পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।
সংক্রমণ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থাকা প্রেসিডেন্ট একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে, চিকিৎসক ড. আসিম হুসেইনের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে জিও নিউজ।
“তার শারীরিক অবস্থার কারণে তার সঙ্গে দেখা-সাক্ষাৎ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে,” জানিয়েছেন ড. হুসেইন।
তিনি জানান, প্রেসিডেন্টকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার স্বাস্থ্যের অবস্থা জানতে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এর আগে এক্সপ্রেস নিউজের প্রতিবেদনে বলা হয়, জ্বরে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রেসিডেন্ট জারদারিকে মঙ্গলবার নওয়াবশাহ শহর থেকে করাচিতে আনা হয়। সোমবার ঈদের নামাজ পড়তে তিনি সিন্ধু প্রদেশের নওয়াবশাহ গিয়েছিলেন।
বুধবার জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতারা জানিয়েছেন, প্রেসিডেন্টের অবস্থা এখন আগের চেয়ে ভালো এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও প্রেসিডেন্ট জারদারির অসুস্থতার খবর শুনে তাকে ফোন করে কথা বলেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এক বিবৃতিতে শরিফ বলেন, “পুরো জাতি আপনার সুস্থতার জন্য প্রার্থনা করছে।”
সিন্ধুর গভর্নর কামরান তেসোরি প্রেসিডেন্টের চিকিৎসক ডা. আসিম হুসেইনের সঙ্গে কথা বলে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং সুস্থতা কামনা করেছেন।
পাকিস্তানের ৬৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট সাম্প্রতিক বছরগুলোতে নানান স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। এর আগে, ২০২৪ সালের অক্টোবরে উড়োজাহাজে ওঠার সময় পড়ে গিয়ে তার পা ভেঙে গিয়েছিল।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।
সংক্রমণ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থাকা প্রেসিডেন্ট একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে, চিকিৎসক ড. আসিম হুসেইনের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে জিও নিউজ।
“তার শারীরিক অবস্থার কারণে তার সঙ্গে দেখা-সাক্ষাৎ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে,” জানিয়েছেন ড. হুসেইন।
তিনি জানান, প্রেসিডেন্টকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার স্বাস্থ্যের অবস্থা জানতে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এর আগে এক্সপ্রেস নিউজের প্রতিবেদনে বলা হয়, জ্বরে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রেসিডেন্ট জারদারিকে মঙ্গলবার নওয়াবশাহ শহর থেকে করাচিতে আনা হয়। সোমবার ঈদের নামাজ পড়তে তিনি সিন্ধু প্রদেশের নওয়াবশাহ গিয়েছিলেন।
বুধবার জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতারা জানিয়েছেন, প্রেসিডেন্টের অবস্থা এখন আগের চেয়ে ভালো এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও প্রেসিডেন্ট জারদারির অসুস্থতার খবর শুনে তাকে ফোন করে কথা বলেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এক বিবৃতিতে শরিফ বলেন, “পুরো জাতি আপনার সুস্থতার জন্য প্রার্থনা করছে।”
সিন্ধুর গভর্নর কামরান তেসোরি প্রেসিডেন্টের চিকিৎসক ডা. আসিম হুসেইনের সঙ্গে কথা বলে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং সুস্থতা কামনা করেছেন।
পাকিস্তানের ৬৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট সাম্প্রতিক বছরগুলোতে নানান স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। এর আগে, ২০২৪ সালের অক্টোবরে উড়োজাহাজে ওঠার সময় পড়ে গিয়ে তার পা ভেঙে গিয়েছিল।