রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকের আগে দুই নেতাকে আলিঙ্গন করতে দেখা যায়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সক্রিয় এবং পূর্ব এশিয়ায় দেশটি রাশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী দেশটির ক্ষমতা গ্রহণের পর থেকেই মিয়ানমার অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। চলতি বছর দেশটিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে, তবে সমালোচকদের মতে, জান্তা সরকার প্রক্সির মাধ্যমে ক্ষমতা ধরে রাখতেই এই নির্বাচন আয়োজন করতে চায়।
চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরেই মিয়ানমারের সামরিক সরকারের সমর্থক। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটির মানবাধিকার লঙ্ঘন নিয়ে ওঠা এক প্রস্তাবে তারা ভেটো দিয়েছিল। ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকেই মিয়ানমারের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে।
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকের আগে দুই নেতাকে আলিঙ্গন করতে দেখা যায়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সক্রিয় এবং পূর্ব এশিয়ায় দেশটি রাশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী দেশটির ক্ষমতা গ্রহণের পর থেকেই মিয়ানমার অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। চলতি বছর দেশটিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে, তবে সমালোচকদের মতে, জান্তা সরকার প্রক্সির মাধ্যমে ক্ষমতা ধরে রাখতেই এই নির্বাচন আয়োজন করতে চায়।
চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরেই মিয়ানমারের সামরিক সরকারের সমর্থক। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটির মানবাধিকার লঙ্ঘন নিয়ে ওঠা এক প্রস্তাবে তারা ভেটো দিয়েছিল। ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকেই মিয়ানমারের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে।