ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজধানী তেল আবিবের একটি সুরক্ষিত বাংকারে আশ্রয় নেন। এই সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেন, “ইরানের দিক থেকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করতে শুরু করলে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বাংকারে চলে যান। সেখানে প্রতিরক্ষামন্ত্রী কাৎজ এবং সামরিক ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।”
তিনি আরও জানান, সেই সময় নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী পরিস্থিতির ওপর জরুরি মূল্যায়ন করেন এবং তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখার বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর আসতে থাকায় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় ছিল।
এর আগে শুক্রবার রাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘ট্রু প্রমিস ৩’ নামের একটি অভিযানে একযোগে ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনার দিকে।
শনিবার, ১৪ জুন ২০২৫
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজধানী তেল আবিবের একটি সুরক্ষিত বাংকারে আশ্রয় নেন। এই সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেন, “ইরানের দিক থেকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করতে শুরু করলে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বাংকারে চলে যান। সেখানে প্রতিরক্ষামন্ত্রী কাৎজ এবং সামরিক ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।”
তিনি আরও জানান, সেই সময় নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী পরিস্থিতির ওপর জরুরি মূল্যায়ন করেন এবং তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখার বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর আসতে থাকায় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় ছিল।
এর আগে শুক্রবার রাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘ট্রু প্রমিস ৩’ নামের একটি অভিযানে একযোগে ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনার দিকে।