যুক্তরাষ্ট্র কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী বৈধতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই অভিবাসীদের থাকার অনুমতি ও বহিষ্কার সুরক্ষা আগামী ২৪ এপ্রিলের পর কার্যকর থাকবে না। তাদেরকে এর আগেই দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন ফেডারেল সরকারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই অভিবাসীরা বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া সিএইচএনভি প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। এই প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট দেশগুলোর মানুষকে সীমিত সময়ের জন্য বৈধ অভিবাসনের অনুমতি দেওয়া হয়েছিল।
তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিএইচএনভি প্রোগ্রাম স্থগিতের ঘোষণা দেন।
এই অভিবাসীদের মধ্যে কতজন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে থাকার জন্য অন্য কোনো ভিসা বা আইনি অবস্থান অর্জন করেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
শনিবার, ২২ মার্চ ২০২৫
যুক্তরাষ্ট্র কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী বৈধতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই অভিবাসীদের থাকার অনুমতি ও বহিষ্কার সুরক্ষা আগামী ২৪ এপ্রিলের পর কার্যকর থাকবে না। তাদেরকে এর আগেই দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন ফেডারেল সরকারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই অভিবাসীরা বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া সিএইচএনভি প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। এই প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট দেশগুলোর মানুষকে সীমিত সময়ের জন্য বৈধ অভিবাসনের অনুমতি দেওয়া হয়েছিল।
তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিএইচএনভি প্রোগ্রাম স্থগিতের ঘোষণা দেন।
এই অভিবাসীদের মধ্যে কতজন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে থাকার জন্য অন্য কোনো ভিসা বা আইনি অবস্থান অর্জন করেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।