গাজার তুহফা এলাকায় ইসরায়েলি হামলায় তিনটি স্কুলে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন শিশু রয়েছে। এসব হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার এই হামলাগুলো ঘটে।
গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, দার আল-আরকাম স্কুলে হামলায় ১৮ শিশুসহ ২৯ জন নিহত হয়েছেন। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে শতাধিক ব্যক্তি আহত হন।
অপরদিকে, তুহফা এলাকায় ফাহাদ স্কুলেও হামলা চালানো হয়, যেখানে চারজন নিহত হয়েছেন। এই স্কুলটিও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তুহফা এলাকার আরেকটি ক্ষতিগ্রস্ত স্কুল হলো শাবান আলরাইয়েস স্কুল। তবে সেখানে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজার সিটিতে হামাসের একটি ‘কমান্ড সেন্টারে’ আক্রমণ চালিয়েছে। তবে এই স্কুলগুলোর সঙ্গে সেই হামলার কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
গাজার তুহফা এলাকায় ইসরায়েলি হামলায় তিনটি স্কুলে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন শিশু রয়েছে। এসব হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার এই হামলাগুলো ঘটে।
গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, দার আল-আরকাম স্কুলে হামলায় ১৮ শিশুসহ ২৯ জন নিহত হয়েছেন। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে শতাধিক ব্যক্তি আহত হন।
অপরদিকে, তুহফা এলাকায় ফাহাদ স্কুলেও হামলা চালানো হয়, যেখানে চারজন নিহত হয়েছেন। এই স্কুলটিও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তুহফা এলাকার আরেকটি ক্ষতিগ্রস্ত স্কুল হলো শাবান আলরাইয়েস স্কুল। তবে সেখানে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজার সিটিতে হামাসের একটি ‘কমান্ড সেন্টারে’ আক্রমণ চালিয়েছে। তবে এই স্কুলগুলোর সঙ্গে সেই হামলার কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।