‘হামাস নয়, ইসরায়েলি হামলাই ছিল সবচেয়ে বড় আতঙ্ক’—জিম্মি মুক্তির দাবিতে অনুষ্ঠিত এক বিক্ষোভে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন গাজায় জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া নামা লেভি। চলতি বছর জানুয়ারিতে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আওতায় ইসরায়েলে ফিরেছেন তিনি। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানা গেছে, হামাসে হাতে জিম্মি হওয়া আইডিএফের (ইসরায়েলি সেনাবাহিনী) ৫ নারী সেনার মধ্যে নামা লেভি একজন। হামাসের কাছে জিম্মি থাকা বাকিদের মুক্তির দাবিতে তেল আবিব জাদুঘরের সামনে জড়ো হওয়া প্রায় দেড় হাজার মানুষের সামনে তিনি বলেন, জিম্মি থাকার দিনগুলোতে হামাস তাঁর এবং বাকি জিম্মিদের প্রাণনাশের হুমকি ছিল না। প্রাণহানির হুমকি ছিল তাঁর নিজের দেশ ইসরায়েলের চালানো বিমান হামলা। লেভি জানান, একেকটি হামলা ছিল বিভীষিকা। প্রতিবার হামলার সময় মনে হতো এটিই শেষ। আর কোনো দিন এই পৃথিবীতে শ্বাস নিতে পারবেন না!
লেমি বলেন, ‘কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হতো হামলা। হঠাৎ একটা বাঁশির মতো শব্দ শুনতে পাওয়া যায়। ওই শব্দ শুনলেই হাত-পা ঠান্ডা হয়ে আসে। ওই মুহূর্তে প্রার্থনা করা ছাড়া আর কী-ই বা করার থাকে! প্রার্থনা করতাম যেন আমার ওপর এসে আঘাত না হানে।
মঙ্গলবার, ২৭ মে ২০২৫
‘হামাস নয়, ইসরায়েলি হামলাই ছিল সবচেয়ে বড় আতঙ্ক’—জিম্মি মুক্তির দাবিতে অনুষ্ঠিত এক বিক্ষোভে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন গাজায় জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া নামা লেভি। চলতি বছর জানুয়ারিতে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আওতায় ইসরায়েলে ফিরেছেন তিনি। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানা গেছে, হামাসে হাতে জিম্মি হওয়া আইডিএফের (ইসরায়েলি সেনাবাহিনী) ৫ নারী সেনার মধ্যে নামা লেভি একজন। হামাসের কাছে জিম্মি থাকা বাকিদের মুক্তির দাবিতে তেল আবিব জাদুঘরের সামনে জড়ো হওয়া প্রায় দেড় হাজার মানুষের সামনে তিনি বলেন, জিম্মি থাকার দিনগুলোতে হামাস তাঁর এবং বাকি জিম্মিদের প্রাণনাশের হুমকি ছিল না। প্রাণহানির হুমকি ছিল তাঁর নিজের দেশ ইসরায়েলের চালানো বিমান হামলা। লেভি জানান, একেকটি হামলা ছিল বিভীষিকা। প্রতিবার হামলার সময় মনে হতো এটিই শেষ। আর কোনো দিন এই পৃথিবীতে শ্বাস নিতে পারবেন না!
লেমি বলেন, ‘কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হতো হামলা। হঠাৎ একটা বাঁশির মতো শব্দ শুনতে পাওয়া যায়। ওই শব্দ শুনলেই হাত-পা ঠান্ডা হয়ে আসে। ওই মুহূর্তে প্রার্থনা করা ছাড়া আর কী-ই বা করার থাকে! প্রার্থনা করতাম যেন আমার ওপর এসে আঘাত না হানে।