ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ে তাকে মেয়াদপূর্তির আগেই সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রোনেন বার ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য শিন বেটের প্রধান হিসেবে নিয়োগ পান। তবে রোববার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, তাদের মধ্যে ‘চলমান অবিশ্বাস’ তৈরি হয়েছে, যা সময়ের সঙ্গে ‘ক্রমশ বেড়েই চলেছে’। এর পরই তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নেতানিয়াহুর এ সিদ্ধান্তে জেরুজালেমে চলমান সরকারবিরোধী বিক্ষোভ আরও জোরদার হয়েছে। গাজায় নতুন করে যুদ্ধ শুরুর প্রতিবাদে হাজার হাজার ইসরায়েলি এই বিক্ষোভে অংশ নিচ্ছেন।
ইসরায়েল মঙ্গলবার থেকে গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করেছে। এর মাধ্যমে দুই মাস ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
শিন বেট ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা, যা মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা তদারকি করে। গাজা যুদ্ধেও সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এর কার্যক্রম ও সদস্যদের পরিচয় রাষ্ট্রীয় গোপনীয় তথ্য হিসেবে বিবেচিত হয়।
রোনেন বার তাকে বরখাস্তের ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল, যিনি দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর সমালোচক হিসেবে পরিচিত, তিনিও এই বরখাস্তের সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বৈঠকের আগে নেতানিয়াহু তার মন্ত্রিসভার সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে বারের মেয়াদ ২০ এপ্রিল পর্যন্ত রাখার প্রস্তাব করেন।
উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয় বলে দাবি করেছে তেল আবিব। এর পরই ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৮,৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ে তাকে মেয়াদপূর্তির আগেই সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রোনেন বার ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য শিন বেটের প্রধান হিসেবে নিয়োগ পান। তবে রোববার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, তাদের মধ্যে ‘চলমান অবিশ্বাস’ তৈরি হয়েছে, যা সময়ের সঙ্গে ‘ক্রমশ বেড়েই চলেছে’। এর পরই তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নেতানিয়াহুর এ সিদ্ধান্তে জেরুজালেমে চলমান সরকারবিরোধী বিক্ষোভ আরও জোরদার হয়েছে। গাজায় নতুন করে যুদ্ধ শুরুর প্রতিবাদে হাজার হাজার ইসরায়েলি এই বিক্ষোভে অংশ নিচ্ছেন।
ইসরায়েল মঙ্গলবার থেকে গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করেছে। এর মাধ্যমে দুই মাস ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
শিন বেট ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা, যা মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা তদারকি করে। গাজা যুদ্ধেও সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এর কার্যক্রম ও সদস্যদের পরিচয় রাষ্ট্রীয় গোপনীয় তথ্য হিসেবে বিবেচিত হয়।
রোনেন বার তাকে বরখাস্তের ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল, যিনি দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর সমালোচক হিসেবে পরিচিত, তিনিও এই বরখাস্তের সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বৈঠকের আগে নেতানিয়াহু তার মন্ত্রিসভার সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে বারের মেয়াদ ২০ এপ্রিল পর্যন্ত রাখার প্রস্তাব করেন।
উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয় বলে দাবি করেছে তেল আবিব। এর পরই ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৮,৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।