alt

আন্তর্জাতিক

অপুষ্টিতে মারা যাচ্ছে গাজার শিশুরা

গাজায় পাঁচ বছরের কম বয়সি প্রায় ৩ লাখ ৩৫ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে

বিদেশী সংবাদ মাধ্যম : রোববার, ০৪ মে ২০২৫

গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলা ও অনাহারে নিভে যাচ্ছে ফিলিস্তিনি শিশুদের প্রাণ। দাফনের জন্য তাদের নিয়ে যাচ্ছে স্বজনরা -রয়টার্স

দুই মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা। ইসরায়েলের বাধার কারণে কোনো ধরনের ত্রাণসামগ্রী উপত্যকাটিতে ঢুকতে পারছে না। তার ওপর ইসরায়েলি সেনাদের হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে শিশুরা। অপুষ্টির কারণেও বাড়ছে শিশুদের প্রাণহানির ঘটনা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পথে–ঘাটে খাবার খুঁজে বেড়াচ্ছে শিশুরা। গাজার গণমাধ্যম দপ্তর গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল গাজার প্রবেশপথগুলো বন্ধ করে রেখেছে। তারা শিশুদের ফর্মুলা দুধ ও পুষ্টিকর খাবারও ঢুকতে দিচ্ছে না। প্রয়োজনীয় খাবারের অভাবে শিশুমৃত্যুর হার বেড়ে চলেছে। এখন পর্যন্ত অপুষ্টির কারণে ৫৭টি শিশু মারা গছে।

আলজাজিরার টিম ঘটনাস্থল থেকে জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে রানতিসি হাসপাতালে অপুষ্টি ও পানিস্বল্পতার কারণে সালেহ আল-সাকাফি নামের একটি কন্যাশিশুর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ আগেই সতর্ক করে বলেছে, গাজায় পাঁচ বছরের কম বয়সি প্রায় ৩ লাখ ৩৫ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে; যা তাদের প্রতিনিয়ত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। গাজায় কর্মরত নরওয়েজিয়ান শরণার্থী সংস্থার ব্যবস্থাপক গ্যাভিন কেলিহের বলেছেন, কোনো পদক্ষেপ না নিলে গাজার হাজার হাজার মানুষ মারা যেতে পারে। অন্যান্য সাহায্য সংস্থাও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

রেডক্রস কমিটি সতর্ক করে বলেছে, গাজার মানবিক তৎপরতা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাৎক্ষডুক পদক্ষেপ না নিলে আরও বিশৃঙ্খলা দেখা দেবে। তখন মানবিক কোনো প্রচেষ্টা তা ঠেকাতে পারবে না। গাজায় এখন মানুষের জন্য খাবার খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। কয়েক দিন ধরে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে গাজার পরিস্থিতি সংকটের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা উপত্যকাটিতে খাদ্যসংকট নিয়ে সতর্কতা জারি করেছে। গাজায় আন্তর্জাতিক সংস্থার খাবারের মজুত শেষ হয়ে গেছে। এ ছাড়া স্থানীয় সম্প্রদায়ের তৈরি রান্নাঘর থেকেও বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার প্রস্তুত করা যাচ্ছে না।

ধ্বংসস্তূপে ভর্তি সড়কে মানুষ উদ্?ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। গাজা শহরে শিশুরা আবর্জনা ঘেঁটে ঘেঁটে খাবার খুঁজছে। ফেলে দেয়া ব্যবহৃত বোতলে খাবার পাওয়া যায় কি না, তা দেখছে তারা। গাজায় এখন আর লাইনে দাঁড়িয়ে কাউকে খাবার নিতে দেখা যায় না। কারণ, মানুষের জন্য কোনো খাবার অবশিষ্ট নেই। আগে যতটুকু সংগ্রহ করতে পেরেছে, জীবন বাঁচাতে তা-ই খেতে হচ্ছে। দুই মাসের বেশি সময় ধরে ইসরায়েলের অবরোধের কারণে রোগীদের জন্য প্রয়োজনীয় অধিকাংশ ওষুধ এবং জরুরি খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে সতর্কতা জানিয়ে বিবৃতি দিয়েছেন রাফার কুয়েতি হাসপাতালে পরিচালক সুহাইব আল-হামস। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত, হাসপাতালটি ৭৫ শতাংশের বেশি প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকটে ভুগছে। এর বড় একটি অংশ জীবন রক্ষাকারী ওষুধ, যা বিপুলসংখ্যক রোগীর জীবন হুমকির মুখে ফেলেছে। ’ তিনি আরও বলেন, চিকিৎসাসেবা অব্যাহত রাখা হুমকির মুখে পড়েছে। কারণ, বর্তমানে যেসব ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মজুত রয়েছে, তা দিয়ে এক সপ্তাহের বেশি সেবা দেওয়া যাবে না।

গত শুক্রবার দুজন ইসরায়েলি কর্মকর্তা ও একটি মার্কিন সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং একটি নতুন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা গাজায় আবারও মানবিক সহায়তা পাঠাতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে এই চুক্তিতে হামাসের কোনো নিয়ন্ত্রণ থাকবে না।

এদিকে, গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল হাজার হাজার রিজার্ভ সেনা তলব করেছে। দেশটির সংবাদমাধ্যমগুলো গতকাল শনিবার এ খবর জানিয়েছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতারকে নিয়ে কঠোর মন্তব্যও করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, সেনাবাহিনী ইতোমধ্যে রিজার্ভ বাহিনীকে তলবের আদেশ পাঠাতে শুরু করেছে।

মূলত নিয়মিত সেনা ও পশ্চিম তীরে কর্মরত সদস্যদের গাজায় মোতায়েনের জন্য এ ব্যবস্থা নেয়া হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।

ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে, রোববার নিরাপত্তা মন্ত্রিসভার একটি বৈঠকে গাজায় অভিযান বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। গত বছরের অক্টোবর মাসে হামাসের আক্রমণের পর থেকে শুরু হওয়া যুদ্ধ চলতি বছরের জানুয়ারিতে এক সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছেছিল, যা মার্চের মাঝামাঝি আবারও স্থবিরতায় পড়ে।

এরপর ১৮ মার্চ থেকে গাজায় বড় পরিসরে সামরিক অভিযান আবার শুরু করে ইসরায়েল। এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ছিল কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর। কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয় থাকায় দেশটি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন চুক্তি প্রক্রিয়া কার্যত স্থগিত হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহু বলেন, কাতার ‘উভয় দিকেই খেলা খেলছে’। তারা ‘সভ্যতা না কি বর্বরতার পক্ষে’ তা নির্ধারণ করা উচিত। এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন তিনি। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি নেতানিয়াহুর মন্তব্যকে ‘উসকানিমূলক’ বলে উল্লেখ করেন এবং বলেন, ‘এটি রাজনৈতিক ও নৈতিক দায়িত্ববোধের ন্যূনতম মানদ-েরও বাইরে। ’

ছবি

চীনে পর্যটকবাহী চার নৌকা ডুবে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ১

ছবি

সিন্ধু চুক্তি স্থগিতের পর চেনাব ও ঝিলম নদীর পানিপ্রবাহ নিয়ন্ত্রণে ভারতের পদক্ষেপ

ছবি

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই জাতিসংঘে যাওয়ার ঘোষণা পাকিস্তানের

ছবি

ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা, আগাম যে প্রস্তুতি নিচ্ছে আজাদ কাশ্মীর

পোপ সেজে ছবি পোস্ট করে সমালোচনার মুখে ট্রাম্প

ছবি

টানা ১৫ ঘণ্টা বক্তব্য দিয়ে জেলেনস্কির রেকর্ড ভাঙলেন মুইজ্জু!

পাকিস্তানি সেনা আটক করেছে বিএসএফ, সীমান্তে গোলাগুলি

ইসরায়েলের বিমানবন্দরে আঘাত হানল ব্যালিস্টিক মিসাইল

ছবি

সিঙ্গাপুরে নির্বাচনে ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ জয়, একচেটিয়া শাসনের মেয়াদ বাড়ল

ছবি

ভারত-পাকিস্তান উত্তেজনা: এবার নিষিদ্ধ হলো জাহাজ

ছবি

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের, বাড়ছে উদ্বেগ

অস্ট্রেলিয়ার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির জয়

ছবি

‘হামলার তথ্য আগেই ছিল, তবে পেহেলগামে নয় শ্রীনগরে,’ বলছে ভারতের গোয়েন্দা সংস্থা

ছবি

স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ‘আবদালি’ পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করল পাকিস্তান

ছবি

সৌদির কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ছবি

অস্ট্রেলিয়ায় নির্বাচন, আলোচনায় যেসব ইস্যু

পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত

নেতানিয়াহুর অনুমোদন নিয়ে সিরিয়ার হামলা, উত্তেজনা তুঙ্গে

সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান

ছবি

যুদ্ধ এড়িয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমন, ঐতিহাসিক নজির কেমন

ছবি

দ্রুজদের সুরক্ষায় সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলা, শাসকগোষ্ঠীকে ‘বার্তা’

ছবি

উগ্রবাদীদের তালিকায় জার্মানির প্রধান বিরোধী দল এএফডি

ছবি

পাকিস্তান থেকে পণ্য আমদানি সম্পূর্ণ বন্ধ করলো ভারত

ছবি

ইউক্রেইন-রাশিয়া শান্তি আলোচনায় ‘আর মধ্যস্থতা নয়’: যুক্তরাষ্ট্র

ছবি

ভারতে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু, আহত অন্তত ৬০

ছবি

মাল্টা উপকূলে গাজাগামী ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা

১২০০ মাইল পথ পাড়ি দিল চালকবিহীন ট্রাক

ওয়াল্টজকে নতুন পদে বসাতে চান ট্রাম্প

পেহেলগামে হামলায় ‘লস্কর-আইএসআই চক্র’, ছক ‘পাকিস্তানে লস্কর সদরদপ্তরে’: এনআইএ

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই

ছবি

খনিজ চুক্তিকে জেলেনস্কি ‘সমতাভিত্তিক’ বলার পরপরই রাশিয়ার ড্রোন হামলা

ছবি

সামরিক উত্তেজনায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে এক হাজারের বেশি মাদ্রাসা বন্ধ

ছবি

সীমান্তে উত্তেজনার মধ্যে এলওসি এলাকায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালাল পাকিস্তান

ছবি

মাইক ওয়াল্টজের পদত্যাগ, ট্রাম্প প্রশাসনের প্রথম শীর্ষ কর্মকর্তা সরে দাঁড়ালেন

ছবি

পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন আইএসআই প্রধান

ছবি

ভারত-পাকিস্তানকে একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের

tab

আন্তর্জাতিক

অপুষ্টিতে মারা যাচ্ছে গাজার শিশুরা

গাজায় পাঁচ বছরের কম বয়সি প্রায় ৩ লাখ ৩৫ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে

বিদেশী সংবাদ মাধ্যম

গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলা ও অনাহারে নিভে যাচ্ছে ফিলিস্তিনি শিশুদের প্রাণ। দাফনের জন্য তাদের নিয়ে যাচ্ছে স্বজনরা -রয়টার্স

রোববার, ০৪ মে ২০২৫

দুই মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা। ইসরায়েলের বাধার কারণে কোনো ধরনের ত্রাণসামগ্রী উপত্যকাটিতে ঢুকতে পারছে না। তার ওপর ইসরায়েলি সেনাদের হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে শিশুরা। অপুষ্টির কারণেও বাড়ছে শিশুদের প্রাণহানির ঘটনা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পথে–ঘাটে খাবার খুঁজে বেড়াচ্ছে শিশুরা। গাজার গণমাধ্যম দপ্তর গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল গাজার প্রবেশপথগুলো বন্ধ করে রেখেছে। তারা শিশুদের ফর্মুলা দুধ ও পুষ্টিকর খাবারও ঢুকতে দিচ্ছে না। প্রয়োজনীয় খাবারের অভাবে শিশুমৃত্যুর হার বেড়ে চলেছে। এখন পর্যন্ত অপুষ্টির কারণে ৫৭টি শিশু মারা গছে।

আলজাজিরার টিম ঘটনাস্থল থেকে জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে রানতিসি হাসপাতালে অপুষ্টি ও পানিস্বল্পতার কারণে সালেহ আল-সাকাফি নামের একটি কন্যাশিশুর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ আগেই সতর্ক করে বলেছে, গাজায় পাঁচ বছরের কম বয়সি প্রায় ৩ লাখ ৩৫ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে; যা তাদের প্রতিনিয়ত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। গাজায় কর্মরত নরওয়েজিয়ান শরণার্থী সংস্থার ব্যবস্থাপক গ্যাভিন কেলিহের বলেছেন, কোনো পদক্ষেপ না নিলে গাজার হাজার হাজার মানুষ মারা যেতে পারে। অন্যান্য সাহায্য সংস্থাও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

রেডক্রস কমিটি সতর্ক করে বলেছে, গাজার মানবিক তৎপরতা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাৎক্ষডুক পদক্ষেপ না নিলে আরও বিশৃঙ্খলা দেখা দেবে। তখন মানবিক কোনো প্রচেষ্টা তা ঠেকাতে পারবে না। গাজায় এখন মানুষের জন্য খাবার খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। কয়েক দিন ধরে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে গাজার পরিস্থিতি সংকটের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা উপত্যকাটিতে খাদ্যসংকট নিয়ে সতর্কতা জারি করেছে। গাজায় আন্তর্জাতিক সংস্থার খাবারের মজুত শেষ হয়ে গেছে। এ ছাড়া স্থানীয় সম্প্রদায়ের তৈরি রান্নাঘর থেকেও বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার প্রস্তুত করা যাচ্ছে না।

ধ্বংসস্তূপে ভর্তি সড়কে মানুষ উদ্?ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। গাজা শহরে শিশুরা আবর্জনা ঘেঁটে ঘেঁটে খাবার খুঁজছে। ফেলে দেয়া ব্যবহৃত বোতলে খাবার পাওয়া যায় কি না, তা দেখছে তারা। গাজায় এখন আর লাইনে দাঁড়িয়ে কাউকে খাবার নিতে দেখা যায় না। কারণ, মানুষের জন্য কোনো খাবার অবশিষ্ট নেই। আগে যতটুকু সংগ্রহ করতে পেরেছে, জীবন বাঁচাতে তা-ই খেতে হচ্ছে। দুই মাসের বেশি সময় ধরে ইসরায়েলের অবরোধের কারণে রোগীদের জন্য প্রয়োজনীয় অধিকাংশ ওষুধ এবং জরুরি খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে সতর্কতা জানিয়ে বিবৃতি দিয়েছেন রাফার কুয়েতি হাসপাতালে পরিচালক সুহাইব আল-হামস। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত, হাসপাতালটি ৭৫ শতাংশের বেশি প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকটে ভুগছে। এর বড় একটি অংশ জীবন রক্ষাকারী ওষুধ, যা বিপুলসংখ্যক রোগীর জীবন হুমকির মুখে ফেলেছে। ’ তিনি আরও বলেন, চিকিৎসাসেবা অব্যাহত রাখা হুমকির মুখে পড়েছে। কারণ, বর্তমানে যেসব ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মজুত রয়েছে, তা দিয়ে এক সপ্তাহের বেশি সেবা দেওয়া যাবে না।

গত শুক্রবার দুজন ইসরায়েলি কর্মকর্তা ও একটি মার্কিন সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং একটি নতুন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা গাজায় আবারও মানবিক সহায়তা পাঠাতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে এই চুক্তিতে হামাসের কোনো নিয়ন্ত্রণ থাকবে না।

এদিকে, গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল হাজার হাজার রিজার্ভ সেনা তলব করেছে। দেশটির সংবাদমাধ্যমগুলো গতকাল শনিবার এ খবর জানিয়েছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতারকে নিয়ে কঠোর মন্তব্যও করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, সেনাবাহিনী ইতোমধ্যে রিজার্ভ বাহিনীকে তলবের আদেশ পাঠাতে শুরু করেছে।

মূলত নিয়মিত সেনা ও পশ্চিম তীরে কর্মরত সদস্যদের গাজায় মোতায়েনের জন্য এ ব্যবস্থা নেয়া হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।

ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে, রোববার নিরাপত্তা মন্ত্রিসভার একটি বৈঠকে গাজায় অভিযান বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। গত বছরের অক্টোবর মাসে হামাসের আক্রমণের পর থেকে শুরু হওয়া যুদ্ধ চলতি বছরের জানুয়ারিতে এক সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছেছিল, যা মার্চের মাঝামাঝি আবারও স্থবিরতায় পড়ে।

এরপর ১৮ মার্চ থেকে গাজায় বড় পরিসরে সামরিক অভিযান আবার শুরু করে ইসরায়েল। এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ছিল কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর। কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয় থাকায় দেশটি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন চুক্তি প্রক্রিয়া কার্যত স্থগিত হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহু বলেন, কাতার ‘উভয় দিকেই খেলা খেলছে’। তারা ‘সভ্যতা না কি বর্বরতার পক্ষে’ তা নির্ধারণ করা উচিত। এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন তিনি। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি নেতানিয়াহুর মন্তব্যকে ‘উসকানিমূলক’ বলে উল্লেখ করেন এবং বলেন, ‘এটি রাজনৈতিক ও নৈতিক দায়িত্ববোধের ন্যূনতম মানদ-েরও বাইরে। ’

back to top