ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হোদেইদাহ বন্দরে বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবারের এ হামলায় ২০টি জঙ্গি বিমান অংশ নেয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এর আগের দিন, রোববার ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের ৩ নম্বর টার্মিনালের কাছাকাছি আঘাত হানে। আইডিএফের আকাশ প্রতিরক্ষা ইউনিট সেটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, হোদেইদাহ ও এর আশপাশের হুতি নিয়ন্ত্রিত বেশ কয়েকটি স্থাপনায় তারা হামলা চালিয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বার্তা সংস্থা সাবা জানায়, হামলায় অন্তত একজন নিহত ও ৩৫ জন আহত হন।
রয়টার্সের তিনটি সূত্র জানায়, হামলার পর হুতি কর্তৃপক্ষ হোদেইদাহ বন্দরের আশপাশের এলাকা ও একটি সিমেন্ট কারখানা বন্ধ করে দেয়। বন্দরের কন্টেইনার বার্থসহ বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক কর্মী জানান, দুটি জাহাজ থেকে মাল খালাসের সময় এই হামলা হয়, এতে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।
আরও দুটি সূত্র জানায়, হামলায় বন্দরের পাঁচটি ডক, গুদাম ও কাস্টমস এলাকার প্রায় ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হোদেইদাহ বন্দরে বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবারের এ হামলায় ২০টি জঙ্গি বিমান অংশ নেয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এর আগের দিন, রোববার ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের ৩ নম্বর টার্মিনালের কাছাকাছি আঘাত হানে। আইডিএফের আকাশ প্রতিরক্ষা ইউনিট সেটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, হোদেইদাহ ও এর আশপাশের হুতি নিয়ন্ত্রিত বেশ কয়েকটি স্থাপনায় তারা হামলা চালিয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বার্তা সংস্থা সাবা জানায়, হামলায় অন্তত একজন নিহত ও ৩৫ জন আহত হন।
রয়টার্সের তিনটি সূত্র জানায়, হামলার পর হুতি কর্তৃপক্ষ হোদেইদাহ বন্দরের আশপাশের এলাকা ও একটি সিমেন্ট কারখানা বন্ধ করে দেয়। বন্দরের কন্টেইনার বার্থসহ বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক কর্মী জানান, দুটি জাহাজ থেকে মাল খালাসের সময় এই হামলা হয়, এতে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।
আরও দুটি সূত্র জানায়, হামলায় বন্দরের পাঁচটি ডক, গুদাম ও কাস্টমস এলাকার প্রায় ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।