দুই বছর ধরে মালিকানাবিহীন থাকা ব্রিটিশ পত্রিকা ‘ডেইলি টেলিগ্রাফ’ ও ‘সানডে টেলিগ্রাফ’ কিনে নেওয়ার চুক্তিতে সম্মত হয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড।
সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারের সদস্য শেখ মনসুর বিন জায়েদ সুলতান আল-নাহিয়ানের হাতে থাকা পত্রিকাদুটির শেয়ার কিনে নেবে রেডবার্ড ক্যাপিটাল।
এর আগে শেখ মনসুর পত্রিকাগুলো কেনার জন্য অর্থ সরবরাহ করেছিলেন, তবে যুক্তরাজ্যের তৎকালীন সরকার একটি আইন করে বিদেশি কোনো সরকারের হাতে সংবাদপত্র বা সাময়িকী বিক্রির পথ বন্ধ করে দেয়।
নতুন চুক্তির ক্ষেত্রেও ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন লাগবে।
লয়েডস ব্যাংক বার্কলে পরিবার থেকে এসব সম্পদ জব্দ করে বকেয়া পরিশোধ না পাওয়ায় ডেইলি টেলিগ্রাফ, সানডে টেলিগ্রাফ ও ‘স্পেকটেটর’ সাময়িকী নিলামে তোলে।
পত্রিকাগুলো নিলামে তুললে রেডবার্ড এবং শেখ মনসুরের মালিকানাধীন আইএমআই একটি কনসোর্টিয়াম গঠন করে বার্কলে পরিবারের সব ঋণ শোধ করে দেয়।
তবে সরকারের হস্তক্ষেপের কারণে কনসোর্টিয়ামটি চূড়ান্ত মালিকানা পায়নি। কনসোর্টিয়ামের বিনিয়োগের সিংহভাগ ছিল আইএমআইয়ের, তবে তাদের শেয়ার এখন ১৫ শতাংশেরও কম বলে ধারণা করা হচ্ছে।
স্পেকটেটর সাময়িকীটি ২০২৩ সালে ১০ কোটি পাউন্ডে কিনে নেন ধনকুবের পল মার্শাল। এ বিক্রির মাধ্যমে রেডবার্ড ও আইএমআই তাদের বিনিয়োগের অর্থ ফেরত পাবে।
এছাড়া দুই বছর ধরে অনিশ্চয়তায় থাকা টেলিগ্রাফ কর্মীদের অবস্থা থেকে পরিত্রাণ মিলবে।
রেডবার্ডের প্রতিষ্ঠাতা জেরি কার্ডিনাল জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে টেলিগ্রাফের প্রচার ও গ্রাহক সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছেন, কারণ সেখানে তিনি বাজারে এক ধরনের শূন্যতা দেখছেন।
রেডবার্ড ক্যাপিটালের অন্যান্য বড় বিনিয়োগের মধ্যে রয়েছে ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব এসি মিলান।
শুক্রবার, ২৩ মে ২০২৫
দুই বছর ধরে মালিকানাবিহীন থাকা ব্রিটিশ পত্রিকা ‘ডেইলি টেলিগ্রাফ’ ও ‘সানডে টেলিগ্রাফ’ কিনে নেওয়ার চুক্তিতে সম্মত হয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড।
সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারের সদস্য শেখ মনসুর বিন জায়েদ সুলতান আল-নাহিয়ানের হাতে থাকা পত্রিকাদুটির শেয়ার কিনে নেবে রেডবার্ড ক্যাপিটাল।
এর আগে শেখ মনসুর পত্রিকাগুলো কেনার জন্য অর্থ সরবরাহ করেছিলেন, তবে যুক্তরাজ্যের তৎকালীন সরকার একটি আইন করে বিদেশি কোনো সরকারের হাতে সংবাদপত্র বা সাময়িকী বিক্রির পথ বন্ধ করে দেয়।
নতুন চুক্তির ক্ষেত্রেও ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন লাগবে।
লয়েডস ব্যাংক বার্কলে পরিবার থেকে এসব সম্পদ জব্দ করে বকেয়া পরিশোধ না পাওয়ায় ডেইলি টেলিগ্রাফ, সানডে টেলিগ্রাফ ও ‘স্পেকটেটর’ সাময়িকী নিলামে তোলে।
পত্রিকাগুলো নিলামে তুললে রেডবার্ড এবং শেখ মনসুরের মালিকানাধীন আইএমআই একটি কনসোর্টিয়াম গঠন করে বার্কলে পরিবারের সব ঋণ শোধ করে দেয়।
তবে সরকারের হস্তক্ষেপের কারণে কনসোর্টিয়ামটি চূড়ান্ত মালিকানা পায়নি। কনসোর্টিয়ামের বিনিয়োগের সিংহভাগ ছিল আইএমআইয়ের, তবে তাদের শেয়ার এখন ১৫ শতাংশেরও কম বলে ধারণা করা হচ্ছে।
স্পেকটেটর সাময়িকীটি ২০২৩ সালে ১০ কোটি পাউন্ডে কিনে নেন ধনকুবের পল মার্শাল। এ বিক্রির মাধ্যমে রেডবার্ড ও আইএমআই তাদের বিনিয়োগের অর্থ ফেরত পাবে।
এছাড়া দুই বছর ধরে অনিশ্চয়তায় থাকা টেলিগ্রাফ কর্মীদের অবস্থা থেকে পরিত্রাণ মিলবে।
রেডবার্ডের প্রতিষ্ঠাতা জেরি কার্ডিনাল জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে টেলিগ্রাফের প্রচার ও গ্রাহক সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছেন, কারণ সেখানে তিনি বাজারে এক ধরনের শূন্যতা দেখছেন।
রেডবার্ড ক্যাপিটালের অন্যান্য বড় বিনিয়োগের মধ্যে রয়েছে ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব এসি মিলান।