সেনা দ্বিগুণ করার পরিকল্পনা
রাশিয়া ইউরোপের জন্য হুমকি। মস্কো তিন থেকে চার বছরের মধ্যে ইউক্রেনের চেয়েও বড় একটি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পূর্ণমাত্রায় অভিযান শুরু করতে পারে। তাই ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষার জন্য পোল্যান্ডকে ‘ঘাঁটি’ হিসেবে কাজ করতে হবে। স্থানীয় সময় শুক্রবার পার্লামেন্টে ভাষণকালে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এমনটাই বলেছেন। তিনি দেশের সেনাবাহিনীর আকার দ্বিগুণেরও বেশি করে ৫ লাখে উন্নীত করার পরিকল্পনা প্রকাশ করেন। সেই সঙ্গে পোল্যান্ডকে ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে জোর দেন।
টাস্ক রাশিয়ার সেনাদের সঙ্গে নিজেদের তুলনা করে বলেন, আমরা পোল্যান্ডে অর্ধ মিলিয়ন সৈন্যের প্রয়োজনীয়তার কথা বলছি। পোল্যান্ডের বর্তমান সশস্ত্র বাহিনীর সংখ্যা প্রায় ২ লাখ। তিনি জানান, সরকার এমন একটি আইন প্রণয়ন করছে, যার মাধ্যমে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য ‘বড় আকারের সামরিক প্রশিক্ষণ’ নিতে হবে। পোলিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা এই বছরের শেষ নাগাদ একটি মডেল প্রস্তুত করার চেষ্টা করব, যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধের সময় প্রশিক্ষণপ্রাপ্ত হন। পোলিশ নারীরাও সামরিক প্রশিক্ষণ নিতে হতে পারে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রীর ভাষ্য, বৃহত্তর সেনাবাহিনীর পাশাপাশি পারমাণবিক এবং আধুনিক অস্ত্র অর্জনের মাধ্যমে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। ইইউ নেতারা প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য কোটি কোটি ইউরো বরাদ্দের জন্য একটি ‘সামরিক ব্যয় পরিকল্পনা’ অনুমোদন করার একদিন পর টাস্কের এসব মন্তব্য এলো।ব্রাসেলসে জরুরি শীর্ষ সম্মেলনের পর গৃহীত নতুন উদ্যোগের অধীনে ইউরোপ প্রতিরক্ষা ব্যয় ৮০০ বিলিয়ন ইউরো (৮৪০ বিলিয়ন ডলার) পর্যন্ত বৃদ্ধি করেছে, যা ২০২৪ সালে ইইউর মোট প্রতিরক্ষা ব্যয়ের দ্বিগুণ। যদিও ইইউর সামরিকীকরণ পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়া। এটিকে নতুন অস্ত্র প্রতিযোগিতায় ইন্ধন বলে বর্ণনা করেছে পরাশক্তি দেশটি। সেই সঙ্গে এই প্রতিযোগিতায় মস্কো যুক্ত হবে না বলেও জানানো হয়।
সেনা দ্বিগুণ করার পরিকল্পনা
রোববার, ০৯ মার্চ ২০২৫
রাশিয়া ইউরোপের জন্য হুমকি। মস্কো তিন থেকে চার বছরের মধ্যে ইউক্রেনের চেয়েও বড় একটি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পূর্ণমাত্রায় অভিযান শুরু করতে পারে। তাই ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষার জন্য পোল্যান্ডকে ‘ঘাঁটি’ হিসেবে কাজ করতে হবে। স্থানীয় সময় শুক্রবার পার্লামেন্টে ভাষণকালে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এমনটাই বলেছেন। তিনি দেশের সেনাবাহিনীর আকার দ্বিগুণেরও বেশি করে ৫ লাখে উন্নীত করার পরিকল্পনা প্রকাশ করেন। সেই সঙ্গে পোল্যান্ডকে ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে জোর দেন।
টাস্ক রাশিয়ার সেনাদের সঙ্গে নিজেদের তুলনা করে বলেন, আমরা পোল্যান্ডে অর্ধ মিলিয়ন সৈন্যের প্রয়োজনীয়তার কথা বলছি। পোল্যান্ডের বর্তমান সশস্ত্র বাহিনীর সংখ্যা প্রায় ২ লাখ। তিনি জানান, সরকার এমন একটি আইন প্রণয়ন করছে, যার মাধ্যমে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য ‘বড় আকারের সামরিক প্রশিক্ষণ’ নিতে হবে। পোলিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা এই বছরের শেষ নাগাদ একটি মডেল প্রস্তুত করার চেষ্টা করব, যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধের সময় প্রশিক্ষণপ্রাপ্ত হন। পোলিশ নারীরাও সামরিক প্রশিক্ষণ নিতে হতে পারে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রীর ভাষ্য, বৃহত্তর সেনাবাহিনীর পাশাপাশি পারমাণবিক এবং আধুনিক অস্ত্র অর্জনের মাধ্যমে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। ইইউ নেতারা প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য কোটি কোটি ইউরো বরাদ্দের জন্য একটি ‘সামরিক ব্যয় পরিকল্পনা’ অনুমোদন করার একদিন পর টাস্কের এসব মন্তব্য এলো।ব্রাসেলসে জরুরি শীর্ষ সম্মেলনের পর গৃহীত নতুন উদ্যোগের অধীনে ইউরোপ প্রতিরক্ষা ব্যয় ৮০০ বিলিয়ন ইউরো (৮৪০ বিলিয়ন ডলার) পর্যন্ত বৃদ্ধি করেছে, যা ২০২৪ সালে ইইউর মোট প্রতিরক্ষা ব্যয়ের দ্বিগুণ। যদিও ইইউর সামরিকীকরণ পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়া। এটিকে নতুন অস্ত্র প্রতিযোগিতায় ইন্ধন বলে বর্ণনা করেছে পরাশক্তি দেশটি। সেই সঙ্গে এই প্রতিযোগিতায় মস্কো যুক্ত হবে না বলেও জানানো হয়।