সিলেটের পার্শ্ববর্তী বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারতের মেঘালয় রাজ্য কর্তৃপক্ষ। শুক্রবার জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এক আদেশের বরাতে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে, যা কার্যকর থাকবে আগামী দুই মাস ধরে।
এই কারফিউ কার্যকর হবে আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইন থেকে এক কিলোমিটার অভ্যন্তরে ভারতীয় ভূখণ্ডজুড়ে। সীমান্তে চোরাচালান এবং অনুপ্রবেশ ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। বিশেষ করে গরু, পান-সুপারি, শুঁটকি মাছ, বিড়ি-সিগারেট ও চা পাতা–এসব পণ্যের চোরাচালান এই এলাকায় নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধাবস্থা বিরাজ করছে, তখন বাংলাদেশ সীমান্তে এমন কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে ভারত ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বিভিন্ন সীমান্ত পথ ব্যবহার করে শতাধিক লোককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বলেও খবর পাওয়া গেছে।
শনিবার, ১০ মে ২০২৫
সিলেটের পার্শ্ববর্তী বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারতের মেঘালয় রাজ্য কর্তৃপক্ষ। শুক্রবার জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এক আদেশের বরাতে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে, যা কার্যকর থাকবে আগামী দুই মাস ধরে।
এই কারফিউ কার্যকর হবে আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইন থেকে এক কিলোমিটার অভ্যন্তরে ভারতীয় ভূখণ্ডজুড়ে। সীমান্তে চোরাচালান এবং অনুপ্রবেশ ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। বিশেষ করে গরু, পান-সুপারি, শুঁটকি মাছ, বিড়ি-সিগারেট ও চা পাতা–এসব পণ্যের চোরাচালান এই এলাকায় নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধাবস্থা বিরাজ করছে, তখন বাংলাদেশ সীমান্তে এমন কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে ভারত ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বিভিন্ন সীমান্ত পথ ব্যবহার করে শতাধিক লোককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বলেও খবর পাওয়া গেছে।