কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জেরে পাকিস্তানের জনবহুল পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বুধবার এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালসহ জরুরি সেবাখাতগুলোতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক জরুরি সংবাদ সম্মেলনে মরিয়ম নওয়াজ বলেন, “সব চিকিৎসক ও চিকিৎসাকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বেসামরিক প্রতিরক্ষাকর্মীদের নিজ নিজ দায়িত্বে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।”
পাকিস্তান দাবি করেছে, মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। পাল্টা জবাবে পাকিস্তানও নিয়ন্ত্রণরেখার ওপারে হামলা চালায়।
এই প্রসঙ্গে মরিয়ম বলেন, “ভারত হয়তো হামলা শুরু করেছে, কিন্তু শেষ করবে পাকিস্তান। আমরা শান্তি চাই, তবে সেটা সম্মানের সঙ্গে। যুদ্ধ চাপিয়ে দিলে জাতি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।”
তিনি জনগণকে ঘরে থাকার, অকারণে বাইরে না যাওয়ার এবং শুধুমাত্র নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নেওয়ার আহ্বান জানান।
বুধবার, ০৭ মে ২০২৫
কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জেরে পাকিস্তানের জনবহুল পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বুধবার এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালসহ জরুরি সেবাখাতগুলোতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক জরুরি সংবাদ সম্মেলনে মরিয়ম নওয়াজ বলেন, “সব চিকিৎসক ও চিকিৎসাকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বেসামরিক প্রতিরক্ষাকর্মীদের নিজ নিজ দায়িত্বে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।”
পাকিস্তান দাবি করেছে, মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। পাল্টা জবাবে পাকিস্তানও নিয়ন্ত্রণরেখার ওপারে হামলা চালায়।
এই প্রসঙ্গে মরিয়ম বলেন, “ভারত হয়তো হামলা শুরু করেছে, কিন্তু শেষ করবে পাকিস্তান। আমরা শান্তি চাই, তবে সেটা সম্মানের সঙ্গে। যুদ্ধ চাপিয়ে দিলে জাতি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।”
তিনি জনগণকে ঘরে থাকার, অকারণে বাইরে না যাওয়ার এবং শুধুমাত্র নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নেওয়ার আহ্বান জানান।