মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার দাবি করেছেন, গাজায় হামাসের হাতে আটক আরও তিনজন ইসরায়েলি জিম্মি মারা গেছেন। এতে বর্তমানে জীবিত জিম্মির সংখ্যা কমে ২১-এ দাঁড়িয়েছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘যত বেশি সম্ভব জিম্মিকে বাঁচাতে এই সংঘাত থামানোর চেষ্টায় আমরা ধীরে এগোচ্ছি। এ বিষয়ে আমরা ভালো কাজ করেছি।’
তিনি জানান, ‘দুই সপ্তাহ আগে, ১০ জন জিম্মিকে আমি পেয়েছি, যারা আমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে।’
যদিও ট্রাম্পের এই দাবি সত্য নয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানায়, প্রকৃতপক্ষে সেই বৈঠকটি হয়েছিল দুই মাস আগে এবং অংশগ্রহণকারী জিম্মির সংখ্যা ছিল আটজন। ট্রাম্প আরও বলেন, “আমি তাদের জিজ্ঞাসা করলাম, ‘আর কতজন মানুষ গাজায় আছে?’ তারা বলল, ৫৯ জন। আমি বললাম, ‘ওহ, এটা তো ভাবনার চেয়েও বেশি।’ তখন তারা বলল, ‘এর মধ্যে মাত্র ২৪ জন জীবিত।’”
এরপর ট্রাম্প বলেন, ‘কিন্তু এখন জীবিতের সংখ্যা ২১। আমি বলছি ২১ জন, কারণ আজকের হিসেবে তিনজন মারা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা ৫২,৬১৫ জন। যার বেশিরভাগই নারী ও শিশু।
বুধবার, ০৭ মে ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার দাবি করেছেন, গাজায় হামাসের হাতে আটক আরও তিনজন ইসরায়েলি জিম্মি মারা গেছেন। এতে বর্তমানে জীবিত জিম্মির সংখ্যা কমে ২১-এ দাঁড়িয়েছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘যত বেশি সম্ভব জিম্মিকে বাঁচাতে এই সংঘাত থামানোর চেষ্টায় আমরা ধীরে এগোচ্ছি। এ বিষয়ে আমরা ভালো কাজ করেছি।’
তিনি জানান, ‘দুই সপ্তাহ আগে, ১০ জন জিম্মিকে আমি পেয়েছি, যারা আমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে।’
যদিও ট্রাম্পের এই দাবি সত্য নয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানায়, প্রকৃতপক্ষে সেই বৈঠকটি হয়েছিল দুই মাস আগে এবং অংশগ্রহণকারী জিম্মির সংখ্যা ছিল আটজন। ট্রাম্প আরও বলেন, “আমি তাদের জিজ্ঞাসা করলাম, ‘আর কতজন মানুষ গাজায় আছে?’ তারা বলল, ৫৯ জন। আমি বললাম, ‘ওহ, এটা তো ভাবনার চেয়েও বেশি।’ তখন তারা বলল, ‘এর মধ্যে মাত্র ২৪ জন জীবিত।’”
এরপর ট্রাম্প বলেন, ‘কিন্তু এখন জীবিতের সংখ্যা ২১। আমি বলছি ২১ জন, কারণ আজকের হিসেবে তিনজন মারা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা ৫২,৬১৫ জন। যার বেশিরভাগই নারী ও শিশু।