ডলারে ‘গোল্ড কার্ড’, নাগরিকত্বের পথ খুলছে যুক্তরাষ্ট্রে

ছবি

গাজায় বেড়েই চলেছে প্রাণহানি, ধ্বংসস্তূপে মিলছে একের পর এক লাশ

ছবি

ট্রাম্পের মস্কোঘেঁষা নীতি, উদ্বেগে ইউরোপ

ছবি

নির্বাচনে জয়ী হলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি সিডিইউ-সিএসইউ

ছবি

যুক্তরাষ্ট্র ও ইউক্রেইন খনিজ সম্পদ নিয়ে চুক্তির দ্বারপ্রান্তে

ছবি

বাংলাদেশকে ঠিক করতে হবে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর

ছবি

ট্রাম্পের ‘অন্যায়’ প্রস্তাবে না বলতে পারবে ইউক্রেন

tab

আন্তর্জাতিক

ইসরায়েলি বাধায় গাজায় খাদ্য সরবরাহ বন্ধ, দুর্ভিক্ষের শঙ্কা

জাতিসংঘ ও আরব দেশের নিন্দা

বিদেশী সংবাদ মাধ্যম

খাদ্যাভাব যুদ্ধের পুরো সময় জুড়েই একটি বড় সংকটে ছিল গাজার ২০ লাখেরও বেশি মানুষ -এএফপি

সোমবার, ০৩ মার্চ ২০২৫

যুদ্ধের প্রথম দিকের অবরোধের মতোই ইসরায়েল গাজায় সব ধরনের খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সহায়তা সংস্থাগুলো এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এবং এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। রোববার, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে এগোনোর প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং স্বীকার করেন যে তিনি গাজার জনগণের ওপর ক্ষুধা চাপিয়ে দিয়ে হামাসের ওপর চাপ সৃষ্টি করছেন।

প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়। ইসরায়েলের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ‘এটি অন্যায় দাবি আদায়ের অস্ত্র’। আন্তর্জাতিক সংস্থা অক্সফাম একে ‘একটি বেপরোয়া এবং নিষ্ঠুর গণদ- হিসেবে’ অবিহিত করেছে। গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী মিশর বলছে, ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

এ পদক্ষেপের মধ্য দিয়ে দেশটি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মিসর ও কাতার। অন্যদিকে জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার এটিকে ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন। নেতানিয়াহু বলেছেন, হামাস মানবিক সহায়তার সরবরাহ চুরি করছিল এবং এগুলোকে সন্ত্রাসবাদে অর্থায়নের কাজে ব্যবহার করেছিল। এ কারণেই তার দেশ পদক্ষেপটি নিয়েছে। নেতানিয়াহুর এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস।

দুর্ভিক্ষের আশঙ্কা : গাজার ২০ লাখেরও বেশি মানুষের জন্য খাদ্যাভাব যুদ্ধের পুরো সময় জুড়েই একটি বড় সংকট ছিল। সহায়তা সংস্থাগুলো আগে থেকেই দুর্ভিক্ষের সম্ভাবনা নিয়ে সতর্ক করেছিল। ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কিছতা স্বস্তি দিলেও, এখন সেই অগ্রগতি নস্যাৎ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে যে, যদি আলোচনা সফল না হয়, তাহলে তারা যুদ্ধ পুনরায় শুরু করতে পারে।

যুদ্ধবিরতির ভবিষ্যৎ ও মার্কিন অবস্থান: যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা এক মাস আগেই শুরু হওয়ার কথা ছিল, তবে তা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। হামাস এই আলোচনার ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে। ইসরায়েল অবিলম্বে গাজায় সহায়তা প্রবেশ বন্ধের ঘোষণা দেয়। এখনো পর্যন্ত, ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

আইনি দিক ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ : ইসরায়েলের সহায়তা বন্ধের বিরুদ্ধে দ্রুত নিন্দা জানানো হয়েছে, অনেকে এটিকে আইন লঙ্ঘন হিসেবে দেখছেন। জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন স্পষ্ট: আমাদের জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে হবে। ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল উল্লেখ করে পাঁচটি এনজিও দেশটির সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে।

রমজানে গাজার মানবিক সংকট: গাজায় সব ধরনের খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ বন্ধ করার এই ঘোষণাটি আসে রমজান মাসের প্রথম ইফতারের কয়েক ঘণ্টা পর, যখন গাজার মুসলিম জনগোষ্ঠী তাদের সন্ধ্যার খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিল।মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরতি গাজায় অত্যন্ত প্রয়োজনীয় কিছু স্বস্তি এনেছিল, তবে এটি জনগণের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট ছিল না। এই নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, এবং বিশ্ব এখন একটি নতুন মানবিক সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

যুদ্ধবিরতি চুক্তির ফলে হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে ১৫ মাস ধরে চলা লড়াই বন্ধ হয়েছে। এ চুক্তির অধীন প্রায় ১ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে ফেরত পাঠাতে রাজি হয়েছে হামাস। এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইসরায়েলি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়। এটিকে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে মন্ত্রণালয়।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল অনাহারকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করতে কাতার ও মিসর উভয় দেশই সাহায্য করেছিল।

এদিকে সৌদি আরব ইসরায়েলের এ সিদ্ধান্তের নিন্দা ও সমালোচনা করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের ত্রাণসহায়তা–বিষয়ক প্রধান আন্ডার সেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আন্তর্জাতিক মানবিক আইন স্পষ্ট: আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী সহায়তা সরবরাহের অনুমতি দিতে হবে।’ যুদ্ধবিরতির প্রথম ধাপ ১৯ জানুয়ারি কার্যকর হয় এবং শনিবার মধ্যরাতে তা শেষ হয়।

দ্বিতীয় ধাপের জন্য আলাপ-আলোচনার অর্থ হলো স্থায়ী যুদ্ধবিরতি। অবশিষ্ট সব জীবিত জিম্মির মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহারের লক্ষ্যে দ্বিতীয় ধাপের আলোচনা কয়েক সপ্তাহ আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো শুরু হয়নি। ধারণা করা হচ্ছে, ২৪ জন জিম্মি জীবিত আছেন। মারা গেছেন ৩৯ জন। তৃতীয় ধাপের যুদ্ধবিরতির লক্ষ্য হলো অবশিষ্ট মৃত জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনা এবং গাজা পুনর্গঠন। এজন্য কয়েক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

back to top