এই প্রজন্মের অভিনেত্রী তানিন সুবহা। আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় ‘রোজার মাসের ঈমানদার’ নাটকে অভিনয় করেছেনসুবহা। নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে বলে জানিয়েছেন তানিন সুবহা। নাটকটিতে তানিন সুবহার সহশিল্পী হিসেবে আছেন আরফান আহমেদ, রিয়া চৌধুরী। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে তানিন সুবহা বলেন, ‘আকাশ রঞ্জন দাদার নির্দেশনায় এর আগেও বেশ কিছু নাটকে অভিনয় করেছি। রোজার মাসের ঈমানদার নাটকটির গল্পটা একেবারেই সমসাময়িক। গল্পটার গল্প ভাবনাটা চমৎকার। আরফান ভাইয়ের সঙ্গে এর আগেও বেশ কিছু নাটকে অভিনয় করেছি। তারসঙ্গে কাজের বোঝাপড়াটা চমৎকার। যে কারণে বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়ে অভিনয় করা যায়। যথারীতি এই নাটকেও আমাদের অভিনয়ের রসায়ন ছিল চমৎকার। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’ এদিকে কিছুদিন আগে তানিন সুবহা ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তিনি জীবনে একটি হলেও মৌলিক গান করতে চান। এরইমধ্যে গীতিকার সুরকারের সঙ্গে গান নিয়ে কয়েক দফা কথা বলেছেন। ইচ্ছে আছে আগামী ঈদের পরপরই নিজের প্রথম মৌলিক গান নিয়ে কাজ করার। ছোটবেলায় গান শিখেছেন তানিন।
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
এই প্রজন্মের অভিনেত্রী তানিন সুবহা। আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় ‘রোজার মাসের ঈমানদার’ নাটকে অভিনয় করেছেনসুবহা। নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে বলে জানিয়েছেন তানিন সুবহা। নাটকটিতে তানিন সুবহার সহশিল্পী হিসেবে আছেন আরফান আহমেদ, রিয়া চৌধুরী। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে তানিন সুবহা বলেন, ‘আকাশ রঞ্জন দাদার নির্দেশনায় এর আগেও বেশ কিছু নাটকে অভিনয় করেছি। রোজার মাসের ঈমানদার নাটকটির গল্পটা একেবারেই সমসাময়িক। গল্পটার গল্প ভাবনাটা চমৎকার। আরফান ভাইয়ের সঙ্গে এর আগেও বেশ কিছু নাটকে অভিনয় করেছি। তারসঙ্গে কাজের বোঝাপড়াটা চমৎকার। যে কারণে বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়ে অভিনয় করা যায়। যথারীতি এই নাটকেও আমাদের অভিনয়ের রসায়ন ছিল চমৎকার। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’ এদিকে কিছুদিন আগে তানিন সুবহা ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তিনি জীবনে একটি হলেও মৌলিক গান করতে চান। এরইমধ্যে গীতিকার সুরকারের সঙ্গে গান নিয়ে কয়েক দফা কথা বলেছেন। ইচ্ছে আছে আগামী ঈদের পরপরই নিজের প্রথম মৌলিক গান নিয়ে কাজ করার। ছোটবেলায় গান শিখেছেন তানিন।