মায়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত ও ৭৩২ জন আহত হয়েছে। জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং জানান, নেপিডোতে ৯৬, মান্দালয়ে ৩০ ও সাগাইংয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে ভূমিকম্পের প্রভাবে নির্মাণাধীন ভবন ধসে ৭০ জন নির্মাণশ্রমিক নিখোঁজ ও ৩ জন নিহত হয়েছেন।
গৃহযুদ্ধ-বিধ্বস্ত মায়ানমারে ভূমিকম্প পরিস্থিতিকে আরও জটিল করেছে। সাগাইং অঞ্চল, যেখানে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল, সেখানে গণতন্ত্রপন্থি গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর সংঘাত চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটির ২০ মিলিয়ন মানুষ মানবিক সহায়তা নির্ভর।
মায়ানমারের ছয় অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। থাইল্যান্ডে ধসে পড়া ৩০ তলা ভবনে উদ্ধারকাজ চলছে, আটকা পড়া শ্রমিকদের জন্য অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।
(সূত্র: বিবিসি)
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
মায়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত ও ৭৩২ জন আহত হয়েছে। জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং জানান, নেপিডোতে ৯৬, মান্দালয়ে ৩০ ও সাগাইংয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে ভূমিকম্পের প্রভাবে নির্মাণাধীন ভবন ধসে ৭০ জন নির্মাণশ্রমিক নিখোঁজ ও ৩ জন নিহত হয়েছেন।
গৃহযুদ্ধ-বিধ্বস্ত মায়ানমারে ভূমিকম্প পরিস্থিতিকে আরও জটিল করেছে। সাগাইং অঞ্চল, যেখানে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল, সেখানে গণতন্ত্রপন্থি গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর সংঘাত চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটির ২০ মিলিয়ন মানুষ মানবিক সহায়তা নির্ভর।
মায়ানমারের ছয় অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। থাইল্যান্ডে ধসে পড়া ৩০ তলা ভবনে উদ্ধারকাজ চলছে, আটকা পড়া শ্রমিকদের জন্য অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।
(সূত্র: বিবিসি)