সিরিয়ায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টের প্রাসাদের কাছে হামলার নিন্দা জানানোর কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি বাহিনী আবার হামলা চালিয়েছে। শনিবার (৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, শুক্রবার সিরিয়াজুড়ে বেশ কয়েকটি হামলার রিপোর্ট পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী দামেস্ক ও তার আশেপাশের এলাকা ও হামাসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। ইসরায়েলি ব্রডকাস্টিং কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের অনুমোদন নিয়ে সেনাবাহিনী সিরিয়ায় হামলার জন্য লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা সিরিয়ায় এক সামরিক সাইটে হামলা চালিয়েছে। সেই সঙ্গে বিমানবিধ্বংসী বন্দুক এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের অবকাঠামোতে হামলা চালিয়েছে। দামেস্ক থেকে আল জাজিরার সাংবাদিক ইমরান খান বলেছেন, ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের শাসনের সামরিক সাইটে হামলা হয়েছে। ইসরায়েল এর আগে এমন হামলা অনেক চালিয়েছে। ইমরান খান ব্যাখ্যা করেছেন যে ইসরায়েল চায় না তাদের সীমান্তে ভারী অস্ত্রসজ্জিত সিরিয়া থাকুক।
সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে- ইসরায়েলের এমন অভিযোগের পর দেশ দুইটির মধ্যে উত্তেজনা বেড়েছে। এ নিয়ে শুক্রবার ভোরে সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদের কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু ও কাটজের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দামেস্কের দক্ষিণে সিরিয়ান বাহিনী মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের জন্য কোনও হুমকিকে আমরা সহ্য করব না। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দ্রুজ যোদ্ধা ও সিরিয়াপন্থি বাহিনীর লড়াইয়ে শতাধিক নিহত হয়েছে। এরপরেই সিরিয়ার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা এখন তুঙ্গে। এরপরেই সিরিয়ায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
শনিবার, ০৩ মে ২০২৫
সিরিয়ায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টের প্রাসাদের কাছে হামলার নিন্দা জানানোর কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি বাহিনী আবার হামলা চালিয়েছে। শনিবার (৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, শুক্রবার সিরিয়াজুড়ে বেশ কয়েকটি হামলার রিপোর্ট পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী দামেস্ক ও তার আশেপাশের এলাকা ও হামাসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। ইসরায়েলি ব্রডকাস্টিং কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের অনুমোদন নিয়ে সেনাবাহিনী সিরিয়ায় হামলার জন্য লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা সিরিয়ায় এক সামরিক সাইটে হামলা চালিয়েছে। সেই সঙ্গে বিমানবিধ্বংসী বন্দুক এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের অবকাঠামোতে হামলা চালিয়েছে। দামেস্ক থেকে আল জাজিরার সাংবাদিক ইমরান খান বলেছেন, ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের শাসনের সামরিক সাইটে হামলা হয়েছে। ইসরায়েল এর আগে এমন হামলা অনেক চালিয়েছে। ইমরান খান ব্যাখ্যা করেছেন যে ইসরায়েল চায় না তাদের সীমান্তে ভারী অস্ত্রসজ্জিত সিরিয়া থাকুক।
সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে- ইসরায়েলের এমন অভিযোগের পর দেশ দুইটির মধ্যে উত্তেজনা বেড়েছে। এ নিয়ে শুক্রবার ভোরে সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদের কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু ও কাটজের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দামেস্কের দক্ষিণে সিরিয়ান বাহিনী মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের জন্য কোনও হুমকিকে আমরা সহ্য করব না। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দ্রুজ যোদ্ধা ও সিরিয়াপন্থি বাহিনীর লড়াইয়ে শতাধিক নিহত হয়েছে। এরপরেই সিরিয়ার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা এখন তুঙ্গে। এরপরেই সিরিয়ায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।