নাইজারের কোকোরো অঞ্চলের একটি মসজিদে জঙ্গি হামলায় অন্তত ৪৪ জন নিহত ও ১৩ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার আসরের নামাজ চলাকালে বুরকিনা ফাসো ও মালির সীমান্তবর্তী ফোম্বিতা গ্রামে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বরাতে *রয়টার্স* জানায়, হামলাটি চালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত গোষ্ঠী ইআইজিএস। নাইজারের সেনাবাহিনী এটিকে "নির্বিচার হত্যাযজ্ঞ" হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, "পবিত্র রমজান মাসে মুসল্লিরা যখন নামাজ আদায় করছিলেন, তখনই ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা মসজিদ ঘিরে হামলা চালায়।" হামলাকারীরা চলে যাওয়ার আগে স্থানীয় বাজার ও ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এই বর্বরোচিত হামলায় হতাহতের ঘটনায় নাইজার সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
২০১২ সালে মালিতে তুয়ারেগ বিদ্রোহ শুরু হওয়ার পর থেকেই সাহেল অঞ্চলে জঙ্গি তৎপরতা বাড়তে থাকে। পরে এই সহিংসতা নাইজার ও বুরকিনা ফাসো হয়ে পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ টোগো ও ঘানার উত্তরাঞ্চলেও ছড়িয়ে পড়ে।
রোববার, ২৩ মার্চ ২০২৫
নাইজারের কোকোরো অঞ্চলের একটি মসজিদে জঙ্গি হামলায় অন্তত ৪৪ জন নিহত ও ১৩ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার আসরের নামাজ চলাকালে বুরকিনা ফাসো ও মালির সীমান্তবর্তী ফোম্বিতা গ্রামে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বরাতে *রয়টার্স* জানায়, হামলাটি চালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত গোষ্ঠী ইআইজিএস। নাইজারের সেনাবাহিনী এটিকে "নির্বিচার হত্যাযজ্ঞ" হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, "পবিত্র রমজান মাসে মুসল্লিরা যখন নামাজ আদায় করছিলেন, তখনই ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা মসজিদ ঘিরে হামলা চালায়।" হামলাকারীরা চলে যাওয়ার আগে স্থানীয় বাজার ও ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এই বর্বরোচিত হামলায় হতাহতের ঘটনায় নাইজার সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
২০১২ সালে মালিতে তুয়ারেগ বিদ্রোহ শুরু হওয়ার পর থেকেই সাহেল অঞ্চলে জঙ্গি তৎপরতা বাড়তে থাকে। পরে এই সহিংসতা নাইজার ও বুরকিনা ফাসো হয়ে পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ টোগো ও ঘানার উত্তরাঞ্চলেও ছড়িয়ে পড়ে।