alt

আন্তর্জাতিক

গাজায় বালির মধ্যে কবরে মিলল ১৫ উদ্ধারকর্মীর লাশ

সংবাদ আন্তর্জাতিক ডেস্ক : বুধবার, ০২ এপ্রিল ২০২৫

গাজা ভূখণ্ডের দক্ষিণে বালির মধ্যে একটি কবর থেকে রেড ক্রিসেন্ট, ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও জাতিসংঘের ১৫ উদ্ধারকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা সোমবার এ খবর দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মৃতদেহগুলোকে ‘বিধ্বস্ত ও সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায়’ এমন যানবাহনের কাছে কবর দেয়া হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে তিনি বলেন, “তারা যখন জীবন বাঁচানোর চেষ্টা করছিলেন, তখনই ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন। আমরা এর ব্যাখ্যা চাই, ন্যায়বিচার চাই।”

ইসরায়েলি সামরিক বাহিনী রেড ক্রিসেন্ট কর্মীদের মৃত্যুর বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি। পরে রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে তারা তাদের ভাষায় ওই ‘সক্রিয় যুদ্ধক্ষেত্র’ থেকে মৃতদেহ সরিয়ে নিতে সহায়তা করা হচ্ছে বলে জানায়। তবে মরদেহগুলো কেন বালির নিচ থেকে পাওয়া গেছে, কিংবা কেনইবা যানবাহনগুলো বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে, সে বিষয়ে প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দেয়নি তারা।

ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপে লাজারিনি এক্স-এ লিখেছেন, “মরদেহগুলো অগভীর কবরে ফেলে দেয়া হয়েছিল, যা মানবিক মর্যাদার চরম লঙ্ঘন।” এ ১৫ জন নিয়ে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৪০৮ উদ্ধারকর্মী নিহত হলেন, জানিয়েছেন তিনি।

রোববার রাতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এক বিবৃতিতে বলেছে, “আমরা এই ঘটনায় স্তম্ভিত। আজ মরদেহগুলো শনাক্ত করা হয়েছে এবং মর্যাদার সঙ্গে দাফনের জন্য উদ্ধার করা হয়েছে। এ কর্মী ও স্বেচ্ছাসেবকরা নিজেদের জীবন বিপন্ন করে অন্যদের সহায়তা পৌঁছে দিতেন।”

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ বলছে, রেড ক্রসের ৯ সদস্যের ৮ জনের মৃতদেহ মিলেছে, কিন্তু একজনের এখনও কোনো খোঁজ মেলেনি। হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা ফের পূর্ণদ্যমে অভিযান শুরু করার পর ২৩ মার্চ রাফাতে আহতদের সহায়তা করতে গিয়ে এ নয়জন নিখোঁজ হন। তাদের বিবৃতিতে যে স্থান থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে, সেখানকার বিস্তারিত বিবরণ দেয়া হয়নি। জরুরি ও ত্রাণকর্মীদের মৃত্যুর পেছনে দায়ী কারা, সরাসরি তাদের নামও বলা হয়নি।

তবে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, তারা একই জায়গা থেকে ছয়জন সিভিল ডিফেন্স সদস্য ও এক জাতিসংঘ কর্মীর মরদেহও উদ্ধার করেছে। ইসরায়েলি বাহিনী এদের ওপর হামলা চালিয়েছিল বলে জানিয়েছে তারা।

পরে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের তদন্তে উঠে এসেছে, ২৩ মার্চ তাদের সেনারা একটি গাড়িবহরে গুলি চালায়, যে বহরে অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাকও ছিল। গাড়িগুলো আগে থেকে সমন্বয় না করেই সেখানে চলে এসেছিল, এবং সেগুলোতে হেডলাইট বা জরুরি সঙ্কেত চালু ছিল না। ওই ঘটনায় হামাস ও ইসলামিক জিহাদের কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা।

“গাজা ভূখণ্ডে সন্ত্রাসী সংগঠনগুলি যেভাবে বারবার বেসামরিক অবকাঠামো বারবার ব্যবহার করছে তার নিন্দা জানাচ্ছে আইডিএফ। এসব অবকাঠামোর মধ্যে অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য কেন্দ্রগুলোও রয়েছে,” বিবৃতিতে এমনটাই বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

জাতিসংঘের গাজা কার্যালয়ের প্রধান জনাথন হুইটল যে স্থান থেকে জরুরি ও ত্রাণকর্মীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেটির বর্ণনা দিতে গিয়ে মৃতদেহগুলো বিধ্বস্ত একটি অ্যাম্বুলেন্স থেকে নেয়া একটি ইমার্জেন্সি লাইট দিয়ে চিহ্নিত একটি ‘গণকবরে’ পাওয়া গেছে বলে জানান।

এক্সে তার দেয়া পোস্টের সঙ্গে দেয়া ছবিতে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি ফায়ার ট্রাক ও জাতিসংঘের একটি গাড়ির পাশে মৃতদেহের সন্ধানে রেড ক্রসের কয়েকটি দলকে বালি খুঁড়তে দেখা যাচ্ছে।

রয়টার্সের প্রশ্নের জবাবে জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) এক মুখপাত্র বলেন, সমাধিস্থলটি দেখতে বিশাল একটি বিরাট বালির ঢিবির মতো ছিল, ‘যা স্পষ্টতই বুলডোজার বা অনুরূপ যন্ত্রপাতি দিয়ে বানানো হয়েছিল, বিস্ফোরণের প্রভাবে নয়’।

যা তথ্য মিলেছে, তাতে মনে হচ্ছে ইসরায়েলি বাহিনী ২৩ মার্চ উদ্ধারকারীদের প্রথম দলটিতে হত্যা করে, পরের কয়েক ঘণ্টায় নিখোঁজ সহকর্মীদের খুঁজতে থাকা জরুরি পরিষেবা সংস্থার কর্মী ও ত্রাণ কর্মীরা একের পর এক হামলার শিকার হন, বলেছেন ওই মুখপাত্র।

বিশ্বের যে কোনো জায়গা বিবেচনায় এটি ২০১৭ সালের পর রেডক্রস বা রেড ক্রিসেন্টের ওপর সবচেয়ে মারাত্মক আক্রমণ, বলছে আইএফআরসি।

“আমি খুবই ভেঙে পড়েছি। এই নিবেদিতপ্রাণ অ্যাম্বুলেন্স কর্মীরা আহতদের সেবা করছিলেন। তারা ছিলেন মানবতাবাদী। তারা এমন প্রতীক পরতেন যা তাদের সুরক্ষার জন্য ছিল; তাদের অ্যাম্বুলেন্সগুলিতেও সুস্পষ্ট চিহ্ন ছিল,” বলেছেন আইএফআরসি সেক্রেটারি জেনারেল জাগান চাপাগেইন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সশস্ত্র যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পরের ১৮ মাসে অন্তত ১ হাজার ৬০ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে জাতিসংঘ গাজায় তাদের আন্তর্জাতিক কর্মী সংখ্যা এক তৃতীয়াংশ কমিয়ে আনারও ঘোষণা দিয়েছে।

ছবি

যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করলে শুল্ক থেকে মুক্তি: ট্রাম্প

ছবি

বিশ্ব নেতারা বলছেন, ট্রাম্পের শুল্ক সিদ্ধান্ত ‘ভুল’ ও ‘অযৌক্তিক’

ছবি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

জার্মানিতে দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিলের প্রস্তাব নিয়ে বিতর্ক

ছবি

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, আহত বেড়ে ১১২

ছবি

ইউক্রেন নিয়ে মার্কিন প্রস্তাবের ‘বর্তমান রূপ’ গ্রহণযোগ্য নয় : রাশিয়া

পশ্চিমবঙ্গ-গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

ইলিনয়ে শিক্ষকের বিরুদ্ধে কিশোর ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ

ছবি

মায়ানমারে ভূমিকম্পে মৃত বেড়ে ২৮৮৬

ছবি

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার

ছবি

মারিন লু পেনের নির্বাচনী নিষেধাজ্ঞায় ইউরোপের ডানপন্থিদের উদ্বেগ

ছবি

গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু

ছবি

গাজায় গণকবরে ১৫ উদ্ধারকর্মীর মরদেহ, তদন্তের দাবি

ছবি

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে অগ্নিকাণ্ড, আহত ৬৩

ছবি

মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭১৯

ছবি

লিথুয়ানিয়ায় নিখোঁজ ৪ মার্কিন সেনার তিনজনের মরদেহ উদ্ধার

ছবি

যুক্তরাষ্ট্র হামলা চালালে উপযুক্ত জবাব দেবে তেহরান: খামেনি

ছবি

ভূমিকম্পে মায়ানমারে মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে, উদ্ধার কার্যক্রম অব্যাহত

ছবি

ভূমিকম্পে প্রাণহানি ২০০০ ছাড়াল, মায়ানমারে ৭ দিনের জাতীয় শোক

ছবি

পারমাণবিক চুক্তি নিয়ে অনড় ইরান, বোমা হামলার হুমকি ট্রাম্পের

ছবি

ধ্বংসস্তূপেই নামাজ, ঈদের দিনেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬৪

ছবি

মায়ানমারে ভূমিকম্প: ৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার ৪ জন

ছবি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৪

ছবি

রোববার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপন

ছবি

নেপালে রাজতন্ত্রপন্থি আন্দোলনে সহিংসতার তদন্ত করছে সরকার

ছবি

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৪ পুলিশসহ নিহত ৬

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬ সন্দেহভাজন মাওবাদী নিহত

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের ডিনিপ্রোতে নিহত ৪

ছবি

মায়ানমার ভূমিকম্পের শক্তি ছিল ৩৩৪টি পরমাণু বোমার সমান

ছবি

প্রণয় ভার্মা-দ্বিবেদী বৈঠক: দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

ছবি

মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪

ছবি

‘সনাতন ধর্মাবলম্বী মানেই নৌকায় ভোট দেওয়া’, এই ভ্রান্ত ধারণা পাল্টাতে হবে: সারজিস আলম

মায়ানমারে ভূমিকম্পে নিহত ১৪৪, থাইল্যান্ডে ভবন ধসে নিখোঁজ ৭০

ছবি

ভারতে ঈদের নামাজ রাস্তায় পড়লে পাসপোর্ট-ড্রাইভিং বাতিল

ছবি

ওলেবার-লিবারেল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা গুরুত্বের সঙ্গেই নিয়েছে যুক্তরাষ্ট্র : পুতিন

tab

আন্তর্জাতিক

গাজায় বালির মধ্যে কবরে মিলল ১৫ উদ্ধারকর্মীর লাশ

সংবাদ আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ০২ এপ্রিল ২০২৫

গাজা ভূখণ্ডের দক্ষিণে বালির মধ্যে একটি কবর থেকে রেড ক্রিসেন্ট, ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও জাতিসংঘের ১৫ উদ্ধারকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা সোমবার এ খবর দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মৃতদেহগুলোকে ‘বিধ্বস্ত ও সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায়’ এমন যানবাহনের কাছে কবর দেয়া হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে তিনি বলেন, “তারা যখন জীবন বাঁচানোর চেষ্টা করছিলেন, তখনই ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন। আমরা এর ব্যাখ্যা চাই, ন্যায়বিচার চাই।”

ইসরায়েলি সামরিক বাহিনী রেড ক্রিসেন্ট কর্মীদের মৃত্যুর বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি। পরে রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে তারা তাদের ভাষায় ওই ‘সক্রিয় যুদ্ধক্ষেত্র’ থেকে মৃতদেহ সরিয়ে নিতে সহায়তা করা হচ্ছে বলে জানায়। তবে মরদেহগুলো কেন বালির নিচ থেকে পাওয়া গেছে, কিংবা কেনইবা যানবাহনগুলো বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে, সে বিষয়ে প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দেয়নি তারা।

ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপে লাজারিনি এক্স-এ লিখেছেন, “মরদেহগুলো অগভীর কবরে ফেলে দেয়া হয়েছিল, যা মানবিক মর্যাদার চরম লঙ্ঘন।” এ ১৫ জন নিয়ে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৪০৮ উদ্ধারকর্মী নিহত হলেন, জানিয়েছেন তিনি।

রোববার রাতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এক বিবৃতিতে বলেছে, “আমরা এই ঘটনায় স্তম্ভিত। আজ মরদেহগুলো শনাক্ত করা হয়েছে এবং মর্যাদার সঙ্গে দাফনের জন্য উদ্ধার করা হয়েছে। এ কর্মী ও স্বেচ্ছাসেবকরা নিজেদের জীবন বিপন্ন করে অন্যদের সহায়তা পৌঁছে দিতেন।”

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ বলছে, রেড ক্রসের ৯ সদস্যের ৮ জনের মৃতদেহ মিলেছে, কিন্তু একজনের এখনও কোনো খোঁজ মেলেনি। হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা ফের পূর্ণদ্যমে অভিযান শুরু করার পর ২৩ মার্চ রাফাতে আহতদের সহায়তা করতে গিয়ে এ নয়জন নিখোঁজ হন। তাদের বিবৃতিতে যে স্থান থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে, সেখানকার বিস্তারিত বিবরণ দেয়া হয়নি। জরুরি ও ত্রাণকর্মীদের মৃত্যুর পেছনে দায়ী কারা, সরাসরি তাদের নামও বলা হয়নি।

তবে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, তারা একই জায়গা থেকে ছয়জন সিভিল ডিফেন্স সদস্য ও এক জাতিসংঘ কর্মীর মরদেহও উদ্ধার করেছে। ইসরায়েলি বাহিনী এদের ওপর হামলা চালিয়েছিল বলে জানিয়েছে তারা।

পরে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের তদন্তে উঠে এসেছে, ২৩ মার্চ তাদের সেনারা একটি গাড়িবহরে গুলি চালায়, যে বহরে অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাকও ছিল। গাড়িগুলো আগে থেকে সমন্বয় না করেই সেখানে চলে এসেছিল, এবং সেগুলোতে হেডলাইট বা জরুরি সঙ্কেত চালু ছিল না। ওই ঘটনায় হামাস ও ইসলামিক জিহাদের কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা।

“গাজা ভূখণ্ডে সন্ত্রাসী সংগঠনগুলি যেভাবে বারবার বেসামরিক অবকাঠামো বারবার ব্যবহার করছে তার নিন্দা জানাচ্ছে আইডিএফ। এসব অবকাঠামোর মধ্যে অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য কেন্দ্রগুলোও রয়েছে,” বিবৃতিতে এমনটাই বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

জাতিসংঘের গাজা কার্যালয়ের প্রধান জনাথন হুইটল যে স্থান থেকে জরুরি ও ত্রাণকর্মীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেটির বর্ণনা দিতে গিয়ে মৃতদেহগুলো বিধ্বস্ত একটি অ্যাম্বুলেন্স থেকে নেয়া একটি ইমার্জেন্সি লাইট দিয়ে চিহ্নিত একটি ‘গণকবরে’ পাওয়া গেছে বলে জানান।

এক্সে তার দেয়া পোস্টের সঙ্গে দেয়া ছবিতে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি ফায়ার ট্রাক ও জাতিসংঘের একটি গাড়ির পাশে মৃতদেহের সন্ধানে রেড ক্রসের কয়েকটি দলকে বালি খুঁড়তে দেখা যাচ্ছে।

রয়টার্সের প্রশ্নের জবাবে জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) এক মুখপাত্র বলেন, সমাধিস্থলটি দেখতে বিশাল একটি বিরাট বালির ঢিবির মতো ছিল, ‘যা স্পষ্টতই বুলডোজার বা অনুরূপ যন্ত্রপাতি দিয়ে বানানো হয়েছিল, বিস্ফোরণের প্রভাবে নয়’।

যা তথ্য মিলেছে, তাতে মনে হচ্ছে ইসরায়েলি বাহিনী ২৩ মার্চ উদ্ধারকারীদের প্রথম দলটিতে হত্যা করে, পরের কয়েক ঘণ্টায় নিখোঁজ সহকর্মীদের খুঁজতে থাকা জরুরি পরিষেবা সংস্থার কর্মী ও ত্রাণ কর্মীরা একের পর এক হামলার শিকার হন, বলেছেন ওই মুখপাত্র।

বিশ্বের যে কোনো জায়গা বিবেচনায় এটি ২০১৭ সালের পর রেডক্রস বা রেড ক্রিসেন্টের ওপর সবচেয়ে মারাত্মক আক্রমণ, বলছে আইএফআরসি।

“আমি খুবই ভেঙে পড়েছি। এই নিবেদিতপ্রাণ অ্যাম্বুলেন্স কর্মীরা আহতদের সেবা করছিলেন। তারা ছিলেন মানবতাবাদী। তারা এমন প্রতীক পরতেন যা তাদের সুরক্ষার জন্য ছিল; তাদের অ্যাম্বুলেন্সগুলিতেও সুস্পষ্ট চিহ্ন ছিল,” বলেছেন আইএফআরসি সেক্রেটারি জেনারেল জাগান চাপাগেইন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সশস্ত্র যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পরের ১৮ মাসে অন্তত ১ হাজার ৬০ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে জাতিসংঘ গাজায় তাদের আন্তর্জাতিক কর্মী সংখ্যা এক তৃতীয়াংশ কমিয়ে আনারও ঘোষণা দিয়েছে।

back to top