যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সমান সুযোগের’ ভিত্তিতে ঐতিহাসিক খনিজ সম্পদ চুক্তি সইয়ের পরপরই রুশ ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহর। বৃহস্পতিবার রাতে চালানো ওই হামলায় সোভিয়েত যুগের একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
এর কয়েক ঘণ্টা আগেই এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে স্বাক্ষরিত চুক্তিকে “ঋণমুক্ত এবং সমতাভিত্তিক” বলে উল্লেখ করেন। তিনি জানান, এতে একটি যৌথ পুনর্গঠন তহবিল গঠন করা হবে, যা ইউক্রেনে খনিজ খাতে বিনিয়োগ করবে এবং দেশটি সেখান থেকে সরাসরি আয় করবে।
চুক্তিটি এখনো ইউক্রেনের সংসদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে কিয়েভ আশা করছে, এই চুক্তি ভবিষ্যতে মার্কিন নিরাপত্তা সহযোগিতার পথও সুগম করবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে চুক্তিটি স্বাক্ষরের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতবিরোধের কারণে তা বিলম্বিত হয়। দীর্ঘ আলোচনার পর অবশেষে গত বুধবার চুক্তিতে স্বাক্ষর হয়।
জেলেনস্কি আরও বলেন, “চুক্তিতে শর্ত পুনর্বিন্যাস করা হয়েছে যাতে তা উভয় পক্ষের জন্য উপকারী হয়। এটি ঋণ নয়, বরং বিনিয়োগের সুযোগ।”
শুক্রবার, ০২ মে ২০২৫
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সমান সুযোগের’ ভিত্তিতে ঐতিহাসিক খনিজ সম্পদ চুক্তি সইয়ের পরপরই রুশ ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহর। বৃহস্পতিবার রাতে চালানো ওই হামলায় সোভিয়েত যুগের একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
এর কয়েক ঘণ্টা আগেই এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে স্বাক্ষরিত চুক্তিকে “ঋণমুক্ত এবং সমতাভিত্তিক” বলে উল্লেখ করেন। তিনি জানান, এতে একটি যৌথ পুনর্গঠন তহবিল গঠন করা হবে, যা ইউক্রেনে খনিজ খাতে বিনিয়োগ করবে এবং দেশটি সেখান থেকে সরাসরি আয় করবে।
চুক্তিটি এখনো ইউক্রেনের সংসদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে কিয়েভ আশা করছে, এই চুক্তি ভবিষ্যতে মার্কিন নিরাপত্তা সহযোগিতার পথও সুগম করবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে চুক্তিটি স্বাক্ষরের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতবিরোধের কারণে তা বিলম্বিত হয়। দীর্ঘ আলোচনার পর অবশেষে গত বুধবার চুক্তিতে স্বাক্ষর হয়।
জেলেনস্কি আরও বলেন, “চুক্তিতে শর্ত পুনর্বিন্যাস করা হয়েছে যাতে তা উভয় পক্ষের জন্য উপকারী হয়। এটি ঋণ নয়, বরং বিনিয়োগের সুযোগ।”