ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি মধ্যেই আবারো নিজেদের নাগরিকদের ইরান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, বুধবার (০২ জুলাই) তেহরানে অবস্থিত চীনা দূতাবাস এ বিষয়ে একটি নোটিশ জারি করে।
এতে বলা হয়েছে, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি সত্ত্বেও, ইরানের নিরাপত্তা পরিস্থিতি এখনও জটিল। এ অবস্থায় চীনা নাগরিকদের আপাতত ইরান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ’
এছাড়াও ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত অনুস্মারক কঠোরভাবে মেনে চলা, জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকা এবং সংবেদনশীল এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস। গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলিতে বিমান হামলা শুরু করলে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ২৪ জুন থেকে কার্যকর হওয়া মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতির অধীনে ১২ দিনের এই সংঘাতের অবসান ঘটে। এরআগে ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মধ্যে ইরান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেয় চীনসহ বেশ কয়েকটি দেশ।
বুধবার, ০২ জুলাই ২০২৫
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি মধ্যেই আবারো নিজেদের নাগরিকদের ইরান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, বুধবার (০২ জুলাই) তেহরানে অবস্থিত চীনা দূতাবাস এ বিষয়ে একটি নোটিশ জারি করে।
এতে বলা হয়েছে, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি সত্ত্বেও, ইরানের নিরাপত্তা পরিস্থিতি এখনও জটিল। এ অবস্থায় চীনা নাগরিকদের আপাতত ইরান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ’
এছাড়াও ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত অনুস্মারক কঠোরভাবে মেনে চলা, জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকা এবং সংবেদনশীল এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস। গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলিতে বিমান হামলা শুরু করলে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ২৪ জুন থেকে কার্যকর হওয়া মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতির অধীনে ১২ দিনের এই সংঘাতের অবসান ঘটে। এরআগে ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মধ্যে ইরান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেয় চীনসহ বেশ কয়েকটি দেশ।