ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে স্ত্রী ব্রিজিত মাখোঁ গালে চড় মেরেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে এমনই গুঞ্জন উঠেছে। তবে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ঘটনাটি ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং এটি কোনো ধরনের সহিংসতার উদাহরণ নয়।
ঘটনাটি ঘটে রোববার, যখন দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনামের নই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মাখোঁ। বিমান থেকে নামার আগ মুহূর্তে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, বিমানের দরজার কাছে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্টের মুখে পাশ থেকে হঠাৎ তাঁর স্ত্রীর হাত পড়ে, যা অনেকের কাছে চড় বলে মনে হয়েছে।
ভিডিওতে মুহূর্তটিকে ‘অস্বাভাবিক’ মনে হলেও পরে এলিসি প্রাসাদ জানায়, এটি ছিল একটি ব্যক্তিগত ও হালকা মুহূর্ত। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক কর্মকর্তা ফরাসি টিভি চ্যানেল বিএফএমকে বলেন, “তাঁদের মধ্যে কিছুটা কথাবার্তা হচ্ছিল, কিন্তু বিষয়টি একেবারেই মার্জিত ছিল।”
এমনকি প্রাসাদ থেকে -কে দেওয়া আরেকটি মন্তব্যে বলা হয়, “দম্পতি তখন মজার ছলে কথোপকথনে মেতে ছিলেন। এটি ছিল স্বাভাবিক ও ঘনিষ্ঠ মুহূর্ত।”
এদিকে এলিসি দাবি করেছে, ভিডিওটি ঘিরে রাশিয়ার পক্ষসমর্থকদের ছড়ানো গুজব ও অপপ্রচার খুব দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখোঁর অবস্থানের কারণে তাঁকে উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
উল্লেখ্য, কিছুদিন আগেও প্রেসিডেন্ট মাখোঁকে নিয়ে এমন আরেকটি মিথ্যা ভিডিও ছড়ায়, যেখানে দাবি করা হয়, তিনি কোকেন বহন করছেন। পরে সেটি ‘টিস্যু প্যাকেট’ বলে জানায় এলিসি প্রাসাদ।
ফরাসি প্রশাসন এইসব অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়ে জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার, ২৭ মে ২০২৫
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে স্ত্রী ব্রিজিত মাখোঁ গালে চড় মেরেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে এমনই গুঞ্জন উঠেছে। তবে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ঘটনাটি ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং এটি কোনো ধরনের সহিংসতার উদাহরণ নয়।
ঘটনাটি ঘটে রোববার, যখন দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনামের নই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মাখোঁ। বিমান থেকে নামার আগ মুহূর্তে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, বিমানের দরজার কাছে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্টের মুখে পাশ থেকে হঠাৎ তাঁর স্ত্রীর হাত পড়ে, যা অনেকের কাছে চড় বলে মনে হয়েছে।
ভিডিওতে মুহূর্তটিকে ‘অস্বাভাবিক’ মনে হলেও পরে এলিসি প্রাসাদ জানায়, এটি ছিল একটি ব্যক্তিগত ও হালকা মুহূর্ত। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক কর্মকর্তা ফরাসি টিভি চ্যানেল বিএফএমকে বলেন, “তাঁদের মধ্যে কিছুটা কথাবার্তা হচ্ছিল, কিন্তু বিষয়টি একেবারেই মার্জিত ছিল।”
এমনকি প্রাসাদ থেকে -কে দেওয়া আরেকটি মন্তব্যে বলা হয়, “দম্পতি তখন মজার ছলে কথোপকথনে মেতে ছিলেন। এটি ছিল স্বাভাবিক ও ঘনিষ্ঠ মুহূর্ত।”
এদিকে এলিসি দাবি করেছে, ভিডিওটি ঘিরে রাশিয়ার পক্ষসমর্থকদের ছড়ানো গুজব ও অপপ্রচার খুব দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখোঁর অবস্থানের কারণে তাঁকে উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
উল্লেখ্য, কিছুদিন আগেও প্রেসিডেন্ট মাখোঁকে নিয়ে এমন আরেকটি মিথ্যা ভিডিও ছড়ায়, যেখানে দাবি করা হয়, তিনি কোকেন বহন করছেন। পরে সেটি ‘টিস্যু প্যাকেট’ বলে জানায় এলিসি প্রাসাদ।
ফরাসি প্রশাসন এইসব অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়ে জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে।