যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এক নারী শিক্ষককে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি দুই বছর আগে নিজের ১৫ বছরের এক কিশোর ছাত্রকে নিপীড়ন করেছেন।
গত ১৬ মার্চ ক্রিস্টিনা ফরমেলাকে গ্রেপ্তার করা হয়। ডাউনার্স গ্রোভ সাউথ হাইস্কুলের এই স্পেশাল এডুকেশন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই কিশোরকে পড়াশোনা ও ফুটবল কোচিংয়ের সময় নিপীড়ন করেন।
ঘটনাটি প্রকাশ পায় কিশোরটির মায়ের মাধ্যমে। তিনি ছেলের নতুন ফোন সেটআপ করতে গিয়ে শিক্ষকের সঙ্গে তার বার্তালাপ দেখতে পান। পরে ছেলেটি মাকে সবকিছু খুলে বলে এবং পুলিশে অভিযোগ করে।
গ্রেপ্তারের সময় ফরমেলার প্রতিক্রিয়া পুলিশের বডি ক্যামেরায় ধারণ করা হয়েছে। তিনি আতঙ্কিত অবস্থায় বলেন, "আমার খুব ভয় লাগছে। আমি কি বিপদে আছি?" তিনি অভিযোগকারীকে ব্ল্যাকমেল করারও দাবি করেন।
আদালত ফরমেলাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন। তাঁকে স্কুল প্রাঙ্গণে প্রবেশ ও ১৮ বছরের কম বয়সীদের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে। বর্তমানে তিনি বেতনে ছুটিতে রয়েছেন।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এক নারী শিক্ষককে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি দুই বছর আগে নিজের ১৫ বছরের এক কিশোর ছাত্রকে নিপীড়ন করেছেন।
গত ১৬ মার্চ ক্রিস্টিনা ফরমেলাকে গ্রেপ্তার করা হয়। ডাউনার্স গ্রোভ সাউথ হাইস্কুলের এই স্পেশাল এডুকেশন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই কিশোরকে পড়াশোনা ও ফুটবল কোচিংয়ের সময় নিপীড়ন করেন।
ঘটনাটি প্রকাশ পায় কিশোরটির মায়ের মাধ্যমে। তিনি ছেলের নতুন ফোন সেটআপ করতে গিয়ে শিক্ষকের সঙ্গে তার বার্তালাপ দেখতে পান। পরে ছেলেটি মাকে সবকিছু খুলে বলে এবং পুলিশে অভিযোগ করে।
গ্রেপ্তারের সময় ফরমেলার প্রতিক্রিয়া পুলিশের বডি ক্যামেরায় ধারণ করা হয়েছে। তিনি আতঙ্কিত অবস্থায় বলেন, "আমার খুব ভয় লাগছে। আমি কি বিপদে আছি?" তিনি অভিযোগকারীকে ব্ল্যাকমেল করারও দাবি করেন।
আদালত ফরমেলাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন। তাঁকে স্কুল প্রাঙ্গণে প্রবেশ ও ১৮ বছরের কম বয়সীদের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে। বর্তমানে তিনি বেতনে ছুটিতে রয়েছেন।