ফিলিস্তিনি ভূখণ্ড গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল-কানুয়া নিহত হয়েছেন।
হামাসের আল-আকসা টেলিভিশনের খবরে বলা হয়, জাবালিয়ায় আল-কানুয়ার তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় তিনি নিহত হন। এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজার চিকিৎসা কর্মীদের বরাত দিয়ে জানানো হয়েছে, ইসরায়েলের পৃথক হামলায় গাজা সিটিতে অন্তত ছয়জন এবং খান ইউনিসে একজন নিহত হয়েছেন।
চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুম ও আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল-বারদাউইল নিহত হন।
হামাসের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বারদাউইল ও বারহুম হামাসের ২০ সদস্যের সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘রাজনৈতিক দপ্তর’-এর সদস্য ছিলেন। ইসরায়েল গাজায় হামলা শুরুর পর থেকে এই পরিষদের ১১ জন সদস্য নিহত হয়েছেন।
প্রায় দুই মাস যুদ্ধবিরতি চলার পর গত সপ্তাহ থেকে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করেছে। এসব হামলার মাধ্যমে হামাসের ওপর চাপ তৈরি করে বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে বাধ্য করার চেষ্টা করছে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮৩০ জন নিহত হয়েছেন।
ইসরায়েল ও হামাস পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করছে। জানুয়ারি থেকে চলা যুদ্ধবিরতিতে গাজার ২৩ লাখ বাসিন্দা কিছুটা স্বস্তি পেলেও দীর্ঘদিনের অবরোধ ও ক্রমাগত হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
ফিলিস্তিনি ভূখণ্ড গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল-কানুয়া নিহত হয়েছেন।
হামাসের আল-আকসা টেলিভিশনের খবরে বলা হয়, জাবালিয়ায় আল-কানুয়ার তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় তিনি নিহত হন। এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজার চিকিৎসা কর্মীদের বরাত দিয়ে জানানো হয়েছে, ইসরায়েলের পৃথক হামলায় গাজা সিটিতে অন্তত ছয়জন এবং খান ইউনিসে একজন নিহত হয়েছেন।
চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুম ও আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল-বারদাউইল নিহত হন।
হামাসের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বারদাউইল ও বারহুম হামাসের ২০ সদস্যের সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘রাজনৈতিক দপ্তর’-এর সদস্য ছিলেন। ইসরায়েল গাজায় হামলা শুরুর পর থেকে এই পরিষদের ১১ জন সদস্য নিহত হয়েছেন।
প্রায় দুই মাস যুদ্ধবিরতি চলার পর গত সপ্তাহ থেকে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করেছে। এসব হামলার মাধ্যমে হামাসের ওপর চাপ তৈরি করে বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে বাধ্য করার চেষ্টা করছে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮৩০ জন নিহত হয়েছেন।
ইসরায়েল ও হামাস পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করছে। জানুয়ারি থেকে চলা যুদ্ধবিরতিতে গাজার ২৩ লাখ বাসিন্দা কিছুটা স্বস্তি পেলেও দীর্ঘদিনের অবরোধ ও ক্রমাগত হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।