ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিয়াস এলাকায় অবস্থিত ‘ব্রহ্মস’ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের মজুতাগারে পাল্টা হামলার দাবি করেছে পাকিস্তান।
আজ শনিবার ভোরে চালানো এই হামলাটি পাকিস্তান সেনাবাহিনীর ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’-এর অংশ হিসেবে হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
পাকিস্তানের দাবি, তাদের তিনটি বিমানঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়, “ভারত আমাদের জনগণ ও সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে, এর জবাবে আমরা হামলা করেছি।”
পাকিস্তানি সামরিক সূত্রের বরাতে জানা গেছে, অমৃতসরের বিয়াস এলাকায় ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র মজুতাগার ছিল হামলার অন্যতম লক্ষ্য। ‘ব্রহ্মস’ হচ্ছে একটি যৌথ ভারত-রাশিয়া প্রকল্প, যা সুপারসনিক গতিতে ৮০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। এটি স্থলভাগ, নৌযান, সাবমেরিন ও যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণযোগ্য।
‘ব্রহ্মস’ নামটি এসেছে ভারতের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মস্কভা নদীর নাম মিলিয়ে।
অন্যদিকে, ভারত সরকার এখনো পাকিস্তানের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ছে। ওই ঘটনার জের ধরে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তান আজকের অভিযানে অংশ নেয় বলে দাবি করেছে।
শনিবার, ১০ মে ২০২৫
ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিয়াস এলাকায় অবস্থিত ‘ব্রহ্মস’ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের মজুতাগারে পাল্টা হামলার দাবি করেছে পাকিস্তান।
আজ শনিবার ভোরে চালানো এই হামলাটি পাকিস্তান সেনাবাহিনীর ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’-এর অংশ হিসেবে হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
পাকিস্তানের দাবি, তাদের তিনটি বিমানঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়, “ভারত আমাদের জনগণ ও সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে, এর জবাবে আমরা হামলা করেছি।”
পাকিস্তানি সামরিক সূত্রের বরাতে জানা গেছে, অমৃতসরের বিয়াস এলাকায় ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র মজুতাগার ছিল হামলার অন্যতম লক্ষ্য। ‘ব্রহ্মস’ হচ্ছে একটি যৌথ ভারত-রাশিয়া প্রকল্প, যা সুপারসনিক গতিতে ৮০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। এটি স্থলভাগ, নৌযান, সাবমেরিন ও যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণযোগ্য।
‘ব্রহ্মস’ নামটি এসেছে ভারতের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মস্কভা নদীর নাম মিলিয়ে।
অন্যদিকে, ভারত সরকার এখনো পাকিস্তানের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ছে। ওই ঘটনার জের ধরে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তান আজকের অভিযানে অংশ নেয় বলে দাবি করেছে।