দক্ষিণ-পূর্ব ইউক্রেনের ডিনিপ্রোতে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১ জন। গত শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে হামলার পর একটি হোটেল ও রেস্টুরেন্ট কমপ্লেক্সসহ বেশ কয়েকটি আবাসিক ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর সেরহী লিসাক। বিবিসি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে সেরহী লিসাক আরও জানান, একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ও প্রায় ১০টি ব্যক্তিগত বাড়িতে আগুন লেগেছিল। তবে দমকল কর্মীরা হোটেল কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তিনি জানান, শহরে ২০টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এর বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে।
পরে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আর ক্ষতিগ্রস্ত ভবনগুলোর জানালার কাচ ভেঙে রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।সারারাতজুড়ে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজতে শোনা যায়। তবে সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা সঙ্গে সঙ্গে জানা যায়নি।
শুক্রবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা চলতি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় গৃহীত সাময়িক যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। তবে মস্কোর দাবি করেছে, ইউক্রেনই রাশিয়ার জ্বালানি খাতের ওপর আক্রমণ চালাচ্ছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে প্রস্তাব দিয়েছেন যে, ইউক্রেনকে সাময়িকভাবে জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখা উচিত, যাতে দেশটিতে একটি ‘আরও দক্ষ’ সরকার নির্বাচিত হতে পারে। এটি কিয়েভ সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করার ক্রেমলিনের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যা ইউক্রেনের মিত্রদের দ্বারা ব্যাপকভাবে নিন্দিত হয়েছে।
শনিবার, ২৯ মার্চ ২০২৫
দক্ষিণ-পূর্ব ইউক্রেনের ডিনিপ্রোতে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১ জন। গত শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে হামলার পর একটি হোটেল ও রেস্টুরেন্ট কমপ্লেক্সসহ বেশ কয়েকটি আবাসিক ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর সেরহী লিসাক। বিবিসি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে সেরহী লিসাক আরও জানান, একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ও প্রায় ১০টি ব্যক্তিগত বাড়িতে আগুন লেগেছিল। তবে দমকল কর্মীরা হোটেল কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তিনি জানান, শহরে ২০টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এর বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে।
পরে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আর ক্ষতিগ্রস্ত ভবনগুলোর জানালার কাচ ভেঙে রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।সারারাতজুড়ে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজতে শোনা যায়। তবে সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা সঙ্গে সঙ্গে জানা যায়নি।
শুক্রবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা চলতি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় গৃহীত সাময়িক যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। তবে মস্কোর দাবি করেছে, ইউক্রেনই রাশিয়ার জ্বালানি খাতের ওপর আক্রমণ চালাচ্ছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে প্রস্তাব দিয়েছেন যে, ইউক্রেনকে সাময়িকভাবে জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখা উচিত, যাতে দেশটিতে একটি ‘আরও দক্ষ’ সরকার নির্বাচিত হতে পারে। এটি কিয়েভ সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করার ক্রেমলিনের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যা ইউক্রেনের মিত্রদের দ্বারা ব্যাপকভাবে নিন্দিত হয়েছে।