ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর ব্যাপক হারে নতুন শুল্কারোপের ঘোষণা দিয়েছেন। বুধবার বিকেলে তিনি সব বাণিজ্যিক অংশীদার দেশের ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্কারোপের কথা জানান।
ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অংশীদারদের দীর্ঘদিনের অন্যায্য সম্পর্ককে সঠিক পথে আনতে এই শুল্ক আরোপ করা হয়েছে। তিনি বলেন, "যদি আপনি চান আপনার শুল্কের হার শূন্য হোক, তবে আপনি আপনার পণ্যটি যুক্তরাষ্ট্রেই তৈরি করুন।"
চলতি বছরের শুরুতে চীনের সব পণ্যের ওপর শুল্ক আরোপের পর এবার আরও ৩৪ শতাংশ বাড়ানো হয়েছে। ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত প্রায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ হারে শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ইইউ (২০ শতাংশ), চীন (৩৪ শতাংশ), জাপান (২৪ শতাংশ), ভিয়েতনাম (৪৬ শতাংশ), দক্ষিণ কোরিয়া (২৬ শতাংশ), তাইওয়ান (৩২ শতাংশ), ভারত (২৭ শতাংশ), সুইজারল্যান্ড (৩২ শতাংশ), থাইল্যান্ড (৩৭ শতাংশ) ও মালয়েশিয়া (২৪ শতাংশ)।
মেক্সিকো ও কানাডার নাম নতুন শুল্ক তালিকায় উল্লেখ নেই। তবে ট্রাম্পের শুল্কনীতির প্রভাব বিশ্বের প্রায় সব দেশের ওপরই পড়বে। বিশেষত, কানাডা ও মেক্সিকোর মতো দেশগুলো, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে, তারাও এই শুল্কের আওতায় আসতে পারে।
ফাইল ছবি
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর ব্যাপক হারে নতুন শুল্কারোপের ঘোষণা দিয়েছেন। বুধবার বিকেলে তিনি সব বাণিজ্যিক অংশীদার দেশের ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্কারোপের কথা জানান।
ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অংশীদারদের দীর্ঘদিনের অন্যায্য সম্পর্ককে সঠিক পথে আনতে এই শুল্ক আরোপ করা হয়েছে। তিনি বলেন, "যদি আপনি চান আপনার শুল্কের হার শূন্য হোক, তবে আপনি আপনার পণ্যটি যুক্তরাষ্ট্রেই তৈরি করুন।"
চলতি বছরের শুরুতে চীনের সব পণ্যের ওপর শুল্ক আরোপের পর এবার আরও ৩৪ শতাংশ বাড়ানো হয়েছে। ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত প্রায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ হারে শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ইইউ (২০ শতাংশ), চীন (৩৪ শতাংশ), জাপান (২৪ শতাংশ), ভিয়েতনাম (৪৬ শতাংশ), দক্ষিণ কোরিয়া (২৬ শতাংশ), তাইওয়ান (৩২ শতাংশ), ভারত (২৭ শতাংশ), সুইজারল্যান্ড (৩২ শতাংশ), থাইল্যান্ড (৩৭ শতাংশ) ও মালয়েশিয়া (২৪ শতাংশ)।
মেক্সিকো ও কানাডার নাম নতুন শুল্ক তালিকায় উল্লেখ নেই। তবে ট্রাম্পের শুল্কনীতির প্রভাব বিশ্বের প্রায় সব দেশের ওপরই পড়বে। বিশেষত, কানাডা ও মেক্সিকোর মতো দেশগুলো, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে, তারাও এই শুল্কের আওতায় আসতে পারে।