লিথুয়ানিয়ার একটি জলাভূমিতে গত সপ্তাহে গাড়ি ডুবে নিখোঁজ হওয়া চার মার্কিন সেনার মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিখোঁজ থাকা অপর সেনার সন্ধানে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
মার্কিন ও লিথুয়ানিয়ান কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণ এলাকায় নিখোঁজ সেনাদের গাড়িটি উদ্ধার হয়েছে।
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক যে আমি তিন মার্কিন সেনার শোচনীয় মৃত্যুর খবর পেয়েছি। মার্কিন জাতির সঙ্গে লিথুনিয়ানরাও শোক করছে।”
যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যান ড্রিসকল বলেন, “নিহত সেনাদের উদ্ধারকাজে নিয়োজিত মার্কিন সেনা, নাবিক এবং লিথুয়ানিয়ার ও পোল্যান্ডে থাকা মিত্রদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
গত সপ্তাহে লিথুয়ানিয়ার বেলারুশ সীমান্তের কাছে পাবরাদে সামরিক প্রশিক্ষণ এলাকায় ওই মার্কিন সেনারা তাদের বহনকারী গাড়িসহ নিখোঁজ হন। উদ্ধারকাজে স্থানীয় ও আন্তর্জাতিক দলগুলো একযোগে কাজ করছে।
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
লিথুয়ানিয়ার একটি জলাভূমিতে গত সপ্তাহে গাড়ি ডুবে নিখোঁজ হওয়া চার মার্কিন সেনার মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিখোঁজ থাকা অপর সেনার সন্ধানে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
মার্কিন ও লিথুয়ানিয়ান কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণ এলাকায় নিখোঁজ সেনাদের গাড়িটি উদ্ধার হয়েছে।
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক যে আমি তিন মার্কিন সেনার শোচনীয় মৃত্যুর খবর পেয়েছি। মার্কিন জাতির সঙ্গে লিথুনিয়ানরাও শোক করছে।”
যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যান ড্রিসকল বলেন, “নিহত সেনাদের উদ্ধারকাজে নিয়োজিত মার্কিন সেনা, নাবিক এবং লিথুয়ানিয়ার ও পোল্যান্ডে থাকা মিত্রদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
গত সপ্তাহে লিথুয়ানিয়ার বেলারুশ সীমান্তের কাছে পাবরাদে সামরিক প্রশিক্ষণ এলাকায় ওই মার্কিন সেনারা তাদের বহনকারী গাড়িসহ নিখোঁজ হন। উদ্ধারকাজে স্থানীয় ও আন্তর্জাতিক দলগুলো একযোগে কাজ করছে।